ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w11 ৭/১ পৃষ্ঠা ২৫-২৭
  • আপনার সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধগুলোকে গেঁথে দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধগুলোকে গেঁথে দিন
  • ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নিয়ন্ত্রণ সম্বন্ধীয় বিভ্রম
  • উত্তম মূল্যবোধের প্রয়োজন
  • আপনার সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলুন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার সন্তানকে যৌনতা সম্বন্ধে শিক্ষা দিন
    ২০১৬ সজাগ হোন!
  • কীভাবে আমি যৌনসম্পর্ক করার চাপের সঙ্গে মোকাবিলা করতে পারি?
    তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
  • বিয়ের আগে যৌনসম্পর্ক করার মধ্যে দোষের কী?
    ২০০৪ সচেতন থাক!
আরও দেখুন
২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w11 ৭/১ পৃষ্ঠা ২৫-২৭

পারিবারিক সুখের চাবিকাঠি

আপনার সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধগুলোকে গেঁথে দিন

লয়ডাa নামে মেক্সিকোর একজন মা বলেন: “স্কুলে কন্ডোম দেওয়া হয়, তাই কিশোর-কিশোরীরা মনে করে যে, যতক্ষণ পর্যন্ত কন্ডোম ব্যবহার করা হয়, ততক্ষণ যৌন সম্পর্ক করায় দোষের কিছু নেই।”

নোবুকো নামে জাপানের একজন মা বলেন: “আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে, সে ও তার বান্ধবী যদি একাকী থাকত, তাহলে সে কী করত। তার উত্তর ছিল, ‘আমি জানি না।’”

আপনার ছেলে অথবা মেয়ে যখন সবে হাঁটতে শিখেছিল, তখন আপনি কি তার নিরাপত্তার জন্য ঘরেতে কোনো ব্যবস্থা করেছিলেন? সম্ভবত আপনি প্লাগ পয়েন্টগুলোকে ঢেকে রাখতেন, ধারালো জিনিসগুলোকে চোখের আড়ালে রাখতেন এবং সিঁড়িগুলোর মুখে বেড়া দিয়ে রাখতেন—আপনার সন্তানকে নিরাপদে রাখার প্রচেষ্টায় সমস্ত কিছুই করতেন।

আপনার কিশোর বয়সি সন্তানকে নিরাপদে রাখা যদি এতটাই সহজ হতো! এখন আপনার এর চেয়ে আরও বড়ো বড়ো উদ্‌বেগ রয়েছে, যেমন: ‘আমার ছেলে কি পর্নোগ্রাফি দেখছে? ‘আমার মেয়ে কি সেল ফোনের মাধ্যমে নিজের অশ্লীল ফটোগুলো পাঠাচ্ছে?’ আর ভয়াবহ প্রশ্নটা হল, ‘আমার কিশোর বয়সি সন্তান কি যৌনসম্পর্কে লিপ্ত?’

নিয়ন্ত্রণ সম্বন্ধীয় বিভ্রম

কিছু বাবা-মা তাদের সন্তানদের সঙ্গে সঙ্গে থাকার ও প্রত্যেকটা ব্যাপারে তদারকি করার দ্বারা তাদের কিশোর বয়সি সন্তানদের ওপর ২৪ ঘন্টা নজর রাখার চেষ্টা করে। পরে, তাদের মধ্যে অনেকেই দেখেছে যে, তাদের কিশোর বয়সি সন্তানকে এইভাবে তদারকি করা, সে যা করছিল, সেটাকে কেবল লুকাতে পরিচালিত করেছিল। বাবা-মা তাদের ছেলে অথবা মেয়েকে যেটাই করতে বারণ করার চেষ্টা করেছিল, সে লুকিয়ে সেটাই করতে দক্ষ হয়ে উঠেছিল।

স্পষ্টতই, নিয়ন্ত্রণ করা উত্তর নয়। তাঁর সৃষ্ট প্রাণীদের কাছ থেকে বাধ্যতা লাভ করার জন্য যিহোবা ঈশ্বর নিজে সেই পদ্ধতি ব্যবহার করেন না আর একজন বাবা অথবা মা হিসেবে আপনারও তা করা উচিত নয়। (দ্বিতীয় বিবরণ ৩০:১৯) তাই কীভাবে আপনি আপনার কিশোর বয়সি সন্তানদেরকে বিজ্ঞ নৈতিক সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করতে পারেন?—হিতোপদেশ ২৭:১১.

একটা প্রধান পদক্ষেপ হল আপনার সন্তানদের সঙ্গে আলোচনাগুলো চালিয়ে যাওয়া ও তারা ছোটো থাকতে থাকতেই তা শুরু করা।b (হিতোপদেশ ২২:৬) এরপর, তারা যখন কৈশোরে পা দেয়, তখনও আলোচনাগুলো চালিয়ে যান। একজন বাবা অথবা মা হিসেবে, আপনাকেই আপনার কিশোর বয়সি সন্তানকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করা উচিত। “অনেক লোকই মনে করে যে, যৌন সম্পর্ক সম্বন্ধে আমাদের বরং বন্ধুবান্ধবের সঙ্গেই কথা বলা ভালো,” ব্রিটেন থেকে অ্যালিশা নামে একটা মেয়ে বলে, “কিন্তু সেটা ঠিক নয়। যখন আমাদের বাবা-মায়ের কাছ থেকে তথ্যটা আসে, তখন আমরা সেটাকে খুবই উপলব্ধি করি। তারা যা বলে থাকে, আমরা তা বিশ্বাস করি।”

উত্তম মূল্যবোধের প্রয়োজন

বড়ো হয়ে ওঠার সঙ্গে, সন্তানদের জীবনের বাস্তব বিষয়গুলো জানার চেয়ে যৌনতা সম্বন্ধে আরও কিছু জানা প্রয়োজন। এ ছাড়া, তাদের ‘জ্ঞানেন্দ্রিয় সকল সদসৎবিষয়ের বিচারণে পটু হওয়া’-ও উচিত। (ইব্রীয় ৫:১৪) সংক্ষেপে বললে, তাদের উত্তম মূল্যবোধের—যৌনতা সম্বন্ধীয় দৃঢ় বিশ্বাসগুলো নিয়ে গঠিত এক নৈতিক মানের—ও সেইসঙ্গে এমন আচরণের প্রয়োজন যা সেই বিশ্বাসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কীভাবে আপনি আপনার কিশোর বয়সি সন্তানের মধ্যে উত্তম মূল্যবোধগুলোকে গেঁথে দিতে পারেন?

আপনার নিজের মূল্যবোধগুলোকে বিবেচনা করার দ্বারা শুরু করুন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, পারদারিকতা—অবিবাহিত ব্যক্তি বিশেষদের মধ্যে যৌন সম্পর্ক—অন্যায়। (১ থিষলনীকীয় ৪:৪) খুব সম্ভবত, আপনার সন্তানেরা এই বিষয়ে আপনার অবস্থান সম্বন্ধে জানে; এমনকী তারা হয়তো বাইবেলের সেই পদগুলোকে উদ্ধৃতি করতে পারে যেগুলো আপনার বিশ্বাসকে সমর্থন করে। যখন প্রশ্ন করা হয়, তখন তারা হয়তো সঙ্গেসঙ্গে উত্তর দিতে পারে যে, বিয়ের আগে যৌন সম্পর্ক করা অন্যায়।

কিন্তু আরও কিছু প্রয়োজন। সেক্স স্মার্ট বইটি জানায় যে, কিছু অল্পবয়সি হয়তো বলে যে, যৌনতা সম্বন্ধে তাদের বাবা-মারা যা যা বিশ্বাস করে, সেগুলোর সঙ্গে তারা একমত। বইটি বলে: “তারা এতটাই অনিশ্চিত বোধ করে যে, এই বিষয়ে তাদের নিজস্ব কোনো মতামত নেই। তারা যখন এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়ে এবং কোন ধরনের আচরণ গ্রহণযোগ্য ও কোনটা গ্রহণযোগ্য নয়, সেই বিষয়ে হঠাৎ করে উভয় সংকটের মুখোমুখি হয়, তখন তারা বিভ্রান্তিতে ও সত্যিই সমস্যার মধ্যে পড়ে।” ঠিক এই কারণেই মূল্যবোধগুলো অত্যাবশ্যক। সেগুলো অর্জন করার জন্য কীভাবে আপনি আপনার কিশোর বয়সি সন্তানকে সাহায্য করতে পারেন?

আপনার নিজস্ব মূল্যবোধগুলোকে স্পষ্ট করুন। আপনি কি বিশ্বাস করেন যে, যৌন সম্পর্ক কেবল বিবাহের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত? তাহলে, আপনার কিশোর বয়সি সন্তানকে তা স্পষ্ট করে বলুন আর তা প্রায়ই বলুন। বিয়ন্ড দ্য বিগ টক বই অনুসারে গবেষণা প্রকাশ করে যে, “যে-পরিবারগুলোতে, বাবা-মায়েরা তাদের কিশোর বয়সি সন্তানদের উদ্দেশে এই ইঙ্গিত করে এক স্পষ্ট বার্তা দেয় যে, তারা কিশোর বয়সিদের যৌন সম্পর্ক করাকে অনুমোদন করে না, সেই পরিবারের কিশোর বয়সি সন্তানরা সাধারণত তাড়াতাড়ি যৌন সম্পর্কে লিপ্ত হয় না।”

অবশ্য, আগে যেমন উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র আপনার মূল্যবোধগুলোর বিষয়ে বলা এই নিশ্চয়তা দেয় না যে, আপনার ছেলে অথবা মেয়ে সেই মূল্যবোধগুলো অনুসারে জীবনযাপন করা বেছে নেবে। কিন্তু, যে-মূল্যবোধগুলো আপনার পরিবার মেনে চলুক বলে আপনি চান, সেগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করা এমন এক ভিত্তি জোগাবে যেটার ওপর আপনার সন্তানরা তাদের নিজস্ব মূল্যবোধগুলোকে গড়ে তুলতে পারে। বিভিন্ন গবেষণা দেখায় যে, এমনকী যদিও কৈশোরের বছরগুলোতে সন্তানরা মূল্যবোধগুলো কাজে লাগায় না বলে মনে হয়, তবুও অনেক অল্পবয়সি পরিশেষে তাদের বাবা-মায়ের মূল্যবোধগুলোকে গ্রহণ করে।

এটা করে দেখুন: একটা আলোচনা শুরু করার ও আপনার মূল্যবোধগুলোর বিষয়ে জানানোর জন্য সংবাদের একটা ঘটনার বিষয় বলুন। উদাহরণস্বরূপ, কোনো যৌন অপরাধের বিষয়ে যদি রিপোর্ট করা হয়ে থাকে, তাহলে আপনি হয়তো বলতে পারেন: “কিছু পুরুষ যেভাবে মহিলাদের অপব্যবহার করার চেষ্টা করে, তা দেখে আমি হতবাক হয়েছি। কোথা থেকে তারা এই ধারণাগুলো পায় বলে তুমি মনে করো?”

যৌনতা সম্বন্ধে পুরোপুরি সত্য শিক্ষা দিন। সাবধানবাণীগুলোর প্রয়োজন রয়েছে। (১ করিন্থীয় ৬:১৮; যাকোব ১:১৪, ১৫) কিন্তু, বাইবেল যৌনতাকে শয়তানের একটা ফাঁদ হিসেবে নয় কিন্তু মূলত ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা উপহার বলে বর্ণনা করে। (হিতোপদেশ ৫:১৮, ১৯; পরমগীত ১:২) আপনার কিশোর বয়সি সন্তানদেরকে শুধুমাত্র বিপদগুলো সম্বন্ধে বলা হয়তো তাদেরকে সেই বিষয়ে এক বিকৃত, অশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি পোষণ করতে পরিচালিত করতে পারে। “আমার বাবা-মা যৌন অনৈতিকতার বিষয়ে খুব বেশি জোর দেয়,” কোরিনা নামে ফ্রান্সের একজন অল্পবয়সি মহিলা বলেন, “আর তা আমাকে যৌন সম্পর্কের প্রতি এক নেতিবাচক মনোভাব গড়ে তুলতে পরিচালিত করেছে।”

এই বিষয়টা নিশ্চিত করুন যে, আপনার সন্তানেরা যৌনতা সম্বন্ধে পুরোপুরি সত্যটা জানে। “আমার কিশোর বয়সি সন্তানদেরকে সবসময় যে-বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি,” নাদিয়া নামে মেক্সিকোর একজন মা বলেন, “তা হল যৌনতা আনন্দদায়ক ও স্বাভাবিক আর উপভোগ করার জন্য যিহোবা ঈশ্বর মানুষকে সেটা দিয়েছেন। কিন্তু বিবাহের মধ্যে এর যথার্থ স্থান রয়েছে। যেভাবে আমরা এটাকে ব্যবহার করি, সেটার ওপর নির্ভর করেই এটা আমাদেরকে আনন্দ প্রদান করতে অথবা কষ্ট দিতে পারে।”

এটা করে দেখুন: পরের বার আপনি যখন আপনার কিশোর বয়সি সন্তানের সঙ্গে যৌনতা সম্বন্ধে কথা বলেন, তখন এক ইতিবাচক ইঙ্গিত দিয়ে আলোচনাটা শেষ করুন। যৌনতাকে ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক অপূর্ব উপহার, যেটা সে একজন বিবাহিত ব্যক্তি হিসেবে ভবিষ্যতে উপভোগ করতে পারে, সেভাবে বর্ণনা করতে দ্বিধা করবেন না। এই আস্থা প্রদান করুন যে, সেই সময় অবধি আপনার কিশোর বয়সি সন্তান ঈশ্বরের মানগুলোকে মেনে চলবে।

আপনার কিশোর বয়সি সন্তানকে পরিণতিগুলো মূল্যায়ন করতে সাহায্য করুন। জীবনের যেকোনো ক্ষেত্রে, উত্তম সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য কিশোর বয়সি সন্তানদের কীভাবে বাছাইগুলো করা যায়, সেগুলোকে শনাক্ত করা আর তারপর প্রত্যেকটা বাছাইয়ের ভালো-মন্দ পরিণতিকে মূল্যায়ন করা প্রয়োজন। এমনটা মনে করবেন না যে, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা জানাই তাদের জন্য যথেষ্ট। “আমার কৈশোর বয়সের ভুলত্রুটির ওপর গভীরভাবে চিন্তা করে” ইমা নামে অস্ট্রেলিয়ার একজন খ্রিস্টান স্ত্রী বলেন, “আমি বলতে পারি যে, শুধুমাত্র ঈশ্বরের মানগুলোকে জানার অর্থ এই নয় যে, আপনি সেগুলোর সঙ্গে একমত। সেই মানগুলোর উপকারিতার ও সেগুলোকে লঙ্ঘন করার পরিণতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাইবেল সাহায্য করতে পারে, কারণ বাইবেলের অনেক আজ্ঞাকেই সেই কথাগুলোর দ্বারা জোর দেওয়া হয়েছে, যেগুলো অন্যায় কাজের পরিণতিগুলোকে তুলে ধরে। উদাহরণস্বরূপ, হিতোপদেশ ৫:৮, ৯ পদ যুবকদেরকে পারদারিকতা এড়িয়ে চলার জন্য জোরালো পরামর্শ দেয় “পাছে তুমি নিজ সম্মান অন্যদিগকে দেও।” এই পদগুলো যেমন ইঙ্গিত দেয়, যারা বিয়ের আগে যৌনসম্পর্কে লিপ্ত হয়, তারা কিছু মাত্রায় তাদের নৈতিক মূল্যবোধ, নীতিনিষ্ঠা ও আত্মসম্মানকে বিসর্জন দেয়। আর সেটা তাদেরকে যেকোনো ভাবী সাথি, যার মধ্যে সেই গুণাবলি রয়েছে, তার কাছে কোনোভাবেই আকর্ষণীয় করে তোলে না। ঈশ্বরের আইনগুলো অসম্মান করার ফলে যে-শারীরিক ও মানসিক বিপদ ঘটে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে-ক্ষতি হয়, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা, সেই আইনগুলো মেনে চলার ব্যাপারে আপনার কিশোর বয়সি সন্তানের সংকল্পকে আরও শক্তিশালী করতে পারে।c

এটা করে দেখুন: আপনার কিশোর বয়সি সন্তানকে ঈশ্বরের মানগুলোর পিছনে থাকা প্রজ্ঞাকে বুঝতে সাহায্য করার জন্য বিভিন্ন দৃষ্টান্ত ব্যবহার করুন। উদাহরণস্বরূপ আপনি হয়তো বলতে পারেন: “চুলোর আগুন ভালো; জঙ্গলে লাগা আগুন খারাপ। এই দুটো আগুনের মধ্যে পার্থক্য কী আর যৌনতা সম্বন্ধে ঈশ্বর যে-সীমাগুলো নির্ধারণ করেছেন, সেগুলোর ক্ষেত্রে তোমার উত্তর কীভাবে প্রয়োগ করা যায়?” আপনার কিশোর বয়সি সন্তানকে পারদারিকতার ক্ষতিকর পরিণতিগুলোকে বুঝতে সাহায্য করার জন্য হিতোপদেশ ৫:৩-১৪ পদের বিবরণটি ব্যবহার করুন।

টাকাও নামে জাপানের ১৮ বছর বয়সি একটি ছেলে বলে, “আমি জানি যে, যা সঠিক সেটাই আমার করা উচিত কিন্তু আমাকে মাংসিক ইচ্ছার বিরুদ্ধে লড়াই করে চলতে হয়।” যুবক-যুবতী যারা এইরকম মনে করে, তারা এই বিষয়টা জেনে সান্ত্বনা লাভ করতে পারে যে, তারা একাকী নয়। এমনকী প্রেরিত পৌল—একজন অদম্য খ্রিস্টান—স্বীকার করেছিলেন যে: “সৎকার্য্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়।”—রোমীয় ৭:২১.

কিশোর-কিশোরীদের এটা উপলব্ধি করা উচিত যে, এই ধরনের লড়াই সবসময় খারাপ নয়। এটা তাদেরকে এই বিষয়ে চিন্তা করতে প্রণোদিত করতে পারে যে, তারা ঠিক কী ধরনের ব্যক্তি হতে চায়। এটা তাদেরকে গুরুত্বের সঙ্গে এই প্রশ্নটা বিবেচনা করতে সাহায্য করতে পারে, ‘আমি কি নিজেই আমার জীবনকে পরিচালনা দিতে এবং এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাই যার নৈতিক মূল্যবোধ ও নীতিনিষ্ঠা রয়েছে অথবা আমি কি এমন একজন অনুসারী হিসেবে পরিচিত হতে চাই, যে-ব্যক্তি দুর্বলভাবে তার আকাঙ্ক্ষাগুলোর কাছে নতিস্বীকার করে?’ উত্তম নৈতিক মূল্যবোধগুলো থাকা আপনার কিশোর বয়সি সন্তানকে বিজ্ঞতার সঙ্গে এই প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। (w১১-E ০২/০১)

[পাদটীকাগুলো]

a এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

b কীভাবে আপনার সন্তানের সঙ্গে যৌনতা সম্বন্ধে আলোচনা শুরু করা যেতে পারে এবং কীভাবে বয়সের উপযোগী তথ্য প্রদান করা যেতে পারে, সেই বিষয়ে পরামর্শের জন্য ২০১১ সালের এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকার ২০-২২ পৃষ্ঠা দেখুন।

c আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত ২০১০ সালের এপ্রিল মাসের সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . যৌনতা কি আমাদের সম্পর্ককে উন্নত করবে?” প্রবন্ধটি দেখুন।

নিজেকে জিজ্ঞেস করুন . . .

▪ আমার কিশোর বয়সি সন্তানের যে দৃঢ় নৈতিক মূল্যবোধ রয়েছে সেটার কোন ইঙ্গিত আমার কাছে রয়েছে?

▪ আমার কিশোর বয়সি সন্তানের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলার সময় আমি কি এটাকে শয়তানের একটা ফাঁদ হিসেবে নাকি মূলত ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা উপহার বলে বর্ণনা করি?

[২৭ পৃষ্ঠার বাক্স]

বাইবেল এখনও পর্যন্ত মূল্যবান বলে প্রমাণিত হয়েছে

“যৌন আচরণের সঙ্গে সম্পর্কযুক্ত বাইবেলের নির্দেশনা এখনও পর্যন্ত মূল্যবান বলে প্রমাণিত হয়েছে। দিনের পর দিন যখন সেই অল্পবয়সিদের সংখ্যা বেড়েই চলেছে, যারা অপ্রাপ্ত বয়সে যৌনক্রিয়ায় রত হওয়ার ফলে বিভিন্ন গুরুতর মানসিক পরিণতি যেমন, বিবাহের বাইরে গর্ভধারণ এবং এইডস ও অন্যান্য যৌন বাহিত রোগ ভোগ করছে, তখন বিবাহের আগে যৌন সম্পর্ক না করার বিষয়ে শাস্ত্রীয় পরামর্শ খুবই উপযুক্ত, একমাত্র ‘সুরক্ষিত যৌন সম্পর্ক’ এবং কার্যকারী।”—পেরেন্টিং টিন্‌স উইথ লাভ অ্যান্ড লজিক।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার