ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৪/১ পৃষ্ঠা ১৬-১৭
  • কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?
    ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
  • যে-উপাসনা ঈশ্বর অনুমোদন করেন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • কিভাবে আপনি সত্য ধর্মের সন্ধান পেতে পারেন?
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • সত্য ধর্ম চেনার উপায়
    আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
আরও দেখুন
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৪/১ পৃষ্ঠা ১৬-১৭

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. একটাই কি সত্য ধর্ম রয়েছে?

যিশু তাঁর অনুসারীদের শুধুমাত্র একটা ধর্ম সম্বন্ধেই শিক্ষা দিয়েছিলেন আর তা হল সত্য ধর্ম। এটা হল একটা পথের মতো, যা জীবনের দিকে পরিচালিত করে। সেই পথ সম্বন্ধে যিশু বলেছিলেন: “অল্প লোকেই তাহা পায়।” (মথি ৭:১৪) ঈশ্বর শুধুমাত্র সেই উপাসনাকেই গ্রহণ করেন যেটা তাঁর সত্যের বাক্যের ওপর ভিত্তিশীল। সমস্ত সত্য উপাসক এক বিশ্বাসের দ্বারা একতাবদ্ধ।—পড়ুন, যোহন ৪:২৩, ২৪; ১৪:৬; ইফিষীয় ৪:৪, ৫.

২. কীভাবে মিথ্যা ধর্মীয় রীতিনীতিগুলো ছড়িয়ে পড়েছে?

ভাক্ত ভাববাদীরা খ্রিস্টধর্মকে কলুষিত করেছে এবং নিজেদের লাভের জন্য তারা এটাকে ব্যবহার করেছে। যিশু যেমন ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, তারা নিজেদেরকে তাঁর ‘মেষ’ হিসেবে দেখায় কিন্তু ক্ষুধার্ত কেন্দুয়ার মতো আচরণ করে। (মথি ৭:১৩-১৫, ২১, ২৩) বিশেষ করে যিশুর প্রেরিতরা মারা যাওয়ার পর, মিথ্যা খ্রিস্টধর্ম বৃদ্ধি পেয়েছিল।—পড়ুন, প্রেরিত ২০:২৯, ৩০.

৩. কয়েকটা বৈশিষ্ট্য কী যেগুলো সত্য উপাসনাকে পৃথক করে?

সত্য উপাসকরা বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসেবে সম্মান করে। তারা এটিতে পাওয়া নীতিগুলো অনুসারে জীবনযাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তাই সত্য ধর্ম মানুষের ধারণাগুলোর ওপর ভিত্তিশীল ধর্ম থেকে আলাদা। (মথি ১৫:৭-৯) সত্য উপাসকরা যা প্রচার করে, তা তারা অনুশীলনও করে।—পড়ুন, যোহন ১৭:১৭; ২ তীমথিয় ৩:১৬, ১৭.

সত্য ধর্ম যিহোবা, ঈশ্বরের এই নামকে সম্মান করে। যিশু ঈশ্বরের নাম জানিয়েছিলেন। তিনি লোকেদেরকে ঈশ্বরকে জানতে সাহায্য করেছিলেন এবং তাদেরকে এই প্রার্থনা করতে শিখিয়েছিলেন যেন ঈশ্বরের নাম পবিত্রীকৃত হয়। (মথি ৬:৯) আপনি যেখানে বাস করেন সেখানে কোন ধর্ম ঈশ্বরের নামকে ব্যবহার করে?—পড়ুন, যোহন ১৭:২৬; রোমীয় ১০:১৩, ১৪.

৪. কীভাবে আপনি সত্য উপাসকদের শনাক্ত করতে পারেন?

সত্য খ্রিস্টানরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করে। রাজ্য সম্বন্ধে প্রচার করার জন্য ঈশ্বর যিশুকে পাঠিয়েছিলেন। ঈশ্বরের রাজ্যই হল মানবজাতির জন্য একমাত্র আশা। যিশু তাঁর মৃত্যুদিন পর্যন্ত এটার বিষয়ে বলে গিয়েছিলেন। (লূক ৪:৪৩; ৮:১; ২৩:৪২, ৪৩) তিনি তাঁর অনুসারীদের ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করতে বলেছিলেন। কেউ যদি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলার জন্য আপনার কাছে আসে, তাহলে তিনি সম্ভবত কোন ধর্মের?—পড়ুন, মথি ১০:৭; ২৪:১৪.

যিশুর অনুসারীরা এই দুষ্ট জগতের কোনো অংশ নয়। তারা রাজনৈতিক বিষয়গুলোতে অথবা সামাজিক দ্বন্দ্বগুলোতে কোনো অংশ নেয় না। (যোহন ১৭:১৬) এ ছাড়া, তারা এই জগতের ক্ষতিকর অভ্যাস এবং মনোভাবগুলোও অনুকরণ করে না।—পড়ুন, যাকোব ১:২৭; ৪:৪.

৫. সত্য খ্রিস্টধর্মের প্রধান চিহ্ন কী?

সত্য খ্রিস্টানদের একে অপরের প্রতি অসাধারণ প্রেম রয়েছে। ঈশ্বরের বাক্য থেকে তারা সমস্ত সাম্প্রদায়িক দলের সদস্যদের সম্মান করতে শেখে। যদিও মিথ্যা ধর্ম প্রায়ই জাতিগুলোর মধ্যে যুদ্ধকে দৃঢ়ভাবে সমর্থন করে কিন্তু সত্য উপাসকরা তা করা প্রত্যাখ্যান করে। (মীখা ৪:১-৪) এর পরিবর্তে, সত্য ধর্মের সদস্যরা নিঃস্বার্থভাবে তাদের সময় ও সম্পদকে অন্যদের সাহায্য ও উৎসাহ দেওয়ার জন্য ব্যবহার করে।—পড়ুন, যোহন ১৩:৩৪, ৩৫; ১ যোহন ৪:২০, ২১.

কোন দল ঈশ্বরের বাক্যের ওপর ভিত্তি করে তাদের সমস্ত শিক্ষা দেয়, ঈশ্বরের নামকে সম্মান করে এবং মানবজাতির একমাত্র আশা হিসেবে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণা করে? কোন দল প্রেম প্রদর্শন করে এবং যুদ্ধকে সমর্থন করে না? বিষয়গুলো যিহোবার সাক্ষিদেরকেই নির্দেশ করে।—১ যোহন ৩:১০-১২. (w১১-E ০৮/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১৫ অধ্যায় দেখুন।

[১৬ পৃষ্ঠার চিত্র]

“তাহারা স্বীকার করে যে, ঈশ্বরকে জানে, কিন্তু কার্য্যে তাঁহাকে অস্বীকার করে।”—তীত ১:১৬

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার