ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g ১/১৩ পৃষ্ঠা ৩
  • বিশ্ব নিরীক্ষা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্ব নিরীক্ষা
  • ২০১৩ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মেক্সিকো উপসাগর
  • পেরু
  • রাশিয়া
  • ইতালি
  • দক্ষিণ আফ্রিকা
  • সমুদ্রে বিপর্যয় স্থলে দুর্দশা
    ২০০৪ সচেতন থাক!
২০১৩ সচেতন থাক!
g ১/১৩ পৃষ্ঠা ৩

বিশ্ব নিরীক্ষা

মেক্সিকো উপসাগর

[৩ পৃষ্ঠার চিত্র]

২০১০ সালের এপ্রিল মাসে তেলের খনিতে দুর্ঘটনা ঘটার পর, প্রায় তিন মাস ধরে প্রচুর পরিমাণে তেল ও গ্যাস সমুদ্রে মিশে যাচ্ছিল। গবেষকদের একটা দল পর্যবেক্ষণ করে দেখে যে, এর আড়াই মাস পর কিছু দূষণকারী রাসায়নিক পদার্থ বিনষ্ট হয়ে গিয়েছে—তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, কিছু ব্যাকটিরিয়া মিথেনের স্বাদবিশিষ্ট এই পদার্থগুলোকে খেয়ে ফেলেছে। কিন্তু, কিছু বিশেষজ্ঞ এই বিষয়ে সন্দেহ প্রকাশ করে। তারা বিশ্বাস করে যে, অধিকাংশ তেল সমুদ্রতলে তলিয়ে গিয়েছে।

পেরু

এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরোনো কিছু ভুট্টার শিষ (যেমন ওপরে দেখানো হয়েছে) ইঙ্গিত দেয় যে, প্রায় ৩০০০ বছর আগে উত্তর পেরুর অধিবাসীরা খই ও ভুট্টার আটা তৈরি করত।

রাশিয়া

[৩ পৃষ্ঠার চিত্র]

রোসিসকায়া গ্যাজেটা নামক একটা সংবাদপত্র রিপোর্ট করে যে, একটা সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সি রাশিয়ার অধিবাসীদের মধ্যে ৫৯ শতাংশ বিশ্বাস করে যে, “জীবনে সফল হতে গেলে, আপনাকে কখনো কখনো আপনার নৈতিক মানগুলো লঙ্ঘন করার প্রয়োজন হতে পারে।”

ইতালি

আড্রিয়া-রোভিগোর ক্যাথলিক বিশপ, লুছো সোরাভিটো ডে ফ্রান্সেসকি বিশ্বাস করেন যে, লোকেরা যেখানে বাস করে সেখানে “তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে” ধর্মীয় বার্তা দেওয়া উচিত। তিনি বলেন, “আমাদের পাদরিদের শুধু গির্জার ঘন্টা না বাজিয়ে ঘরের বেল বাজানো উচিত।”

দক্ষিণ আফ্রিকা

[৩ পৃষ্ঠার চিত্র]

চোরাবাজারে, চিকিৎসার জন্য ব্যবহৃত গণ্ডারের শিঙের বিক্রয় মূল্য বেড়ে প্রতি কিলোগ্রামে (২.২ পাউন্ড) ৬৫,০০০ মার্কিন ডলার হয়েছে। ২০১১ সালে, শুধু দক্ষিণ আফ্রিকাতে চোরাকারবারিরা রেকর্ড সংখ্যক ৪৪৮টা গণ্ডার হত্যা করেছিল। দুষ্কৃতিদের দলগুলো শিঙের খোঁজে ইউরোপের জাদুঘর ও নিলামঘরগুলোতে সিঁধ কেটে ঢুকে পড়েছিল। এমনকী মনে হয়, ইউরোপের চিড়িয়াখানায় থাকা গণ্ডারগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। (g১৩-E ০১)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার