বিভাগ ২
“ন্যায়বিচার ভালবাসেন”
আজকের জগতে অবিচার খুব দ্রুত বেড়ে চলেছে আর এই কারণে বেশির ভাগ দোষই ভুলভাবে ঈশ্বরকে দেওয়া হয়। কিন্তু, বাইবেল এক হৃদয়গ্রাহী সত্য সম্বন্ধে শেখায়, যেটা হল “সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন।” (গীতসংহিতা ৩৭:২৮) এই বিভাগে আমরা জানব যে, তিনি কীভাবে সেই বাক্যগুলোকে সত্য প্রমাণ করেছেন, যেগুলো সমস্ত মানবজাতিকে আশা প্রদান করে।