খ্রিস্টীয় জীবনযাপন
ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা ভেদাভেদ দূর করে
যিহোবা “মুখাপেক্ষা [“পক্ষপাতিত্ব,” ইজি-টু-রিড ভারশন]” করেন না। (প্রেরিত ১০:৩৪, ৩৫) তিনি “প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার” লোককে গ্রহণ করেন। (প্রকা ৭:৯) তাই, খ্রিস্টীয় মণ্ডলীতে ভেদাভেদ অথবা পক্ষপাতিত্বের কোনো স্থান নেই। (যাকোব ২:১-৪) ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার কারণে আমরা এক আধ্যাত্মিক পরমদেশ উপভোগ করছি, যেখানে আমরা লোকেদের ব্যক্তিত্ব রূপান্তরিত হতে দেখি। (যিশা ১১:৬-৯) আমরা যখন হৃদয় থেকে যেকোনো ধরনের ভেদাভেদের মনোভাব উপড়ে ফেলার জন্য যথাসাধ্য করি, তখন আমরা নিজেদের ঈশ্বরের অনুকারী হিসেবে প্রমাণ করি।—ইফি ৫:১, ২.
জনি ও গিডিয়েন: একসময় শত্রু ছিলেন, কিন্তু এখন পরস্পর ভাই শিরোনামের ভিডিওটা দেখুন। এরপর, নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন:
বৈষম্য ও ভেদাভেদ নির্মূল করার ক্ষেত্রে কেন ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা যেকোনো মানবপ্রচেষ্টার চেয়ে শ্রেষ্ঠ?
আমাদের আন্তর্জাতিক ভ্রাতৃসমাজের কোন বিষয়টা আপনাকে প্রভাবিত করেছে?
খ্রিস্টান হিসেবে আমরা যখন একতা বজায় রাখি, তখন যিহোবা কীভাবে গৌরবান্বিত হন?