গান ৫১
আমরা যিহোবাতে আসক্ত
১. সর্-ব-শক্-তি-মান যাঃ দেন প্র-মাণ তাঁর যো-গ্য-তার।
দে-খান স-কল কা-জে অ-বি-চল তাঁর ন্যায়-বি-চার।
তাঁর ক-থা ক-খ-নোই হ-বে না যে নিষ্-ফল।
যাঃ-য়ে হই আ-সক্-ত আর হই মো-রা স-বল;
মা-নি য-দি শা-সন তাঁর, হয় চি-র-মঙ্-গল।
২. ম-হান ঈ-শ্বর আ-সীন ন্যায়, স-ত্যের সিং-হা-স-নে।
স্বর্-গী-য় আ-বাস তাঁর, আ-লো-কি-ত গৌ-র-বে।
যাঃ-য়ের ডা-কে এ-খন ন-ম্র-রা দেয় সা-ড়া।
যাঃ-য়ে হই আ-সক্-ত, যি-নি সর্-বে-সর্-বা;
তাই দে-ব ঈ-শ্বর-কে সম্-মান মো-রা স-দা।
৩. কো-নো স্বর্-গ পার-বে না ধা-রণ কর-তে তাঁ-কে।
পার-বে না রোধ কর-তে কো-নো শ-ত্রু ঈ-শ্বর-কে।
কর-বেন পূ-রণ সব পণ, আ-ছে মো-দের আস্-থা।
যাঃ-য়ে হই আ-সক্-ত; মান-ব তাঁর সব ইচ্-ছা।
দে-খা-ব তাঁর প্র-তি মো-দের ভক্-তি স-দা।
(আরও দেখুন, দ্বিতীয়. ৪:৪; ৩০:২০; ২ রাজা. ১৮:৬; গীত. ৮৯:১৪.)