ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৪৮-৫০
বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি
৪৮:২১, ২২; ৪৯:১; ৫০:২৪, ২৫
যখন বয়স্ক ভাই ও বোন আমাদের জানান যে, কীভাবে তারা নিজেদের চোখে যিহোবাকে এই শেষকালে “আশ্চর্য্য ক্রিয়া” করতে দেখেছেন, তখন যিহোবা ও তাঁর প্রতিজ্ঞার উপর আমাদের বিশ্বাস আরও মজবুত হয়। (গীত ৭১:১৭, ১৮) যদি আপনার মণ্ডলীতে এইরকম মূল্যবান বয়স্ক ব্যক্তিরা থাকেন, তা হলে তাদের জিজ্ঞেস করুন:
কীভাবে যিহোবা তাদের বিভিন্ন বাধা সত্ত্বেও তাঁর সেবা চালিয়ে যেতে সাহায্য করেছিলেন?
বছরের পর বছর প্রকাশকের সংখ্যা আরও বৃদ্ধি পেতে দেখে তারা কেমন অনুভব করেন?
যখন সংগঠন বাইবেলের সত্য সম্বন্ধে আমাদের বোধগম্যতাকে স্পষ্ট করে, তখন তাদের কেমন লাগে?
যিহোবার সংগঠনে বিভিন্ন উন্নতি হতে দেখে তারা কেমন অনুভব করেন?