গান ১৩৭
বিশ্বস্ত খ্রিস্টান বোনেরা
১. ম-রি-য়ম, সা-রা, ই-ষ্টের, রূৎ আর হা-ন্না—
বাই-বে-লে বোন-দের এই নাম কর-ছে জ্বল-জ্বল!
প্র-ত্যে-কে থে-কে-ছেন বি-শ্বা-সে অ-টল।
শা-স্ত্রে অ-ন্য বোন-দের নাম সব লে-খা নেই—
ত-বে তা-দের-কেও যি-হো-বা জা-নেন,
জী-বন-পু-স্তক খো-লেন, নাম লে-খেন সে-খা-নে।
২. ব-র্ত-মান দি-নে প্রা-চীন-কা-লের ম-তো
বি-শ্ব-স্ত না-রী-রা দে-খান প্রেম অ-টল।
প্র-ত্যেক-টি ম-ণ্ড-লীর হয় ব-ড়ো ম-ঙ্গল।
তা-দের সব-চেয়ে সু-ন্দর সাজ ন-ম্র হৃ-দয়।
খ্রি-স্টান না-রী ব-শী-ভূ-ত থা-কেন—
দৃ-ষ্টি-তে যি-হো-বার অ-মূ-ল্য সব-স-ময়।
৩. ম-ণ্ড-লীর প্রি-য় আ-মা-দের সব বোন-রা:
তোম-রা যে প-রি-শ্রম কর-ছো রোজ স্বে-চ্ছায়,
অ-ন্ত-রের সৌ-ন্দ-র্য দে-খি সাজ-স-জ্জায়।
ব-হু-মূ-ল্য তোম-রা চো-খে যি-হো-বার।
থা-কো দৃ-ঢ়, বো-নে-রা, বি-শ্বা-সে।
জে-নো তোম-রা পা-বে অ-ন-ন্ত পু-র-স্কার!
(আরও দেখুন ফিলি. ৪:৩; ১ তীম. ২:৯, ১০; ১ পিতর ৩:৪, ৫.)