আপনি কি আমাদের সাহিত্যাদিকে মূল্যবান হিসেবে গণ্য করেন?
১ যিহোবা ও যিশু খ্রিস্ট সম্বন্ধে জ্ঞান হল সবচেয়ে মূল্যবান এবং জগতের মধ্যে একমাত্র আমাদের প্রকাশনাই আধ্যাত্মিক ধন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে ও ঈশ্বরীয় প্রজ্ঞার সঙ্গে ব্যাখ্যা করে। (রোমীয় ১১:৩৩; ফিলি. ৩:৮) কীভাবে আমরা আমাদের সাহিত্যাদির প্রতি প্রকৃত উপলব্ধি দেখাতে পারি?
২ অনেক ব্যক্তি এবং পরিবার নিয়মিতভাবে কিছু দান আলাদা করে রাখে এবং কিংডম হলে এসে “বিশ্বব্যাপী কাজ” নামক বাক্সে দান দিয়ে থাকে। আরেকটা যে-উপায়ে আমরা উপলব্ধি দেখাতে পারি, তা হল ক্ষেত্রের পরিচর্যায় যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তাদের সাহিত্যাদি দেওয়ার সময় বিচক্ষণ হওয়ার মাধ্যমে। গৃহকর্তা কি কথা বলতে ইচ্ছুক? তিনি কি মন দিয়ে আমাদের কথা শুনছেন, আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং বাইবেল থেকে কিছু পড়লে তিনি কি তা লক্ষ করছেন? তিনি যে আগ্রহী, তা বুঝতে পারলে আমরা আনন্দের সঙ্গে উপযুক্ত প্রকাশনা অর্পণ করি। আমরা যদি ভালোভাবে আমাদের সাহিত্যাদি ব্যবহার করি, একমাত্র তবেই অন্যেরা এগুলো থেকে উপকার লাভ করতে পারবে।
৩ কিংডম হলে অথবা আমাদের ঘরের বই রাখার তাকে সাহিত্যাদি রেখে দিলে সেগুলোর উদ্দেশ্য পূর্ণ হয় না। এমনকী পুরোনো পত্রিকা, ব্রোশার, বাঁধানো বই ও ট্র্যাক্টের উত্তম ব্যবহার করা উচিত। সেগুলো কি এখনও ভালো অবস্থায় রয়েছে অর্থাৎ দীর্ঘদিন থাকার ফলে হলদে হয়ে যায়নি, ছিঁড়ে যায়নি অথবা নোংরা হয়ে যায়নি? যদি ভালো অবস্থায় থেকে থাকে, তা হলে ক্ষেত্রের পরিচর্যায় সেগুলো বিতরণ করার জন্য আমাদের যথাসাধ্য করা উচিত। নষ্ট হয়ে যাওয়া সাহিত্যগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা যেতে পারে অথবা ব্যবহারের অনুপযুক্ত হলে সেগুলো ফেলে দেওয়া যেতে পারে। যদিও আমরা মূলত মাসের জন্য নির্ধারিত অর্পণের উপর মনোযোগ দিই, কিন্তু কখনো কখনো আমরা হয়তো ভিন্ন প্রকাশনাদি ব্যবহার করতে পারি।
৪ বিতরণের জন্য আপনার আসলে কতগুলো সাহিত্যের প্রয়োজন, সেই বিষয়টা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। নিজের জন্য অতিরিক্ত মাত্রায় সাহিত্যাদি জমিয়ে রাখার কোনো দরকার নেই, যেহেতু সভার আগে ও পরে কিংডম হল থেকে প্রয়োজনীয় সাহিত্য নেওয়া যেতে পারে। সপ্তাহের প্রথম দিকে ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণে সাহিত্য নিন এবং সেগুলো শেষ হয়ে গেলে আবার নিন।
৫ আমাদের ট্র্যাক্টগুলো এলাকার লোকেদের মনোযোগ আকর্ষণ করে এবং তাদের মনের প্রশ্নের উত্তর দেয়। জনসাধারণ্যে পরিচর্যা করার সময় অথবা লোকেদের বাড়িতে সাক্ষ্য দেওয়ার সময় ট্র্যাক্ট, পত্রিকা ও ব্রোশার অর্পণ করার উপর মনোযোগ দিন। জনসাধারণ্যে পরিচর্যার সময় ট্র্যাক্ট অথবা ব্রোশারের জন্য বিশেষভাবে তৈরি করা পোস্টারগুলো ব্যবহার করুন। সুসমাচার অথবা সুখী পরিবার নামক ব্রোশার ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করুন। যদি গৃহকর্তা আগ্রহ দেখান এবং আপনি যদি নিশ্চিত হন যে, প্রকাশনাটা উত্তমভাবে ব্যবহার করা হবে, তা হলে বাইবেল শিক্ষা দেয় বই অথবা অন্য কোনো উপযুক্ত বই অর্পণ করতে পারেন। যদি কোনো ব্যক্তি খুবই আগ্রহী হন, তা হলে প্রথম সাক্ষাতেই বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করা যেতে পারে। jw.org ওয়েবসাইটে ইলেকট্রনিক ফরম্যাটে পাওয়া প্রকাশনা ভালোভাবে ব্যবহার করতে শিখুন আর যতদূর সম্ভব ছাপানো কপির পরিবর্তে সেগুলো অর্পণ করুন।
৬ যে-সমস্ত সাহিত্য জোগানো হয়, সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা সকলে যেন বিজ্ঞ এবং বিচক্ষণ হই আর এভাবে দেখাই যে, আমরা আমাদের সাহিত্যাদিকে কতটা মূল্যবান হিসেবে গণ্য করি।