গান ১৪৮
যিহোবা উদ্ধার করেন
১. যি-হো-বা, তু-মি স-দা আ-মার শ-ক্ত ঢাল।
আ-ছে তো-মার হা-তে
আ-শ্চ-র্য ক্ষ-ম-তা।
নেই অ-ন্য কো-নো ঈ-শ্বর তো-মার ম-তো,
তা স্প-ষ্ট।
জা-নি কর-বে র-ক্ষা।
(কোরাস)
যি-হো-বা বি-শ্ব-স্ত-দের কর-বেন উ-দ্ধার।
তাঁর দাস-রা দেখ-বে তাঁর-ই ক্ষ-ম-তা আ-বার।
তাই আজ বি-শ্বাস আর সা-হস নি-য়ে
আম-রা দাঁ-ড়াই।
চাই যি-হো-বার অ-দ্বি-তী-য় নাম
জা-নুক স-বাই।
২. আজ য-দি আ-মায় ঘি-রে ফে-লে মৃ-ত্যুর ঢেউ,
জা-নি আ-ছেন আ-মায়
যে র-ক্ষা কর-বার কেউ।
যি-হো-বা স্ব-র্গে শো-নেন এই আ-র্ত-নাদ:
“বাঁ-চাও প্রাণ,
হে স-র্ব-শ-ক্তি-মান!”
(কোরাস)
যি-হো-বা বি-শ্ব-স্ত-দের কর-বেন উ-দ্ধার।
তাঁর দাস-রা দেখ-বে তাঁর-ই ক্ষ-ম-তা আ-বার।
তাই আজ বি-শ্বাস আর সা-হস নি-য়ে
আম-রা দাঁ-ড়াই।
চাই যি-হো-বার অ-দ্বি-তী-য় নাম
জা-নুক স-বাই।
৩. যি-হো-বা স্ব-র্গ থে-কে
কর-বেন যে গ-র্জন।
বি-রো-ধী-রা কাঁপ-বে,
হ-বে তা-দের প-তন।
তাঁর দাস-দের দর-কার যে-মন, ঈ-শ্বর তে-মন
ঠিক তাই হন—
বাঁ-চা-বেন স-র্ব-ক্ষণ।
(কোরাস)
যি-হো-বা বি-শ্ব-স্ত-দের কর-বেন উ-দ্ধার।
তাঁর দাস-রা দেখ-বে তাঁর-ই ক্ষ-ম-তা আ-বার।
তাই আজ বি-শ্বাস আর সা-হস নি-য়ে
আম-রা দাঁ-ড়াই।
চাই যি-হো-বার অ-দ্বি-তী-য় নাম
জা-নুক স-বাই।
(আরও দেখুন গীত. ১৮:১, ২; ১৪৪:১, ২.)