ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • jl পাঠ ৭
  • আমাদের সভাগুলো কেমন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের সভাগুলো কেমন?
  • আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি সাদরে আমন্ত্রিত
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সাক্ষিদের সভাগুলোতে আপনাকে স্বাগত জানাই!
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কেন উপাসনার জন্য আমাদের একত্রে মিলিত হওয়া উচিত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • আমাদের খ্রিস্টীয় সভাগুলোতে আপনি কী দেখতে পাবেন?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
আরও দেখুন
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
jl পাঠ ৭

পাঠ ৭

আমাদের সভাগুলো কেমন?

নিউজিল্যাড যিহোবার সাক্ষিদের একটা সভা

নিউজিল্যান্ড

জাপানে যিহোবার সাক্ষিদের একটা সভা

জাপান

উগাডায় একজন অপবয়সি সাক্ষি বাইবেল পাঠ করছ

উগান্ডা

লিথুয়েনিয়ায় দু-জন সাক্ষি বাইবেল আলোচনার নমুনা দেখাচ্ছ

লিথুয়েনিয়া

প্রাথমিক খ্রিস্টীয় সভাগুলোর অন্তর্ভুক্ত ছিল মূলত গান, প্রার্থনা এবং শাস্ত্রপাঠ ও শাস্ত্র আলোচনা আর এই সমস্তই আচারঅনুষ্ঠান মুক্ত ছিল। (১ করিন্থীয় ১৪:২৬) আমাদের সভাগুলোতেও আপনি একইরকম বিষয় দেখতে পাবেন।

যে-শিক্ষা দেওয়া হয়, তা বাইবেলভিত্তিক ও ব্যবহারিক। আমাদের জীবন ও যে-সময়ে আমরা বাস করছি সেটার সঙ্গে শাস্ত্র কীভাবে সম্পর্কযুক্ত, সেই বিষয়ে ৩০ মিনিটের একটা বাইবেলভিত্তিক বক্তৃতা শোনার জন্য প্রত্যেকটা মণ্ডলী সপ্তাহান্তে মিলিত হয়। আমাদের প্রত্যেককেই আমাদের নিজ নিজ বাইবেল থেকে মিলিয়ে দেখার জন্য উৎসাহিত করা হয়। বক্তৃতাটির পর, এক ঘণ্টার “প্রহরীদুর্গ” অধ্যয়ন থাকে, যেখানে মণ্ডলীর সদস্যদেরকে প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণ থেকে একটি প্রবন্ধ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই আলোচনা আমাদেরকে নিজেদের জীবনে বাইবেলের নির্দেশনাকে কাজে লাগাতে সাহায্য করে। পৃথিবীব্যাপী আমাদের ১,১০,০০০-রেরও বেশি মণ্ডলীর প্রত্যেকটাতে একই বিষয়বস্তু অধ্যয়ন করা হয়।

আমাদের শিক্ষা দেওয়ার দক্ষতাকে উন্নত করার জন্য আমরা সাহায্য পেয়ে থাকি। এ ছাড়া, আমরা তিন অংশের এক কার্যক্রমের জন্যও সপ্তাহের মাঝামাঝি দিনের এক সন্ধ্যায় মিলিত হই, যেটার নাম হল আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা। এই সভা জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা নামক এক মাসিক পুস্তিকায় দেওয়া বিষয়বস্তুর উপর ভিত্তি করে পরিচালনা করা হয়ে থাকে। এই সভার প্রথম ভাগ হল, ঈশ্বরের বাক্যের গুপ্তধন। এই ভাগ আমাদেরকে বাইবেলের একটা নির্ধারিত অংশের সঙ্গে ভালোভাবে পরিচিত হতে সাহায্য করে, যে-অংশটা মণ্ডলীর সকলে আগে থেকে পড়ে রাখে। এর পরের ভাগ হল, ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন। কীভাবে অন্যদের সঙ্গে বাইবেল নিয়ে আলোচনা করতে হয়, তা এই ভাগে নমুনার মাধ্যমে দেখানো হয়। একজন পরামর্শদাতা পর্যবেক্ষণ ও মন্তব্য করার দ্বারা আমাদের পড়ার ও কথা বলার দক্ষতাকে উন্নত করতে সাহায্য করেন। (১ তীমথিয় ৪:১৩) শেষ ভাগ হল, খ্রিস্টীয় জীবনযাপন। কীভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাইবেলের নীতিগুলো প্রয়োগ করতে পারি, তা এই ভাগে তুলে ধরা হয়। এই ভাগে প্রশ্নোত্তর আলোচনাও থাকে, যা বাইবেলকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।

আমাদের সভাগুলোতে যোগ দেওয়ার সময়, নিঃসন্দেহে বাইবেলের যে-শিক্ষা আপনি লাভ করছেন, সেটার গুণগতমান দেখে আপনি প্রভাবিত হবেন।—যিশাইয় ৫৪:১৩.

  • যিহোবার সাক্ষিদের সভাগুলোতে আপনি কোন বিষয়টা শুনতে পাবেন?

  • আমাদের সাপ্তাহিক সভাগুলোর কোনটাতে আপনি যোগ দিতে চান?

আরও জানুন

পরবর্তী কয়েকটা সভায় যে-বিষয়বস্তুগুলো আলোচনা করা হবে, সেগুলোর কয়েকটা পড়ে রাখুন। আপনার দৈনন্দিন জীবনে উপকারজনক হতে পারে এমন যে-বিষয়গুলো আপনি বাইবেল থেকে শিখবেন, সেগুলো লক্ষ করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার