গান ১৩৩
যৌবনে যিহোবাকে সেবা করা
১. আম-রা যে ঈ-শ্ব-রের প্রি-য় স-ন্তান,
দিই যে-ন যৌ-ব-নে তাঁ-কে স-ম্মান।
কা-টা-লে সা-রা জী-বন তাঁর সে-বায়,
আ-মা-দের হ-বেন যি-হো-বা স-হায়।
২. বা-বা-মা আ-মা-দের য-ত্ন নেয় খুব।
তা-দের তাই স-মা-দর দে-খাই প্র-চুর।
ঈ-শ্বর ও মা-নু-ষের ভা-লো-বা-সায়
ব-ড়ো হ-ব রাখ-লে এই প্রেম ব-জায়।
৩. ঈ-শ্বর-কে যে-ন স্ম-রণ ক-রে যাই,
যৌ-বন-টা যে-ন তাঁর সে-বায় কা-টাই।
দি-লে তাঁ-কে আ-মা-দের স-র্বো-ত্তম,
হ-বেন যি-হো-বা খু-শি স-র্ব-ক্ষণ।
(আরও দেখুন গীত. ৭১:১৭; বিলাপ ৩:২৭; ইফি. ৬:১-৩.)