ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • hf বিভাগ ৯ পৃষ্ঠা ২৯-৩১
  • পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করুন
  • আপনার পরিবার সুখী হতে পারে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ১ যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করুন
  • ২ আপনার পারিবারিক উপাসনা উপভোগ করুন
  • পরিবারগুলোর জন্য সাহায্য
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পারিবারিক উপাসনা কী?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • পারিবারিক উপাসনা—এটাকে কি আপনি আরও উপভোগ্য করে তুলতে পারেন?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক আনন্ত ভবিষ্যতের জন্য একটি পরিবাররূপে গড়ে তোলা
    আপনার পারিবারিক জীবন সুখী করা
আরও দেখুন
আপনার পরিবার সুখী হতে পারে
hf বিভাগ ৯ পৃষ্ঠা ২৯-৩১
এক দপতি একসগ বাইবেল অধ্যয়ন করছন

খণ্ড ৯

পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করুন

“যিনি স্বর্গ, পৃথিবী . . . উৎপন্ন করিয়াছেন, তাঁহার ভজনা কর।”—প্রকাশিত বাক্য ১৪:৭

এই ব্রোশারে যেমন আপনি শিখেছেন, বাইবেলে এমন অনেক নীতি রয়েছে, যেগুলো আপনাকে এবং আপনার পরিবারকে সাহায্য করবে। যিহোবা চান, যেন আপনি সুখী হন। তিনি প্রতিজ্ঞা করেন যে, আপনি যদি তাঁর ভজনা বা উপাসনাকে প্রথমে রাখেন, তাহলে ‘ঐ সকল দ্রব্যও আপনাকে দেওয়া হইবে।’ (মথি ৬:৩৩) তিনি আসলেই চান যেন আপনি তাঁর বন্ধু হন। ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার জন্য প্রতিটা সুযোগকে কাজে লাগান। একজন ব্যক্তির জন্য এটা হল এক মহৎ সুযোগ।—মথি ২২:৩৭, ৩৮.

১ যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করুন

একজন স্বামী এবং ত্রী ক্ষেত্রর পরিচর্যায় একসগ কাজ করছন

বাইবেল যা বলে: “আমিই . . . তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্ত্র কন্যা হইবে, ইহা . . . প্রভু কহেন।” (২ করিন্থীয় ৬:১৭, ১৮) ঈশ্বর চান যেন আপনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু হন। এর একটা উপায় হল প্রার্থনা। যিহোবা আপনাকে ‘অবিরত প্রার্থনা করিতে’ আমন্ত্রণ জানান। (১ থিষলনীকীয় ৫:১৭) তিনি আপনার মনের চিন্তা ও উদ্‌বেগ শোনার জন্য আগ্রহী। (ফিলিপীয় ৪:৬) আপনি যখন আপনার পরিবারের সঙ্গে প্রার্থনা করবেন, তখন তারা দেখতে পাবে যে, ঈশ্বর আপনার কাছে কতটা বাস্তব।

ঈশ্বরের সঙ্গে কথা বলার পাশাপাশি, আপনাকে তাঁর কথা শুনতেও হবে। তাঁর বাক্য এবং বাইবেলভিত্তিক প্রকাশনাদি অধ্যয়ন করার মাধ্যমে আপনি তাঁর কথা শুনতে পারেন। (গীতসংহিতা ১:১, ২) আপনি যা শেখেন, তা নিয়ে ধ্যান করুন। (গীতসংহিতা ৭৭:১১, ১২) ঈশ্বরের কথা শোনার জন্য আপনাকে নিয়মিতভাবে খ্রিস্টীয় সভাগুলোতেও যোগ দিতে হবে।—গীতসংহিতা ১২২:১-৪.

এ ছাড়া, তাঁর সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করার আরেকটা গুরুত্বপূর্ণ উপায় হল, অন্যদের কাছে যিহোবা সম্বন্ধে বলা। আপনি যত বেশি অন্যদেরকে যিহোবা সম্বন্ধে বলবেন, তত বেশি আপনি তাঁর নিকটবর্তী বোধ করবেন।—মথি ২৮:১৯, ২০.

আপনি যা করতে পারেন:

  • বাইবেল পাঠ এবং প্রার্থনা করার জন্য প্রতিদিন সময় আলাদা করে রাখুন

  • একটা পরিবার হিসেবে আধ্যাত্মিক বিষয়গুলোকে আমোদপ্রমোদ এবং আরামআয়েশের আগে রাখুন

২ আপনার পারিবারিক উপাসনা উপভোগ করুন

একজন বাবা তার পরিবারের সগ অধ্যয়ন করার জন্য পতুতি নিচ্ছন এবং পরে তারা তাদের পারিবারিক উপাসনা উপভোগ করছ

বাইবেল যা বলে: “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।” (যাকোব ৪:৮) পারিবারিক উপাসনার কার্যক্রমের তালিকা করুন এবং নিয়মিতভাবে তা অনুসরণ করুন। (আদিপুস্তক ১৮:১৯) কিন্তু, আরও কিছু করতে হবে। ঈশ্বর যেন আপনাদের রোজকার জীবনের অংশ হয়ে ওঠে। “গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে” ঈশ্বর সম্বন্ধে কথা বলার মাধ্যমে তাঁর সঙ্গে আপনার পরিবারের সম্পর্ককে শক্তিশালী করুন। (দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭) যিহোশূয়ের মতো হওয়ার লক্ষ্য গড়ে তুলুন, যিনি বলেছিলেন: “আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।”—যিহোশূয়ের পুস্তক ২৪:১৫.

আপনি যা করতে পারেন:

  • নিয়মিত ও সুসংগঠিত প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা করুন, যেখানে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনগুলো নিয়ে বিবেচনা করা হবে

একজন মা তার ছাটা ছলেকে পড়ে শোনাচ্ছন; একটা পরিবার বাইবেলের এক বিবরণ অভিনয় করছ; একজন বাবা তার মেয়ের সগ অধ্যয়ন করছন

যিহোবার সুখী দাসেরা

যিহোবা ঈশ্বরকে সেবা করার চেয়ে উত্তম আর কিছুই নেই। আপনাকে ও আপনার পরিবারকে আন্তরিকভাবে তাঁর সেবা করতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন। এটা করার দ্বারা আপনি যিহোবাকে আরও বেশি করে ভালোবাসতে এবং তাঁকে অনুকরণ করতে পারবেন। (মার্ক ১২:৩০; ইফিষীয় ৫:১) আপনাদের বিবাহিত জীবনে ঈশ্বরকে রাখলে, তা আপনার সাথির সঙ্গে আপনার বন্ধনকে আরও শক্তিশালী করবে। (উপদেশক ৪:১২; যিশাইয় ৪৮:১৭) এটা জেনে আপনি এবং আপনার পরিবার চিরকালের জন্য আনন্দিত হতে পারেন যে, ‘ঈশ্বর সদাপ্রভু আশীর্বাদ করিয়াছেন।’—দ্বিতীয় বিবরণ ১২:৭.

নিজেকে জিজ্ঞেস করুন . . .

  • দম্পতি হিসেবে শেষ কবে আমরা একসঙ্গে প্রার্থনা করেছি?

  • আমার পরিবারের সঙ্গে আমি কোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারি, যা যিহোবার প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করবে?

পরিবারের মস্তকদের উদ্দেশে একটা নোট

  • কোনো কিছুকেই আপনাদের পারিবারিক উপাসনার ক্ষেত্রে বাধা হতে দেবেন না

  • আগে থেকেই পরিবারকে জানিয়ে দিন যে, কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, যাতে তারা প্রস্তুত হতে পারে

  • লক্ষ রাখবেন, যেন পরিবারের প্রত্যেক সদস্য উপস্থিত থাকে

  • এমন এক শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলুন, যা সবাই উপভোগ করবে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার