খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
আমি কী করতে পারি, যাতে সাক্ষিদের সুনাম বজায় থাকে?
লোকেরা এই বিষয়টা লক্ষ করে, যিহোবার সাক্ষিরা কেমন লোক এবং তাদের আচার-আচরণ কেমন। (১করি ৪:৯) তাই, আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত, ‘আমার কথা ও কাজ কি যিহোবার গৌরব নিয়ে আসে?’ (১পিতর ২:১২) অনেক বছর ধরে যিহোবার সাক্ষিরা এক সুনাম অর্জন করেছে। তাই, আমরা এমন কিছু করতে চাই না, যাতে আমাদের নাম খারাপ হয়ে যায়।—উপ ১০:১.
নীচে দেওয়া কিছু পরিস্থিতিতে একজন খ্রিস্টানের কী করা উচিত এবং বাইবেলের কোন নীতি তাকে সাহায্য করতে পারে, তা লিখুন:
যিহোবার সাক্ষি নন এমন একজন ব্যক্তি যখন আপনাকে রেগে-মেগে খারাপ কথা বলে
আপনার গাড়ি, জামাকাপড় কিংবা ঘরবাড়ি যখন নোংরা হয়ে থাকে
আপনার এলাকার কোনো আইন যখন আপনার ঠিক বলে মনে হচ্ছে না কিংবা সেটা মেনে চলা কঠিন বলে মনে হচ্ছে
যে-ভাই-বোনেরা রাইটিং ডিপার্টমেন্ট-এ গবেষণা করে, তারা কীভাবে সাক্ষিদের সুনাম বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখে?
আমরা সত্যের জন্য অন্যদের হৃদয়ে ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি করি শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:
সংগঠন আমাদের সঠিক তথ্য জোগানোর জন্য যে-পরিশ্রম করে, সেটার মধ্যে কোন বিষয়টা আপনার ভালো লেগেছে?