ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ১ পিতর ১-২
“তোমরা পবিত্র হইবে”
আমরা যদি চাই যিহোবা আমাদের উপাসনা গ্রহণ করুক, তা হলে আমাদের অবশ্যই পবিত্র বা শুচি হতে হবে।
কীভাবে আমরা এক শুচি উপায়ে যিহোবার উপাসনা করতে পারি?
কীভাবে আমরা এক শুচি উপায়ে চিন্তা ও কাজ করতে পারি?
কীভাবে আমরা আমাদের শরীর ও পরিবেশ পরিষ্কার রাখতে পারি?