গান ৩৬
আমরা আমাদের হৃদয়কে রক্ষা করি
১. হৃ-দ-য়ের স-ঙ্গে র-য়ে-ছে
জী-ব-নের স-ম্প-র্ক।
প-রী-ক্ষা ক-রেন ঈ-শ্বর তা,
তাই ক-রি না গ-র্ব।
চাই য-দি না খে-তে হোঁ-চট,
কর-ব যে প্রা-র্থ-না।
ব-লুক হৃ-দয় য-তই কি-ছু,
তা-তে কান দে-ব না।
২. যি-হো-বার কা-ছে ক-রে যাই
রোজ প্রা-র্থ-না বার বার,
জা-নাই সব চি-ন্তা-ভাব-না আর
হৃ-দয় ক-রি উ-জাড়।
যি-হো-বা-কে খু-শি ক-রার
আজ নি-য়ে-ছি শ-পথ।
এক ন-ম্র হৃ-দয় গড়-ব যা
তাঁর শি-ক্ষা-তে এক-মত।
৩. খা-রাপ চি-ন্তা এ-মন শ-ত্রু,
দু-র্বল ক-রে হৃ-দয়।
তাই স-ঠিক, শু-দ্ধ যা-কি-ছু
রোজ কর-ব ধ্যান নি-শ্চয়।
যি-হো-বার ভা-লো-বা-সায় হয়
তাঁর ব-ন্ধু-দের উ-চ্ছ্বাস।
পা-ব আ-শিস তাঁর চি-র-দিন,
রা-খি আজ এই বি-শ্বাস।
(আরও দেখুন গীত. ৩৪:১; ফিলি. ৪:৮; ১ পিতর ৩:৪.)