পাঠ ১৬
গঠনমূলক ও ইতিবাচক
ইয়োব ১৬:৫
সারাংশ: সেই বিষয়গুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, যেগুলো একটা পরিস্থিতিকে আরও ভালো করে এবং শ্রোতাদের অনুপ্রাণিত করে।
যেভাবে এটা করা যায়:
শ্রোতাদের সম্বন্ধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। আস্থা রাখুন যে, আপনার সহবিশ্বাসীরা যিহোবাকে খুশি করতে চায়। এমনকী যদি পরামর্শও দিতে হয়, তারপরও যখনই সম্ভব প্রথমে আন্তরিকভাবে প্রশংসা করুন।
নেতিবাচক বিষয়বস্তুর পরিমাণ সীমিত রাখুন। কোনো বিষয়ের নেতিবাচক দিকগুলো সম্বন্ধে কেবল ততটাই উল্লেখ করুন, যতটা উল্লেখ করার উত্তম উদ্দেশ্য রয়েছে। সবমিলিয়ে আপনার উপস্থাপনাটা যেন ইতিবাচক শোনায়।
ঈশ্বরের বাক্যকে ভালোভাবে ব্যবহার করুন। এই বিষয়ে মনোযোগ আকর্ষণ করান যে, যিহোবা মানবজাতির জন্য কী করেছেন, কী করছেন এবং কী করবেন। আপনার শ্রোতাদের আশা ও সাহস প্রদান করুন।