ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৬ নং ২ পৃষ্ঠা ৮-৯
  • যেভাবে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা যায়
  • ২০১৬ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রতিদ্বন্দ্বিতা
  • তোমার যা জানা উচিত
  • তুমি যা করতে পার
  • ফোন যেভাবে ক্ষতি করে আপনার বন্ধুত্বকে
    ২০২১ সজাগ হোন!
  • ভালোবাসাহীন এক জগতে বন্ধুত্ব বজায় রাখা
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আপনি যেভাবে অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৬ সজাগ হোন!
g১৬ নং ২ পৃষ্ঠা ৮-৯
দু-জন যুবক ব্যক্তি একে অন্যের সগ কথা বলছ

পরিবারের জন্য সাহায্য | অল্পবয়সিরা

যেভাবে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা যায়

প্রতিদ্বন্দ্বিতা

দু-জন যুবক ব্যক্তি সেতুর দুই পান্তে দাঁড়িয়ে আছ

আজ প্রযুক্তির দৌলতে তুমি খুব সহজেই অনেক বেশি লোকের সঙ্গে যোগাযোগ করতে পারো। এর আগে কখনো এমনটা হয়নি। কিন্তু তুমি হয়তো লক্ষ করেছ, সেই সম্পর্ক যে খুব গভীর হয়, এমন নয়। একজন যুবক ব্যক্তি বিষয়টাকে এভাবে তুলে ধরে: “আমার মনে হয়, বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক যেকোনো সময় ভেঙে যেতে পারে। অন্যদিকে, আমার বাবার সঙ্গে তার বন্ধুদের সম্পর্ক বহু বছরের!”

কেন বর্তমানে স্থায়ী ও ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রাখা এত কঠিন?

তোমার যা জানা উচিত

কিছুটা হলেও প্রযুক্তি দায়ী। তোমার হয়তো মনে হতে পারে, একজন ব্যক্তি তোমার কাছে উপস্থিত না থাকলেও টেক্সট ম্যাসেজ, সোশ্যাল নেটওয়ার্ক ও অন্যান্য মাধ্যমের সাহায্যে তার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা সম্ভব। মন খুলে কথা বলার পরিবর্তে অনেকে একের-পর-এক ম্যাসেজ পাঠায় অথবা টুইট করে। কৃত্রিম পরিপক্বতা (ইংরেজি) বই বলে, ‘লোকেরা আজকাল একে অন্যের সঙ্গে দেখাসাক্ষাৎ করে না বললেই চলে! ছাত্র-ছাত্রীরা পরস্পরের সঙ্গে সময় না কাটিয়ে বরং ঘণ্টার পর ঘণ্টা মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সামনে কাটায়।’

কিছু কিছু ক্ষেত্রে, প্রযুক্তির কারণে এমনটা মনে হতে পারে, দু-জনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব রয়েছে অথচ বাস্তবে তেমনটা না-ও হতে পারে। ২২ বছর বয়সি ব্রায়েনa মন্তব্য করে: “সম্প্রতি আমি বুঝতে পেরেছি, বন্ধুদের খোঁজখবর নেওয়ার জন্য আমিই সবসময় টেক্সট ম্যাসেজ পাঠাতাম। আমার বন্ধুদের মধ্যে কে কে আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায়, তা জানার জন্য আমি তাদের টেক্সট ম্যাসেজ পাঠানো বন্ধ করে দিই। সত্যি বলতে কী, খুব কম বন্ধুবান্ধবই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম, যাদেরকে আমি ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করতাম, তাদের মধ্যে কেউ কেউ আসলে ততটা ঘনিষ্ঠ ছিল না।”

কিন্তু, টেক্সট ম্যাসেজ পাঠানো ও সোশ্যাল নেটওয়ার্ক কি আমাদেরকে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে এবং বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করতে সাহায্য করে না? অবশ্যই করে, তবে সেটা তখনই যখন আমরা সেই লোকেদের ব্যক্তিগতভাবে চিনি। অধিকাংশ ক্ষেত্রে এই মাধ্যমগুলো অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে কিন্তু তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে না।

তুমি যা করতে পার

প্রকৃত বন্ধুত্ব বলতে কী বোঝায়, তা নির্ধারণ করো। বাইবেল বলে, বন্ধু “ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ।” (হিতোপদেশ [প্রবচনমালা] ১৮:২৪, জুবিলী বাইবেল) তুমি কি এই ধরনের বন্ধু চাও? তুমি নিজে কি এই ধরনের বন্ধু? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য তুমি এমন তিনটে গুণ সম্বন্ধে লেখো, যে-গুণগুলো তুমি তোমার বন্ধুদের মধ্যে দেখতে চাও। এরপর, এমন তিনটে গুণ সম্বন্ধে লেখো, যেগুলো তুমি দেখাতে চাও। নিজেকে জিজ্ঞেস করো: ‘আমি যাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করি, তাদের মধ্যে কার কার সেই গুণগুলো রয়েছে, যেগুলো আমি মূল্যবান বলে মনে করি? সেই বন্ধুরা আমার মধ্যে কোন কোন গুণ দেখতে পায়?’—বাইবেলের নীতি: ফিলিপীয় ২:৪.

কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, তা নির্ধারণ করো। অনলাইনে করা বন্ধুত্ব সাধারণত এমন বিষয়গুলোর উপর ভিত্তি করে হয়ে থাকে, যে বিষয়গুলোতে দু-জনেরই আগ্রহ রয়েছে। কিন্তু একই ধরনের আগ্রহ থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, একই মূল্যবোধ থাকা। ২১ বছর বয়সি লীনা বলে, ‘আমার হয়তো অনেক বন্ধু নেই কিন্তু যারা রয়েছে, তারা আমাকে ভালো ব্যক্তি হতে সাহায্য করে।’—বাইবেলের নীতি: হিতোপদেশ ১৩:২০.

ঘরের মধ্যে বসে না থেকে লোকেদের সঙ্গে দেখা করো। বন্ধুত্ব করার জন্য একে অন্যের সঙ্গে দেখাসাক্ষাৎ করে কথাবার্তা বলার চেয়ে ভালো উপায় আর নেই। কারণ তা করলে তোমরা পরস্পরের গলার স্বরের তারতম্য, মুখের হাবভাব এবং অঙ্গভঙ্গি দেখতে পাবে।—বাইবেলের নীতি: ১ থিষলনীকীয় ২:১৭.

চিঠি লেখো। এই পদ্ধতিটা সেকেলে বলে মনে হলেও চিঠি লেখার মাধ্যমে তুমি জানাতে পারো যে, তোমার বন্ধুদের জন্য তুমি সত্যিই চিন্তা করো। বন্ধুদের প্রতি এই ধরনের চিন্তা প্রকাশ করা আজকের ব্যস্ত জগতে খুব-একটা দেখা যায় না। একত্রে থেকে নিঃসঙ্গ (ইংরেজি) নামক বইয়ের লেখিকা শেরি টার্কল এমন একজন যুবক ব্যক্তি সম্বন্ধে লেখেন, যে তার বন্ধুদের কাছ থেকে জীবনে একখানাও চিঠি পেয়েছে বলে মনে করতে পারে না। লোকেরা যখন চিঠি লিখত, তখনকার কথা মনে করে সেই যুবক ব্যক্তি বলে, “যদিও আমি সেই সময় জন্মাইনি, তবুও আমি সেই দিনগুলোকে মিস করি।” বন্ধুত্ব করার জন্য এই ‘মান্ধাতার আমলের প্রযুক্তি’ ব্যবহার করেই দেখো না!

উপসংহার: প্রকৃত বন্ধুত্ব বজায় রাখার সঙ্গে শুধু যোগাযোগ রাখার চেয়ে আরও বেশি কিছু জড়িত। এর জন্য তোমার ও তোমার বন্ধুদের ভালোবাসা, সহানুভূতি, ধৈর্য ও ক্ষমার মতো গুণাবলি গড়ে তোলা প্রয়োজন। এই ধরনের গুণাবলি শেষপর্যন্ত এমন বন্ধুত্ব গড়ে তোলে, যা ফলপ্রসূ হয়। কিন্তু, তুমি যদি শুধু অনলাইনে কথা বলো, তা হলে এই ধরনের গুণাবলি দেখানো কঠিন হয়ে যাবে। ◼ (g16-E No. 1)

a এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

মূল শাস্ত্রপদ

  • “প্রত্যেক জন আপনার বিষয়ে নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখ।” —ফিলিপীয় ২:৪.

  • “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে।”—হিতোপদেশ ১৩:২০.

  • “তোমাদের মুখ দেখিবার নিমিত্ত আরও অধিক যত্ন করিয়াছিলাম।”—১ থিষলনীকীয় ২:১৭.

আলিসাবেল

আলিসাবেল

“আমাদের মন খারাপ হলে আমরা সকলেই কারো না কারো সঙ্গে কথা বলতে চাই। বন্ধুরা আমাদের সত্যিই বোঝে আর জানে যে, কীভাবে আমাদের খুশি করা যায়। তারা যে শুধু আমাদের খুশি করে, তা-ই নয় কিন্তু আমরা যখন সমস্যায় পড়ি, তখন সাহায্যের হাতও বাড়িয়ে দেয়।”

জর্ডন

জর্ডন

“আমি যখন আরও ছোটো ছিলাম, আমি চুপচাপ থাকতাম আর কারো সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম না। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখজনক সময়। শেষপর্যন্ত আমি সেই খোলস ছেড়ে বেরিয়ে আসি। বন্ধু থাকা খুবই প্রয়োজন, যারা আমাদের সুখ-দুঃখের ভাগী হবে।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার