ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৭ নং ৩ পৃষ্ঠা ৯
  • ‘প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি ভাল’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি ভাল’
  • ২০১৭ সজাগ হোন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নম্রতা কি এক দুর্বলতা, নাকি দৃঢ়তা?
    ২০০৭ সচেতন থাক!
  • কেন নম্রতা পরিধান করা উচিৎ?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • অন্যদের প্রতি সম্মান দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
আরও দেখুন
২০১৭ সজাগ হোন!
g১৭ নং ৩ পৃষ্ঠা ৯
এমন এক কর্মী যার সুনাম রয়েছে

সুখ্যাতি বা সুনাম আস্থা ও সম্মান অর্জন করে

‘প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি ভাল’

সুখ্যাতি বা সুনাম এতটাই মূল্যবান যে, কোনো কোনো দেশে এটাকে আইনগতভাবে সুরক্ষা প্রদান করা হয়। এর অন্তর্ভুক্ত হতে পারে, মর্যাদাহানির বিরুদ্ধে সুরক্ষা (মৌখিক, লিখিত কিংবা সম্প্রচারিত)। এটা আমাদের এক প্রাচীন প্রবাদ বাক্য মনে করিয়ে দেয়: “প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়; রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভাল।” (হিতোপদেশ ২২:১) কীভাবে আমরা অন্যদের কাছ থেকে সুনাম ও সম্মান উভয়ই লাভ করতে পারি? এই বিষয়ে বাইবেলে উত্তম পরামর্শ খুঁজে পাওয়া যেতে পারে।

উদাহরণ স্বরূপ, গীতসংহিতার ১৫ গীতে বাইবেল কী বলে, তা বিবেচনা করে দেখুন। “[ঈশ্বরের] তাম্বুতে কে প্রবাস করিবে?” এই প্রশ্নের উত্তরে গীতরচক লিখেছিলেন: ‘যে ব্যক্তি ধর্ম্মকর্ম্ম করে [“ন্যায় কাজ করে,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন ], এবং হৃদয়ে সত্য কহে। যে পরীবাদ করে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না। যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়; দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না; উৎকোচ লয় না।’ (গীতসংহিতা ১৫:১-৫) যে-ব্যক্তি এই ধরনের অপূর্ব নীতি অনুযায়ী জীবনযাপন করে, তাকে কি আপনি সম্মান করবেন না?

সম্মান অর্জন করার আরেকটা গুণ হল নম্রতা। হিতোপদেশ ১৫:৩৩ পদ বলে, “সম্মানের অগ্রে নম্রতা থাকে।” যেমন: নম্র ব্যক্তিরা লক্ষ রাখে, কোথায় তাদের উন্নতি করার প্রয়োজন রয়েছে আর তারা তা করার জন্য কঠোর প্রচেষ্টা করে। এ ছাড়া, তারা যদি কাউকে অসন্তুষ্ট করে থাকে, তা হলে তারা ক্ষমা চাইতে ইচ্ছুক হয়। (যাকোব ৩:২) গর্বিত ব্যক্তিরা কিন্তু এইরকম মনোভাবে দেখায় না বরং তারা দ্রুত বিরক্ত হয়ে পড়ে। হিতোপদেশ ১৬:১৮ পদ বলে, “বিনাশের পূর্ব্বে অহঙ্কার, পতনের পূর্ব্বে মনের গর্ব্ব।”

কিন্তু, কেউ যদি আপনাকে অপবাদ দেয়, তাহলে? রাগের মাথায় আপনার কি দ্রুত প্রতিক্রিয়া দেখানো উচিত? নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যদি আমার বিরুদ্ধে আসা অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করি, তা হলে আমি কি আসলে সেই মিথ্যাকে আরও ছড়িয়ে দিচ্ছি না?’ যদিও কোনো কোনো সময় আইনি পদক্ষেপ নেওয়া উপযুক্ত হতে পারে কিন্তু বাইবেল এই বিজ্ঞ পরামর্শ দেয়: “তাড়াতাড়ি বিবাদ করিতে যাইও না [“আদালতে যেয়ো না,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]।” এর পরিবর্তে, “প্রতিবাসীর সহিত তোমার বিবাদ মিটাইয়া ফেল।” (হিতোপদেশ ২৫:৮, ৯)a আরও ভালোভাবে ও শান্তভাবে বিষয়টা নিষ্পত্তি করার মাধ্যমে আপনি আইনসংক্রান্ত খরচের হাত থেকে রেহাই পেতে পারেন।

বাইবেল শুধুমাত্র একটি ধর্মীয় পুস্তক নয়। এটি জীবনের জন্য এক নির্ভরযোগ্য নির্দেশিকা। যে-সমস্ত ব্যক্তি বাইবেলের প্রজ্ঞা কাজে লাগায়, তারা এমন গুণাবলি গড়ে তোলে, যেগুলো গভীর সম্মান অর্জন করতে এবং সুখ্যাতি বজায় রাখতে সাহায্য করে।

a দ্বন্দ্ব নিষ্পত্তি করার জন্য বাইবেলের আরও নীতি মথি ৫:২৩, ২৪; ১৮:১৫-১৭ পদে পাওয়া যায়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার