ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g20 নং ১ পৃষ্ঠা ১৪-১৫
  • এক চাপমুক্ত জীবন লাভ করা সম্ভব

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক চাপমুক্ত জীবন লাভ করা সম্ভব
  • ২০২০ সজাগ হোন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সূচিপত্র
    ২০২০ সজাগ হোন!
  • ঈশ্বরের রাজ্যের অধীনে “প্রচুর শান্তি হইবে”
    ২০১৯ সজাগ হোন!
  • যেভাবে চাপের সঙ্গে মোকাবিলা করা যায়
    ২০২০ সজাগ হোন!
  • ঈশ্বরের রাজ্য—যিশুর কাছে এর অর্থ কী
    প্রহরীদুর্গ: ঈশ্বরের রাজ্য—যিশুর কাছে এর অর্থ কী
আরও দেখুন
২০২০ সজাগ হোন!
g20 নং ১ পৃষ্ঠা ১৪-১৫
এক অল্পবয়সি ছেলে তার বাবার সঙ্গে সমুদ্রের ঢেউয়ে খেলা করছে আর তার মা ও বোন সমুদ্রসৈকত থেকে তা দেখছে।

চাপ থেকে স্বস্তি খুঁজে পান

এক চাপমুক্ত জীবন লাভ করা সম্ভব

আমরা যদি বাইবেলে পাওয়া প্রজ্ঞা কাজে লাগাই, তা হলে এটা আমাদের অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলতে সাহায্য করতে পারে। অবশ্য, মানুষ হিসেবে আমাদের পক্ষে চাপের সমস্ত কারণ দূর করা সম্ভব নয়। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তা দূর করতে পারেন। তিনি এমনকী আমাদের সাহায্য করার জন্য একজন যোগ্য ব্যক্তিকে নিযুক্ত করেছেন আর সেই ব্যক্তি হলেন, যিশু খ্রিস্ট। মানুষ হিসেবে পৃথিবীতে থাকাকালীন তিনি যে-সমস্ত অলৌকিক কাজ করেছিলেন, সেগুলোর চেয়ে আরও বেশি চমৎকার কাজ তিনি শীঘ্রই পুরো পৃথিবীতে করবেন। উদাহরণ স্বরূপ:

যিশু অসুস্থ ব্যক্তিদের সুস্থ করবেন, ঠিক যেমন পৃথিবীতে থাকাকালীন করেছিলেন।

‘নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোককে তাঁহার নিকটে আনীত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন।’—মথি ৪:২৪.

যিশু সবার জন্য ঘর ও খাদ্যের ব্যবস্থা করবেন।

“আর লোকেরা [খ্রিস্টের প্রজারা] গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্ম্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না।”—যিশাইয় ৬৫:২১, ২২.

যিশুর শাসনের সময় সারা পৃথিবীতে শান্তি ও সুরক্ষা থাকবে।

“তাঁহার সময়ে ধার্ম্মিক লোক প্রফুল্ল হইবে, চন্দ্রের স্থিতিকাল পর্য্যন্ত প্রচুর শান্তি হইবে। তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্য্যন্ত, ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত কর্ত্তৃত্ব করিবেন। . . . তাঁহার শত্রুগণ ধূলা চাটিবে।”—গীতসংহিতা ৭২:৭-৯.

যিশু অবিচার দূর করবেন।

“তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন। তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন।”—গীতসংহিতা ৭২:১৩, ১৪.

যিশু এমনকী দুঃখকষ্ট ও মৃত্যুকে দূর করবেন।

“মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪.

“প্রচণ্ড মানসিক চাপের এক কঠিন সময়”

“বর্তমানে লোকেরা আগের চেয়ে আরও বেশি চাপ, উদ্‌বিগ্নতা ও দুঃখকষ্টের মধ্যে রয়েছে।”—গ্যালাপ কোম্পানির সম্পাদক, মহম্মদ এস. ইউনিস।

আজ বেশিরভাগ লোকেরা কেন চাপের মধ্যে রয়েছে? বাইবেল এই প্রশ্নের সবচেয়ে যুক্তিসংগত উত্তর দেয়। ২ তীমথিয় ৩:১ পদ জানায়: “শেষ কালে প্রচণ্ড মানসিক চাপের এক কঠিন সময় আসবে . . . যার মোকাবিলা করা . . . কষ্টকর হবে।” ((দি অ্যামপ্লিফাইড বাইবেল)। বাইবেল এটার কারণ সম্বন্ধে আরও বলে, লোকেদের মধ্যে খারাপ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলোর অন্তর্ভুক্ত হল লোভ, অহংকার, ধর্মীয় ভণ্ডামি, হিংস্র স্বভাব, পারিবারিক স্নেহ ও আত্মসংযমের অভাব। (২ তীমথিয় ৩:২-৫) যিশু যখন ঈশ্বরের রাজ্যের—এক স্বর্গীয় সরকারের—রাজা হিসেবে পৃথিবীকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন, তখন শেষকাল শেষ হবে।—দানিয়েল ২:৪৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার