ঈশ্বরের বাক্যের গুপ্তধন
প্রজ্ঞা খুবই মূল্যবান
শলোমন যিহোবার কাছে প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করেছিলেন (১রাজা ৩:৭-৯; প্রহরীদুর্গ ১১ ১২/১৫ ৮-৯ অনু. ৪-৬)
শলোমনের অনুরোধ শুনে যিহোবা খুশি হয়েছিলেন (১রাজা ৩:১০-১৩)
ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রজ্ঞাকে শলোমন খুবই মূল্য দিয়েছিলেন আর তাই ইজরায়েল জাতি নির্ভয়ে বাস করেছিল (১রাজা ৪:২৫)
একজন জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান এবং বোঝার ক্ষমতাকে কাজে লাগিয়ে উত্তম সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রজ্ঞা সোনার চেয়েও মূল্যবান। (হিতো ১৬:১৬) আমরা যদি ঈশ্বরের কাছে প্রজ্ঞা চাই, তাঁকে ভয় করি, নম্র ও বিনয়ী হই এবং তাঁর বাক্য নিয়ে গবেষণা করি, তা হলে তিনি আমাদের প্রজ্ঞা দেবেন।