পাঠ ১
কার্যকরী ভূমিকা
প্রেরিত ১৭:২২
সারাংশ: আপনার উপস্থাপনার ভূমিকা যেন আপনার শ্রোতাদের মনে আগ্রহ জাগিয়ে তোলে, আপনি যে-বিষয়টা তুলে ধরতে চান, সেটা স্পষ্ট করে এবং দেখায় যে, কেন আপনার শ্রোতাদের সেই বিষয়টা সম্বন্ধে আগ্রহী হওয়া উচিত।
যেভাবে এটা করা যায়:
আগ্রহ জাগিয়ে তুলুন। কোনো একটা প্রশ্ন, বাস্তব জীবনের অভিজ্ঞতা অথবা খবর বাছাই করুন কিংবা এমন যেকোনো কিছু বলুন, যেটা আপনার শ্রোতাদের মনে আগ্রহ জাগিয়ে তুলবে।
আপনার বিষয়টা স্পষ্ট করুন। নিশ্চিত করুন যেন আপনার ভূমিকা শ্রোতাদের কাছে আপনার উপস্থাপনার বিষয় ও উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে।
দেখান যে, কেন সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনার শ্রোতাদের প্রয়োজন অনুযায়ী আপনার উপস্থাপনাকে খাপ খাইয়ে নিন। তাদের এটা স্পষ্টভাবে বোঝা উচিত যে, কীভাবে সেই বিষয়টা ব্যক্তিগতভাবে তাদের সাহায্য করতে পারে।