ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০০ ২/১ পৃষ্ঠা ৩২
  • যিহোবা কীভাবে আপনাকে স্মরণ করবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা কীভাবে আপনাকে স্মরণ করবেন?
  • ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০০ ২/১ পৃষ্ঠা ৩২

যিহোবা কীভাবে আপনাকে স্মরণ করবেন?

“হে আমার ঈশ্বর, . . . আমাকে স্মরণ কর।” নহিমিয় অনেক বার এই কথাগুলো বলে ঈশ্বরের কাছে বিনতি করেছিলেন। (নহিমিয় ৫:১৯; ১৩:১৪, ৩১) এটা খুবই স্বাভাবিক যে যখন লোকেরা বিপদে পড়ে তখন প্রায়ই তারা ঈশ্বরের কাছে বিনতি করে যে তাদের এই অবস্থায় তিনি যেন তাদের ভুলে না যান।

কিন্তু, লোকেরা যখন ঈশ্বরকে তাদের স্মরণ করতে বলেন তখন তারা আসলে ঈশ্বরকে কী বলতে চান? তবে এটা স্পষ্ট যে তারা আশা করেন যেন ঈশ্বর শুধু তাদের নামই নয় কিন্তু আরও বেশি কিছু স্মরণে রাখেন। কোন সন্দেহ নেই যে তারা হয়তো যীশুর পাশে শাস্তি পাওয়া সেই অপরাধীর মতো একই আশা করেন। যীশুর সঙ্গে দুজন অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু তাদের মধ্যে একজন তাঁর কাছে বিনতি করেছিল: “যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন।” এই অপরাধী চায়নি যে যীশু, শুধু সে কে তাই মনে রাখেন কিন্তু সে চেয়েছিল যেন যীশু তার জন্য কিছু করেন অর্থাৎ তিনি যেন তাকে পুনরুত্থিত করেন।—লূক ২৩:৪২.

এইরকমই বাইবেলে প্রায়ই দেখা যায় যে ঈশ্বরের জন্য “স্মরণ” করার মানে হল যাকে তিনি স্মরণ করেন তার জন্য ভাল কিছু করা। উদাহরণ হিসেবে বলা যায়, জল্পাবনের পর ১৫০ দিন ধরে পৃথিবী যখন জলে ডুবে ছিল তখন “ঈশ্বর নোহকে . . . স্মরণ করিলেন, ঈশ্বর পৃথিবীতে বায়ু বহাইলেন, তাহাতে জল থামিল।” (আদিপুস্তক ৮:১) কয়েকশ বছর পর, শিম্‌শোন যখন অন্ধ হয়ে গিয়েছিলেন এবং পলেষ্টীয়রা তাকে বন্দি করে রেখেছিল তখন তিনি বিনতি করেছিলেন: “হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন; হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটী বার আমাকে বলবান করুন।” যিহোবা তাকে স্মরণ করেছিলেন আর তাকে অনেক শক্তি দিয়েছিলেন যেন তিনি ঈশ্বরের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারেন। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৬:২৮-৩০) যিহোবা নহিমিয়ের চেষ্টাকে আশীর্বাদ করেছিলেন এবং যিরূশালেমে সত্য উপাসনা আবার শুরু হয়েছিল।

প্রেরিত পৌল লিখেছিলেন, “পূর্ব্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই।” (রোমীয় ১৫:৪) আমরা যদি প্রাচীনকালের বিশ্বস্ত ব্যক্তিদের মতো যিহোবার ইচ্ছা মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি যে যিহোবা আমাদের প্রতিদিনের প্রয়োজনকে মেটাবেন, পরীক্ষার সময় আমাদেরকে সাহায্য করবেন, এবং অধার্মিকদের বিচার করার সময় আমাদেরকে রক্ষা করবেন।—মথি ৬:৩৩; ২ পিতর ২:৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার