খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
শমূয়েলের জীবন থেকে শেখা
শমূয়েল সারাজীবন ধরে যিহোবার প্রতি বিশ্বস্ত ছিলেন। শমূয়েল যখন ছোটো ছিলেন, তখন তিনি এলির দুই ছেলে, হফ্নি ও পীনহসের মতো মন্দ হতে চাননি। (১শমূ ২:২২-২৬) যিহোবা সবসময় শমূয়েলের সঙ্গে ছিলেন। (১শমূ ৩:১৯) বৃদ্ধ বয়সেও তিনি বিশ্বস্তভাবে যিহোবার সেবা করেছিলেন, যদিও তার ছেলেরা করেনি।—১শমূ ৮:১-৫.
শমূয়েলের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? তুমি যদি অল্পবয়সি হয়ে থাকো, তা হলে মনে রাখবে, যিহোবা তোমার সমস্ত পরিস্থিতি ও চিন্তা বোঝেন। তিনি তোমাকে সাহসী হওয়ার জন্য সাহায্য করতে পারেন। (যিশা ৪১:১০, ১৩) আপনি যদি বাবা অথবা মা হয়ে থাকেন এবং আপনার সন্তান যদি আর যিহোবার উপাসনা না করে, তা হলে আপনি এলির উদাহরণ থেকে সান্ত্বনা লাভ করতে পারেন। তিনি তার ছেলেদের যিহোবার মান অনুযায়ী চলার জন্য জোর করেননি। তিনি বিষয়টা যিহোবার হাতে ছেড়ে দিয়েছিলেন এবং নিজের বিশ্বস্ততা বজায় রেখেছিলেন আর এভাবে তার স্বর্গস্থ পিতা যিহোবাকে খুশি করেছিলেন। আপনার উত্তম উদাহরণ হয়তো একসময় আপনার সন্তানকে যিহোবার কাছে ফিরে আসতে সাহায্য করবে।
তাদের কাছ থেকে শিখুন—শমূয়েল শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
শমূয়েল ছোটো থাকতেই কীভাবে সাহস দেখিয়েছিলেন?
ড্যানি কীভাবে সাহস দেখিয়েছিল?
বৃদ্ধ বয়সেও শমূয়েল কীভাবে উত্তম উদাহরণ দেখিয়েছিলেন?
যিহোবা সেই ব্যক্তিদের সঙ্গে থাকেন, যারা সঠিক কাজ করার ব্যাপারে দৃঢ় থাকে
ড্যানির বাবা-মা কীভাবে উত্তম উদাহরণ দেখিয়েছিল?