ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ‘লিবানোনের এরস বৃক্ষের মতো বিশাল’
    ১৯৯৯ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • ‘লিবানোনের এরস বৃক্ষের মতো বিশাল’

      লিবানোনের অপূর্ব পাহাড়গুলোর উপরে এমন কিছু গাছ জন্মায় যেগুলোকে অর্জ অর-রূব বলা হয়, যার মানে হল “প্রভুর এরস বৃক্ষ।” বাইবেল প্রায় ৭০ বার এই মজবুত চিরহরিৎ গাছ সম্বন্ধে বলে যা কোন এক সময়ে পাহাড়গুলোকে কম্বলের মতো ঢেকে রাখত। বাইবেল আর অন্য কোন গাছ সম্বন্ধে এতবার উল্লেখ করে না।

      লিবানোনের এই চমৎকার এরস বৃক্ষের বর্ণনা করতে গিয়ে বাইবেল “উৎকৃষ্ট” ও “বিশাল” শব্দগুলো ব্যবহার করে। (পরমগীত ৫:১৫; যিহিষ্কেল ১৭:২৩) এরস গাছের আকার বিরাট হওয়ায় এবং এর কাঠ টেকসই বলে বাড়িঘর, জাহাজ এবং আসবাবপত্র তৈরির জন্য এটা দীর্ঘকাল ধরে বিখ্যাত। এরস গাছের সুবাস ও এর কাঠের লাল রঙ খুবই আকর্ষণীয় আর এতে রজনের মাত্রা বেশি থাকে বলে এটা অনেক দিন টেকে এবং পোকায়ও কাটে না। এই গাছ অনেক উঁচু আর বিশাল হয়। এটা প্রায় ১২০ ফুট পর্যন্ত উঁচু ও এর বেড় প্রায় ৪০ ফুট পর্যন্ত হয় আর এর শিকড় খুবই শক্ত ও অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে যায়। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে আজকে কিছু আধুনিক বনকর্মী এটাকে “উদ্ভিদ জগতের গৌরবময় রাজমুকুট” বলেন!

      বাইবেল লেখক যিহিষ্কেল ভবিষ্যদ্বাণীমূলকভাবে এরস গাছের শাখার সঙ্গে মশীহের তুলনা করেছিলেন যেটিকে ঈশ্বর নিজে লাগিয়েছিলেন। (যিহিষ্কেল ১৭:২২) প্রকৃতপক্ষে এরস বৃক্ষের জন্য যে ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ হল “দৃঢ় থাকা।” আজকে মশীহ যীশু খ্রীষ্টের শিষ্যদেরও বিশাল এরস বৃক্ষের মতো ‘বিশ্বাসে দাঁড়াইয়া থাকা, . . . বলবান্‌ হওয়া’ দরকার। (১ করিন্থীয় ১৬:১৩) এটা কিভাবে সম্ভব? অখ্রীষ্টীয় রীতিনীতিগুলো দৃঢ়ভাবে প্রতিরোধ করে, আনুগত্য দেখিয়ে ও ঈশ্বরীয় ভক্তির পথে ধৈর্য ধরে স্থির থেকে। যারা এটা করেন বাইবেল তাদের বিষয়ে বলে “ধার্ম্মিক লোক . . . লিবানোনের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে।”—গীতসংহিতা ৯২:১২.

  • আপনি কি একটি সাক্ষাৎকারকে অভ্যর্থনা জানাবেন?
    ১৯৯৯ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • আপনি কি একটি সাক্ষাৎকারকে অভ্যর্থনা জানাবেন?

      এমনকি এই সংকটপূর্ণ পৃথিবীতেও, ঈশ্বর, তাঁর রাজ্য এবং মানবজাতির জন্য তাঁর অপূর্ব উদ্দেশ্য সম্বন্ধে বাইবেল থেকে যথার্থ জ্ঞান নিয়ে আপনি আনন্দ লাভ করতে পারেন। যদি আপনি আরও তথ্যাদি জানতে চান অথবা কেউ একজন গিয়ে আপনার সাথে বিনামূল্যে একটি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করুক, তা পছন্দ করেন, তাহলে অনুগ্রহ করে Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, অথবা পৃষ্ঠা ২-এ দেওয়া তালিকাভুক্ত উপযুক্ত যে কোন ঠিকানায় লিখুন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার