ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৫৮-৬২
‘সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করুন’
“সদাপ্রভুর প্রসন্নতার বৎসর” কোনো আক্ষরিক বছর নয়
এটা হচ্ছে এক সময়কাল, যে-সময়কালে যিহোবা মৃদুশীল ব্যক্তিদের তাঁর স্বাধীনতার ঘোষণার প্রতি সাড়া দেওয়ার সুযোগ দেন
প্রথম শতাব্দীতে, প্রসন্নতার বছর শুরু হয়েছিল ২৯ খ্রিস্টাব্দে, যখন যিশু তাঁর পরিচর্যা শুরু করেছিলেন আর এটা ৭০ খ্রিস্টাব্দে যিহোবার “প্রতিশোধের দিন” পর্যন্ত স্থায়ী হয়েছিল, যখন যিরূশালেম ধ্বংস হয়েছিল
আমাদের দিনে, প্রসন্নতার বছর শুরু হয়েছে ১৯১৪ সালে, যখন যিশু স্বর্গীয় সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন আর এটা শেষ হবে মহাক্লেশের সময়ে
যিহোবা তাঁর লোকেদের “ধার্ম্মিকতা-বৃক্ষ” দিয়ে আশীর্বাদ করেন
এই পদে ‘বৃক্ষ’ হিসেবে অনুবাদিত ইব্রীয় শব্দটা দীর্ঘাকার ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা গাছকে নির্দেশ করে
বিশ্বের সবচেয়ে দীর্ঘাকার গাছগুলো বনজঙ্গলে সাধারণত একত্রে বেড়ে ওঠে, যেখানে প্রতিটা গাছ একটা অন্যটাকে সাহায্য করে
এগুলোর বিস্তৃত শিকড় হয়তো একটা অন্যটার সঙ্গে জড়িয়ে যায়, যার ফলে গাছগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এবং ঝড়ের সময়ও টিকে থাকে
দীর্ঘাকার গাছগুলো আশেপাশে থাকা চারাগাছের উপর ছায়া দান করে এবং গাছ থেকে ঝরে পড়া পাতা নীচের মাটিকে উর্বর করে
“ধার্ম্মিকতা-বৃক্ষ” অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকা অভিষিক্ত ব্যক্তিদের কাছ থেকে সমর্থন ও সুরক্ষা লাভ করে বিশ্বব্যাপী খ্রিস্টীয় মণ্ডলীর সকল সদস্য উপকৃত হয়