ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • প্রেমপূর্ণ-দয়ার ব্যবস্থা আপনার জিহ্বাকে রক্ষা করুক
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
    • ১৮, ১৯. সহউপাসকদের সঙ্গে আচরণ করার সময় কেন আমাদের জিহ্বা থেকে প্রেমপূর্ণ-দয়ার ব্যবস্থা বিচ্যুত হওয়া উচিত নয়?

      ১৮ যিহোবার সহউপাসকদের সঙ্গে আমাদের সমস্ত আচরণে অনুগত প্রেম দেখানো উচিত। এমনকী কঠিন পরিস্থিতিতেও, আমাদের জিহ্বা থেকে প্রেমপূর্ণ-দয়ার ব্যবস্থা বিচ্যুত হওয়া উচিত নয়। ইস্রায়েল সন্তানদের প্রেমপূর্ণ-দয়া যখন “শিশিরের ন্যায়” হয়ে উঠেছিল, “যাহা প্রত্যূষে উড়িয়া যায়,” তখন যিহোবা অসন্তুষ্ট হয়েছিলেন। (হোশেয় ৬:৪, ৫) অন্যদিকে, যখন নিয়মিতভাবে প্রেমপূর্ণ-দয়া দেখানো হয়, তখন যিহোবা আনন্দিত হন। যারা এর অনুধাবন করে, তাদেরকে তিনি কীভাবে আশীর্বাদ করেন, তা বিবেচনা করুন।

  • কেন সময়ানুবর্তী হবেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
    • কেন সময়ানুবর্তী হবেন?

      সময়ানুবর্তী হওয়া বা সময়মতো উপস্থিত থাকা সবসময় সহজ নয়। এই ক্ষেত্রে যে-বাধাগুলো আমাদের অতিক্রম করতে হয় তা হল দীর্ঘ ভ্রমণপথ, প্রচণ্ড যানজট এবং ব্যস্ত তালিকা। তা সত্ত্বেও, সময়মতো উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, কর্মস্থলে একজন সময়ানুবর্তী ব্যক্তিকে সাধারণত নির্ভরযোগ্য ও পরিশ্রমী হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, একজন ব্যক্তি যিনি দেরিতে উপস্থিত হন, তিনি অন্যদের কাজ এবং সেইসঙ্গে কোনো পণ্যের ও সেবার গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারেন। দেরি করার কারণে একজন ছাত্রের নির্দিষ্ট কিছু ক্লাস বাদ পড়ে যেতে পারে এবং তা তার লেখাপড়ার উন্নতিতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। দাঁত বা অন্য কোনো সমস্যার জন্য ডাক্তারের কাছে সময়মতো উপস্থিত হতে না পারলে, তা চিকিৎসার ওপরও প্রভাব ফেলতে পারে।

      কিন্তু, কিছু কিছু জায়গায় সময়ানুবর্তিতাকে ততটা গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয় না। এইরকম এক পরিবেশে, দেরি করা সহজেই আমাদের অভ্যাসে পরিণত হতে পারে। যদি তা-ই হয়, তাহলে সময়মতো উপস্থিত হওয়ার এক আকাঙ্ক্ষা গড়ে তোলা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সময়ানুবর্তিতার গুরুত্বকে উপলব্ধি করা নিশ্চিতভাবেই আমাদের সময়ানুবর্তী হতে সাহায্য করবে। সময়ানুবর্তী হওয়ার কিছু কারণ কী? কীভাবে আমরা সময়ানুবর্তী হওয়ার প্রতিদ্বন্দ্বিতাকে কাটিয়ে উঠতে পারি? আর সময়মতো উপস্থিত থাকার ফলে আমরা কোন উপকারগুলো লাভ করার আশা করতে পারি?

      যিহোবা—একজন সময়ানুবর্তী ঈশ্বর

      আমাদের সময়ানুবর্তী হতে চাওয়ার পিছনে সর্বপ্রধান কারণ হচ্ছে, আমরা সেই ঈশ্বরকে অনুকরণ করতে চাই, যাঁকে

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার