খ্রিস্টীয় জীবনযাপন
আপনাদের সন্তানদের সৃষ্টিকর্তার প্রতি দৃঢ়বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন
সৃষ্টি যিহোবার গৌরব বর্ণনা করে। (গীত ১৯:১-৪; ১৩৯:১৪) কিন্তু, দিয়াবলের জগৎ জীবনের উৎপত্তি সম্বন্ধে এমন মতবাদগুলো তুলে ধরে, যেগুলো ঈশ্বরকে অসম্মান করে। (রোমীয় ১:১৮-২৫) এই ধরনের ধারণাগুলো যেন আপনাদের সন্তানদের মন ও হৃদয়ে শিকড়বিস্তার করতে না পারে, সেইজন্য আপনারা কী করতে পারেন? ছোটোবেলা থেকেই তাদের এই বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন, যিহোবা আছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তাদের জন্য চিন্তা করেন। (২করি ১০:৪, ৫; ইফি ৬:১৬) স্কুলে তাদের যা শেখানো হয় সেই বিষয়ে তাদের মনের গভীরে কোন ধরনের চিন্তাভাবনা রয়েছে, তা বের করে আনুন এবং তাদের হৃদয়ে পৌঁছানোর জন্য আমাদের কাছে যে-সমস্ত হাতিয়ার রয়েছে, সেগুলো ব্যবহার করুন।—হিতো ২০:৫; যাকোব ১:১৯.
তোমার সঙ্গীসাথিরা যা বলে—ঈশ্বরের প্রতি বিশ্বাস শিরোনামের ভিডিওটা দেখো আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করো:
ঈশ্বরের প্রতি বিশ্বাস সম্বন্ধে কোন ধারণা প্রচলিত রয়েছে?
তোমাদের স্কুলে কী শিক্ষা দেওয়া হয়?
কী তোমাকে এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী করে যে, যিহোবা আছেন?
ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এই বিষয়টা নিয়ে কারো সঙ্গে তুমি হয়তো কীভাবে যুক্তি করতে পার?