ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w14 ১০/১ পৃষ্ঠা ৭
  • মন্দতা শেষ করার জন্য ঈশ্বর যা করবেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মন্দতা শেষ করার জন্য ঈশ্বর যা করবেন
  • ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভালো লোকেদের প্রতি মন্দ বিষয়গুলো ঘটে কেন?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • সমস্ত দুঃখকষ্টের শেষ সন্নিকট!
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আত্মিক স্তরের শাসকেরা
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w14 ১০/১ পৃষ্ঠা ৭
দুঃখকট মুক্ত এক পরমদেশ পৃথিবী, যেখানে কেবলমাত্র সুখী লোকেরা ও পরিবারগুলো পুনরুত্থানের মাধ্যমে আবারও একতাবধ হচ্ছ

প্রচ্ছদ বিষয় | কেন ভালো লোকেদের প্রতি মন্দ বিষয়গুলো ঘটে?

মন্দতা শেষ করার জন্য ঈশ্বর যা করবেন

বাইবেল স্পষ্টভাবে আমাদের জানায় যে, শয়তান দিয়াবলের কারণে সৃষ্ট দুঃখকষ্ট শেষ করার জন্য যিহোবা ও তাঁর পুত্র যিশু খ্রিস্ট কী করবেন। বাইবেল বলে, “ঈশ্বরের পুত্র [যিশু] এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য্য সকল লোপ করেন।” (১ যোহন ৩:৮) লোভ, ঘৃণা ও দুষ্টতায় পরিপূর্ণ এই বর্তমান বিধিব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে। “এ জগতের অধিপতি” শয়তান দিয়াবল সম্বন্ধে যিশু প্রতিজ্ঞা করেন, সে “বাহিরে নিক্ষিপ্ত হইবে।” (যোহন ১২:৩১) শয়তানের প্রভাব না থাকায় এক ধার্মিক নতুন জগৎ স্থাপিত হবে এবং এই পৃথিবী এক শান্তিপূর্ণ স্থান হয়ে উঠবে।—২ পিতর ৩:১৩.

সেই ব্যক্তিদের সম্বন্ধে কী বলা যায়, যারা একগুঁয়েভাবে তাদের পথ পরিবর্তন করতে প্রত্যাখ্যান করে এবং মন্দ কাজ করেই চলে? এই স্পষ্ট প্রতিজ্ঞা নিয়ে চিন্তা করুন: “সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে। কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে।” (হিতোপদেশ ২:২১, ২২) দুষ্ট মানুষের প্রভাব আর থাকবে না। এই ধরনের শান্তিপূর্ণ পরিবেশে বাধ্য মানবজাতিকে ধীরে ধীরে উত্তরাধিকারসূত্রে পাওয়া অসিদ্ধতা থেকে মুক্ত করা হবে।—রোমীয় ৬:১৭, ১৮; ৮:২১.

নতুন জগতে কীভাবে ঈশ্বর মন্দতা দূর করবেন? স্বাধীন ইচ্ছার দানকে অকার্যকর করার এবং মানুষকে রোবোটের মতো করে তোলার মাধ্যমে নয়। এর পরিবর্তে, তিনি বাধ্য মানবজাতিকে তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন এবং ক্ষতিকর চিন্তাভাবনা ও কাজ ত্যাগ করতে সাহায্য করবেন।

ঈশ্বর দুঃখকষ্টের সমস্ত কারণ দূর করে দেবেন

অপ্রত্যাশিত বিপর্যয়গুলোর বিষয়ে ঈশ্বর কী করবেন? তিনি প্রতিজ্ঞা করেছেন যে, তাঁর রাজ্য সরকার শীঘ্র পৃথিবীর সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করতে শুরু করবে। যিশু খ্রিস্টকে ঈশ্বর সেই রাজ্যের রাজা হিসেবে নিযুক্ত করেছেন, যাঁর অসুস্থ লোকেদের সুস্থ করার ক্ষমতা রয়েছে। (মথি ১৪:১৪) এ ছাড়া, যিশুর প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রয়েছে। (মার্ক ৪:৩৫-৪১) তাই, ‘কাল ও দৈবের’ কারণে ঘটা দুঃখকষ্ট দূর হয়ে যাবে। (উপদেশক ৯:১১) খ্রিস্টের শাসনের অধীনে মানবজাতিকে কোনো বিপর্যয় ভোগ করতে হবে না।—হিতোপদেশ ১:৩৩.

সেই লক্ষ লক্ষ ব্যক্তি সম্বন্ধে কী বলা যায়, যারা মর্মান্তিক মৃত্যু ভোগ করেছে? তাঁর বন্ধু লাসারকে পুনরুত্থিত করার কিছু সময় আগে যিশু বলেছিলেন: “আমিই পুনরুত্থান ও জীবন।” (যোহন ১১:২৫) হ্যাঁ, যারা মারা গিয়েছে, তাদেরকে পুনরুত্থিত করার অর্থাৎ আবারও জীবিত করার ক্ষমতা যিশুর রয়েছে!

ভালো লোকেদের প্রতি মন্দ বিষয়গুলো আর ঘটবে না এমন এক জগতে বাস করতে পারার ধারণা যদি আপনার কাছে আগ্রহজনক বলে মনে হয়, তাহলে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে সত্য ঈশ্বর এবং তাঁর উদ্দেশ্য সম্বন্ধে শেখাকে আপনার লক্ষ্য করে তুলুন না কেন? আপনার এলাকার যিহোবার সাক্ষিরা আপনাকে সেই জ্ঞান নিতে সাহায্য করতে পেরে খুশি হবে। স্থানীয় যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করার অথবা এই পত্রিকার প্রকাশকদের কাছে চিঠি লেখার জন্য আমরা আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ▪ (w১৪-E ০৭/০১)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার