গান ৫৭
সবার কাছে প্রচার করি
১. ঈ-শ্বর-কে অ-নু-ক-রণ কর-তে চাই,
তাঁর ম-তো নি-র-পে-ক্ষ-তা দে-খাই।
সব লোক-কে র-ক্ষা কর-তে তি-নি চান।
তাই, আজ স-বাই-কে জা-নান আ-ও-হ্বান।
(কোরাস)
জা-তি, ব-র্ণ, ভা-ষা নয়,
প্র-ধান হ-ল সৎ হৃ-দয়।
তাই, স-ত্য হোক সব জায়-গায় ঘো-ষি-ত।
কো-রো না যে বাছ-বি-চার,
শু-ধু ক-রে যাও প্র-চার।
ঈ-শ্বর ক-রেন না প-ক্ষ-পা-তি-ত্ব।
২. কেউ দেখ-তে কে-মন কী-বা এ-সে যায়
য-দি তার জী-বন সে বদ-লা-তে চায়?
যি-হো-বা দর-জা খু-লে রে-খে-ছেন।
স-বাই আ-সুক এ-টা-ই চে-য়ে-ছেন।
(কোরাস)
জা-তি, ব-র্ণ, ভা-ষা নয়,
প্র-ধান হ-ল সৎ হৃ-দয়।
তাই, স-ত্য হোক সব জায়-গায় ঘো-ষি-ত।
কো-রো না যে বাছ-বি-চার,
শু-ধু ক-রে যাও প্র-চার।
ঈ-শ্বর ক-রেন না প-ক্ষ-পা-তি-ত্ব।
৩. তা-দের-কে ঈ-শ্বর স্বা-গ-ত জা-নান
যা-রা তাঁর বা-ধ্য থাক-তে চায় আ-প্রাণ।
ঈ-শ্ব-রের ম-তো আম-রাও হ-তে চাই।
তাই, রা-জ্যের বা-র্তা স-কল-কে জা-নাই।
(কোরাস)
জা-তি, ব-র্ণ, ভা-ষা নয়,
প্র-ধান হ-ল সৎ হৃ-দয়।
তাই, স-ত্য হোক সব জায়-গায় ঘো-ষি-ত।
কো-রো না যে বাছ-বি-চার,
শু-ধু ক-রে যাও প্র-চার।
ঈ-শ্বর ক-রেন না প-ক্ষ-পা-তি-ত্ব।
(আরও দেখুন যোহন ১২:৩২; প্রেরিত ১০:৩৪; ১ তীম. ৪:১০; তীত ২:১১.)