ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w13 ১০/১৫ পৃষ্ঠা ৩১-৩২
  • অন্যদেরকে সতর্ক করার জন্য আপনি কি আরও বেশি কিছু করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদেরকে সতর্ক করার জন্য আপনি কি আরও বেশি কিছু করতে পারেন?
  • ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু কখনো প্রচার কাজ বন্ধ করেননি
  • তারা প্রতিটা সুযোগকে কাজে লাগায়
  • আপনার সুযোগগুলোর সদ্‌ব্যবহার করুন
  • টাকাপয়সাই কি প্রকৃত সুখের উৎস?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভূমিকম্পের পরের অবস্থার সঙ্গে মোকাবিলা করা
    ২০০২ সচেতন থাক!
  • “পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত”
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পারেন!
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w13 ১০/১৫ পৃষ্ঠা ৩১-৩২

অন্যদেরকে সতর্ক করার জন্য আপনি কি আরও বেশি কিছু করতে পারেন?

আ ট্রিপ ডাউন মার্কেট স্ট্রিট নামে এক চমৎকার নির্বাক চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করেছিল, যেখানে বিংশ শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রোজকার জীবনযাপনের খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছিল। চলচ্চিত্র নির্মাতারা একটা চলমান ক্যাবল কারের সামনে হাতে চালিত একটা ক্যামেরা স্থাপন করেছিল এবং সেটাকে একটা ব্যস্ত রাস্তার দিকে মুখ করে রাখা হয়েছিল। চলচ্চিত্রের মধ্যে যে-বিষয়গুলো দেখানো হয়েছিল, সেগুলোর অন্তর্ভুক্ত ছিল ঘোড়ার গাড়ি, ইঞ্জিন চালিত পুরোনো মডেলের গাড়ি ও সেইসঙ্গে বিভিন্ন ক্রেতা এবং সংবাদপত্র বিক্রেতাদের দৈনন্দিন কাজ।

যে-কারণে এই চলচ্চিত্র অত্যন্ত হৃদয়বিদারক ছিল, তা হল এটা সম্ভবত ১৯০৬ সালের এপ্রিল মাসে, ১৮ এপ্রিল এক মারাত্মক ভূমিকম্প হওয়ার এবং আগুন লাগার ঠিক আগে নির্মাণ করা হয়েছিল, যে-ভূমিকম্প হাজার হাজার লোকের জীবন কেড়ে নিয়েছিল এবং শহরের সেই অংশটা প্রায় ধ্বংস করে দিয়েছিল। সম্ভবত, সেই চলচ্চিত্রে এমন কিছু ব্যক্তির প্রাণবন্ত মুখও দেখানো হয়, যারা আর অল্প সময় বেঁচে ছিল। “আমি কেবল সেখানকার লোকেদের দেখি,” চলচ্চিত্র নির্মাতাদের একজন বংশধর স্কট মাইলজ বলেন, “এবং তারা জানে না যে, তাদের প্রতি কী ঘটতে যাচ্ছে। আর তাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে আপনি পারবেন না।”

আমাদের দিনেও এমন এক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, যা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে পরিচালিত করে। আমরাও আমাদের প্রতিবেশীদের প্রতি সহানুভূতি না দেখিয়ে পারি না। তারা তাদের মতো করে রোজকার জীবনযাপন চালিয়ে যাচ্ছে আর তাদের ঠিক সামনে যে-বিপর্যয় রয়েছে—এই বিধিব্যবস্থা এবং তাদের জীবনযাত্রার ধ্বংস—সেই সম্বন্ধে তারা পুরোপুরি অজ্ঞ। কিন্তু, আকস্মিকভাবে আসা ভূমিকম্পের বিপরীতে, আমাদের প্রতিবেশীদেরকে যিহোবার বিচার দিন সম্বন্ধে সতর্ক করে দেওয়ার কিছু সুযোগ এখনও আমাদের হাতে রয়েছে। আপনি হয়তো প্রতি সপ্তাহে ঘরে ঘরে পরিচর্যায় যাওয়ার জন্য কিছু সময় আলাদা করে রেখেছেন কিন্তু অন্যদের সতর্ক করার জন্য আপনি কি আরও বেশি কিছু করতে পারেন?

যিশু কখনো প্রচার কাজ বন্ধ করেননি

যিশুর উদাহরণ এই কারণে উল্লেখযোগ্য যে, তিনি কখনো প্রচার কাজ বন্ধ করেননি। তার সঙ্গে দেখা হতো এমন সকলের কাছে তিনি প্রচার করতেন, হোক তিনি একজন করগ্রাহী, যাকে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছেন কিংবা একজন স্ত্রীলোক, যার সঙ্গে দুপুরে বিশ্রাম নেওয়ার সময় কুয়োর কাছে তাঁর দেখা হয়েছে। (লূক ১৯:১-৫; যোহন ৪:৫-১০, ২১-২৪) এমনকী বিশ্রাম নেওয়ার জন্য সময় আলাদা করে রাখলেও, অন্যদের শিক্ষা প্রদান করার জন্য যিশু স্বেচ্ছায় তাঁর পরিকল্পনা বাদ দিয়েছেন। তাঁর প্রতিবেশীদের প্রতি সমবেদনা তাঁকে কেবল সাধারণভাবে সাক্ষ্য দেওয়ার চেয়ে আরও বেশি কিছু করতে অনুপ্রাণিত করেছিল। (মার্ক ৬:৩০-৩৪) বর্তমানে, কীভাবে যিশুর তৎপরতার মনোভাব অনুকরণ করা হচ্ছে?

তারা প্রতিটা সুযোগকে কাজে লাগায়

মেলিকা কড়া নিরাপত্তা সম্বলিত একটা অ্যাপার্টমেন্টে বাস করেন। তার প্রতিবেশীদের মধ্যে অনেকেই হল বিদেশি ছাত্র-ছাত্রী, যারা এমন মোবাইল ফোন ব্যবহার করে, যেগুলোর নম্বর টেলিফোন ডাইরেক্টরিতে নেই এবং যাদের নাম লবির ডাইরেক্টরিতেও নেই। লবিতে এবং লিফ্‌টে যে-ভাড়াটিয়াদের সঙ্গে তার দেখা হয়, তাদের সঙ্গে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা শুরু করার যে-বিশেষ সুযোগ তার সামনে খোলা রয়েছে, সেটাকে তিনি মূল্যবান বলে গণ্য করেন। তিনি বলেন, “এক অর্থে এটাকে আমি আমার প্রচারের এলাকা মনে করি।” মেলিকা নিজের কাছে বেশ কয়েকটা ভাষার সাহিত্য রাখেন এবং অনেকে তার কাছ থেকে ট্র্যাক্ট এবং পত্রিকা নিয়ে থাকে। এ ছাড়া, তিনি তাদেরকে আমাদের jw.org ওয়েবসাইট দেখার কথাও বলেন। এভাবে তিনি বেশ কয়েকটা বাইবেল অধ্যয়ন শুরু করেছেন।

সোনিয়াও তার সঙ্গে দেখা হয় এমন সকলের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তিনি একটা ক্লিনিকে কাজ করেন এবং তিনি তার প্রত্যেক সহকর্মীর কাছে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার লক্ষ্য স্থাপন করেন। প্রথমে, তিনি প্রত্যেক ব্যক্তির প্রয়োজন ও আগ্রহ জানার জন্য সময় নেন। এরপর, দুপুরের খাবারের বিরতির সময় তিনি প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে আধ্যাত্মিক আলোচনা শুরু করার জন্য তাদেরকে খুঁজে বের করেন। এর ফলে, সোনিয়া দুটো বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছেন। ক্লিনিকের প্রবেশ পথে যে-লবি রয়েছে, সেখানে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছে এমন ব্যক্তিদের কাছে গিয়ে কথা বলার জন্য তিনি তার বিরতির কিছুটা সময় ব্যয় করার পরিকল্পনা করছেন।

আপনার সুযোগগুলোর সদ্‌ব্যবহার করুন

১৯০৬ সালের ভূমিকম্প থেকে রক্ষাপ্রাপ্ত একজন ব্যক্তি এটাকে “একটা রাজ্য বা শহরের ওপর ঘটা সবচেয়ে ভয়ানক বিপর্যয়” বলে উল্লেখ করেছেন। কিন্তু, “যাহারা ঈশ্বরকে জানে না,” তাদের সকলের ওপর যে-প্রতিশোধের দিন আসতে যাচ্ছে, সেটা অন্য সমস্ত বিপর্যয়কে ছাপিয়ে যাবে। (২ থিষল. ১:৮) যিহোবা মনে-প্রাণে চান যেন লোকেরা তাদের মন ও হৃদয় পরিবর্তন করে এবং তাঁর সাক্ষিদের দ্বারা প্রচারিত সতর্কবাণীর প্রতি সাড়া দেয়।—২ পিতর ৩:৯; প্রকা. ১৪:৬, ৭.

আপনি কি দৈনন্দিন কাজের সময় জনসাধারণ্যে সাক্ষ্য দেওয়ার প্রতিটা সুযোগের সদ্‌ব্যবহার করতে পারেন?

আমাদের দিনের কঠিন সময় সম্বন্ধে লোকেদের চোখ খুলে দেওয়ার এবং যিহোবার অন্বেষণ করার জন্য স্বার্থপর বিষয়গুলো থেকে ফিরে আসার ব্যাপারে তাদেরকে সাহায্য করার বিশেষ সুযোগ আপনার রয়েছে। (সফ. ২:২, ৩) আপনি কি আপনার সহকর্মী, আপনার প্রতিবেশী এবং দৈনন্দিন কাজের সময় যাদের সঙ্গে আপনার দেখা হয়, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার প্রতিটা সুযোগের সদ্‌ব্যবহার করতে পারেন? অন্যদের সতর্ক করার জন্য আপনি কি আরও বেশি কিছু করবেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার