ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • hf বিভাগ ২ পৃষ্ঠা ৬-৮
  • একে অপরের প্রতি অনুগত হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একে অপরের প্রতি অনুগত হোন
  • আপনার পরিবার সুখী হতে পারে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ১ আপনার বিয়েকে অগ্রাধিকার দিন
  • ২ আপনার হৃদয়কে রক্ষা করুন
  • এক সুখী বিবাহিত জীবনের জন্য ঈশ্বরের ওপর নির্ভর করুন
    আপনার পরিবার সুখী হতে পারে
  • আপনার বিবাহে প্রতিশ্রুতি বজায় রাখা
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নিজের সাথির প্রতি সম্মানপূর্বক আচরণ করা
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে আপনার আত্মীয়স্বজনের সঙ্গে শান্তি বজায় রাখা যায়
    আপনার পরিবার সুখী হতে পারে
আরও দেখুন
আপনার পরিবার সুখী হতে পারে
hf বিভাগ ২ পৃষ্ঠা ৬-৮
গাড়িতে ওঠার সময় একজন স্বামী তার ত্রীর মাথায় ছাতা ধরে আছন

খণ্ড ২

একে অপরের প্রতি অনুগত হোন

“ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক।” —মার্ক ১০:৯

যিহোবা চান যেন আমরা “দয়ায় অনুরাগ” দেখাই। (মীখা ৬:৮) বাইবেল শিক্ষা দেয় যে, এই ধরনের দয়া এমন প্রেম থেকে আসে, যা একজনকে আরেকজনের সঙ্গে আবদ্ধ করে। এটা বিশেষভাবে বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের দয়া না থাকলে আস্থা থাকে না। আর প্রেমকে বৃদ্ধি করার জন্য আস্থা অপরিহার্য।

বর্তমানে, বিয়েতে আনুগত্য বলতে গেলে দেখাই যায় না। আপনার বিয়েকে টিকিয়ে রাখতে হলে আপনাকে দুটো বিষয় করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে।

১ আপনার বিয়েকে অগ্রাধিকার দিন

বাইবেল যা বলে: ‘যাহা যাহা ভিন্ন প্রকার [“বা শ্রেয়ঃ,” পাদটীকা], তাহা পরীক্ষা করিয়া চিন।’ (ফিলিপীয় ১:১০) আপনার বিয়ে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে শ্রেয় বা গুরুত্বপূর্ণ বিষয়। তাই, এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

যিহোবা চান যেন আপনি আপনার সাথির প্রতি মনোযোগ দেন এবং একত্রে ‘সুখে জীবন যাপন করেন।’ (উপদেশক ৯:৯) তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপনার সাথিকে কখনো অবহেলা করা উচিত নয় বরং আপনাদের দু-জনেরই একে অপরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় খোঁজা উচিত। (১ করিন্থীয় ১০:২৪) আপনার সাথিকে বলুন যে, তার প্রয়োজন রয়েছে এবং তার প্রতি উপলব্ধি প্রকাশ করুন।

একজন স্বামী তার ত্রীর জন্য গরম পানীয় এনে দিচ্ছন; একজন স্বামী বাড়ি ফিরে দেখেন যে, তার ত্রী রান্না করছন

আপনি যা করতে পারেন:

  • নিয়মিতভাবে একত্রে সময় কাটাতে ভুলবেন না এবং আপনার সাথির প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন

  • শুধু “আমি” নয় বরং “আমরা” হিসেবে চিন্তা করুন

একজন স্বামী ও ত্রী পিকনিক গিয়ে একসগ সময় কাটাচ্ছন

২ আপনার হৃদয়কে রক্ষা করুন

বাইবেল যা বলে: “যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল।” (মথি ৫:২৮) কেউ যদি অনৈতিক বিষয় নিয়ে চিন্তা করেই চলেন, তাহলে এক অর্থে তিনি তার সাথির প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ছেন।

যিহোবা বলেন, “তোমার হৃদয় রক্ষা কর।” (হিতোপদেশ ৪:২৩; যিরমিয় ১৭:৯) তা করার জন্য আপনাকে অবশ্যই আপনার চোখকে রক্ষা করতে হবে। (মথি ৫:২৯, ৩০) কুলপতি ইয়োবের উদাহরণ অনুসরণ করুন। তিনি কখনো মন্দ আকাঙ্ক্ষা নিয়ে অন্য মহিলার প্রতি দৃষ্টি না দেওয়ার জন্য নিজের চোখের সঙ্গে নিয়ম স্থির করেছিলেন। (ইয়োব ৩১:১) কখনো পর্নোগ্রাফি না দেখার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন। আর নিজের বিবাহিত সাথি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি যেকোনো রোমান্টিক সম্পর্ক গড়ে তোলা এড়িয়ে চলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন।

একজন স্বামী তার কাজের জায়গায় ত্রীর ছবি রেখেছন

আপনি যা করতে পারেন:

  • অন্যদের কাছে স্পষ্টভাবে তুলে ধরুন যে, আপনি আপনার সাথির সঙ্গে চিরজীবনের যে-অঙ্গীকার করেছেন, সেটার প্রতি আপনি পুরোপুরিভাবে বিশ্বস্ত থাকতে চান

  • আপনার সাথির অনুভূতির প্রতি বিবেচনা দেখান এবং আপনার সাথিকে কষ্ট দেয় এমন যেকোনো সম্পর্ক সঙ্গেসঙ্গে শেষ করে দিন

আপনার ভূমিকা পালন করুন

নিজের ব্যাপারে সৎ হোন এবং নিজের দুর্বলতাগুলো শনাক্ত করুন। (গীতসংহিতা ১৫:২) সাহায্য চাইতে দ্বিধা করবেন না। (হিতোপদেশ ১:৫) আপনার মধ্যে যদি অনৈতিক চিন্তাভাবনা চলতে থাকে, তাহলে সেগুলোর সঙ্গে লড়াই করে চলুন। হাল ছেড়ে দেবেন না। (হিতোপদেশ ২৪:১৬) আপনার সাথির প্রতি অনুগত থাকার ব্যাপারে আপনার প্রচেষ্টায় যিহোবা আশীর্বাদ করবেন।

নিজেকে জিজ্ঞেস করুন . . .

  • কীভাবে আমি আমার সাথিকে আরও বেশি সময় দিতে পারি?

  • আমার সাথি কি আমার সবচেয়ে প্রিয় বন্ধু?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার