ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • hf বিভাগ ৪ পৃষ্ঠা ১২-১৪
  • যেভাবে টাকাপয়সা ব্যবহার করা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে টাকাপয়সা ব্যবহার করা যায়
  • আপনার পরিবার সুখী হতে পারে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ১ ভেবে-চিন্তে পরিকল্পনা করুন
  • ২ সৎ হোন এবং টাকাপয়সার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
  • টাকাপয়সা সঠিকভাবে খরচ করা
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • টাকাপয়সার প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি
    ২০১৫ সচেতন থাক!
  • টাকাপয়সা কি সমস্ত মন্দতার কারণ?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • টাকাপয়সার বিষয়ে বিজ্ঞ দৃষ্টিভঙ্গি কী?
    ২০০৭ সচেতন থাক!
আরও দেখুন
আপনার পরিবার সুখী হতে পারে
hf বিভাগ ৪ পৃষ্ঠা ১২-১৪
যেভাবে তাদের টাকাপয়সা ব্যবহার করা যায়, তা নিয়ে এক দপতি সতর্কতার সগ পরিকপনা করছন

খণ্ড ৪

যেভাবে টাকাপয়সা ব্যবহার করা যায়

“পরামর্শ দ্বারা সকল সঙ্কল্প স্থির হয়।”—হিতোপদেশ ২০:১৮

আমাদের পরিবারের প্রয়োজনীয় ভরণ-পোষণ জোগানোর জন্য আমাদের সকলেরই টাকাপয়সার প্রয়োজন। (হিতোপদেশ ৩০:৮) বস্তুতপক্ষে, “ধনও আশ্রয় বটে।” (উপদেশক ৭:১২) দম্পতি হিসেবে টাকাপয়সা নিয়ে কথা বলা হয়তো কঠিন হতে পারে কিন্তু টাকাপয়সা যেন আপনাদের বিয়েতে সমস্যার সৃষ্টি না করে। (ইফিষীয় ৪:৩২) দম্পতি হিসেবে একে অপরকে বিশ্বাস করা উচিত এবং কীভাবে টাকাপয়সা খরচ করা হবে, সেই ব্যাপারে একত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত।

১ ভেবে-চিন্তে পরিকল্পনা করুন

বাইবেল যা বলে: “দুর্গ নির্ম্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে, সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কি না?” (লূক ১৪:২৮) আপনারা কীভাবে আপনাদের টাকাপয়সা খরচ করবেন, সেই ব্যাপারে দু-জনে মিলে পরিকল্পনা করা জরুরি। (আমোষ ৩:৩) আপনাদের কী কী কেনা প্রয়োজন এবং আপনাদের কত টাকা ব্যয় করার সামর্থ্য রয়েছে, তা নির্ধারণ করুন। (হিতোপদেশ ৩১:১৬) কোনো কিছু কেনার মতো টাকা আছে বলেই যে আপনাকে তা কিনতে হবে এমন নয়। ঋণের দায়ে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, কেবল ততটুকুই খরচ করুন।—হিতোপদেশ ২১:৫; ২২:৭.

আপনি যা করতে পারেন:

  • মাসের শেষে আপনার টাকাপয়সা যদি বেঁচে যায়, তাহলে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিন যে, সেই টাকা দিয়ে কী করবেন

  • টাকাপয়সার ঘাটতি দেখা দিলে আপনার খরচ কমানোর জন্য নির্দিষ্ট পরিকল্পনা করুন। উদাহরণ স্বরূপ, বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিবর্তে বাড়িতেই নিজের খাবার তৈরি করুন

এক দপতি তাদের বড়ো বড়ো খরচ নিয়ে চিন্তা করছন

২ সৎ হোন এবং টাকাপয়সার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন

বাইবেল যা বলে: ‘তোমরা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও।’ (ইফিষীয় ৪:২৫) আপনি কত টাকা আয় করেন এবং কত টাকা ব্যয় করেন, সেই সম্বন্ধে আপনার সাথিকে সঠিক তথ্য দিন।

টাকাপয়সার বিষয়ে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় আপনার সাথির সঙ্গে আলোচনা করে নিন। (হিতোপদেশ ১৩:১০) টাকাপয়সার ব্যাপারে খোলাখুলি কথা বললে, তা আপনার বিয়েতে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনার আয়কে ব্যক্তিগত অর্থ হিসেবে নয় বরং পরিবারের অর্থ হিসেবে গণ্য করুন।—১ তীমথিয় ৫:৮.

এক দপতি তাদের লিস্ট অনুযায়ী কেনাকাটি করছন

আপনি যা করতে পারেন:

  • দু-জনে মিলে স্থির করুন যে, একে অপরকে জিজ্ঞেস না করেই আপনারা কত টাকা খরচ করতে পারবেন

  • টাকাপয়সা নিয়ে সমস্যা দেখা দেওয়ার আগেই, তা নিয়ে কথা বলুন

টাকাপয়সার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি

যদিও টাকাপয়সা গুরুত্বপূর্ণ কিন্তু এটা যেন আপনার বিয়েতে ভাঙন সৃষ্টি না করে কিংবা অযথা উদ্‌বিগ্নতা নিয়ে না আসে। (মথি ৬:২৫-৩৪) জীবন উপভোগ করার জন্য অনেক টাকাপয়সার প্রয়োজন নেই। বাইবেল বলে: “সর্ব্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও।” (লূক ১২:১৫) টাকাপয়সা দিয়ে কেনা যায় এমন কোনো কিছুই আপনার বিয়ের চেয়ে মূল্যবান নয়। তাই আপনার যা আছে, তাতেই সন্তুষ্ট থাকুন এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে কখনো উপেক্ষা করবেন না। আপনি যদি এই বিষয়টা মনে রাখেন, তাহলে আপনার পরিবার সুখী হবে এবং আপনি যিহোবার অনুমোদন লাভ করবেন।—ইব্রীয় ১৩:৫.

নিজেকে জিজ্ঞেস করুন . . .

  • ঋণের দায় থেকে মুক্ত থাকার জন্য পরিবারগতভাবে আমরা কী করতে পারি?

  • শেষ কবে আমি এবং আমার সাথি টাকাপয়সা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেছি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার