ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৫/১৫ পৃষ্ঠা ৩২
  • কোন ভিত্তিমূলের ওপর আপনি গড়ে তুলছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কোন ভিত্তিমূলের ওপর আপনি গড়ে তুলছেন?
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৫/১৫ পৃষ্ঠা ৩২

কোন ভিত্তিমূলের ওপর আপনি গড়ে তুলছেন?

একটা ভবনের স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে এর কাঠামো বা ভিত্তিমূলের দৃঢ়তার ওপর। বাইবেল কখনো কখনো এই নীতিকে এক রূপক অর্থে ব্যবহার করে থাকে।

উদাহরণ হিসেবে ভাববাদী যিশাইয় যিহোবা ঈশ্বরকে “পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন” বলে উল্লেখ করেন। (যিশাইয় ৫১:১৩) এই ভিত্তিমূল ঈশ্বরের অপরিবর্তনীয় আইনগুলো নিয়ে গঠিত, যা পৃথিবীর গতিকে নিয়ন্ত্রণ করে এবং এটাকে এর অবস্থানে স্থির রাখে। (গীতসংহিতা ১০৪:৫) ঈশ্বরের বাক্য বাইবেল সেই “মূলবস্তু” বা ভিত্তিমূল সম্বন্ধেও বলে, যেটার ওপর মানবসমাজ নির্ভর করে। এর অন্তর্ভুক্ত ন্যায়বিচার, আইন এবং ব্যবস্থা। যখন এগুলো অন্যায়, দুর্নীতি এবং দৌরাত্ম্যের কারণে “উৎপাটিত” হয় বা দুর্বল হয়ে পড়ে, তখন সামাজিক ব্যবস্থা ভেঙে যায়।—গীতসংহিতা ১১:২-৬; হিতোপদেশ ২৯:৪.

এই নীতি ব্যক্তিগত পর্যায়েও প্রয়োগ করা যায়। যিশু খ্রিস্ট তাঁর বিখ্যাত পর্বতেদত্ত উপদেশের উপসংহারে বলেছিলেন: “যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন এক জন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন এক জন নির্ব্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল, ও তাহার পতন ঘোরতর হইল।”—মথি ৭:২৪-২৭.

কোন ভিত্তিমূলের ওপর আপনি আপনার জীবন গড়ে তুলছেন? এটা কি ঈশ্বরবিহীন মানব দর্শনের অস্থায়ী বালির ওপর, যেটার পরিণতি হবে কাঠামোগত পতন? নাকি আপনি যিশু খ্রিস্টের কথার বাধ্য হয়ে শক্ত পাষাণের ওপর তা গড়ে তুলছেন, যা আপনাকে জীবনের রূপক ঝড়ের মধ্যে টিকে থাকতে সাহায্য করবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার