ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w13 ৪/১৫ পৃষ্ঠা ৩২
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একত্রে মিলিত হওয়া পরিত্যাগ করবেন না
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেলের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস জীবন রক্ষা করে
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w13 ৪/১৫ পৃষ্ঠা ৩২

আপনি কি জানতেন?

৭০ খ্রিস্টাব্দের পর যিরূশালেমের মন্দির কি কখনো পুনর্নির্মাণ করা হয়েছিল?

যিশু বলেছিলেন যে, যিহোবার মন্দিরের একটা পাথরও অন্য পাথরের ওপর থাকবে না—এটা এমন এক ভবিষ্যদ্‌বাণী, যেটা ৭০ খ্রিস্টাব্দে টাইটাসের নেতৃত্বাধীনে রোমীয় সেনাবাহিনী যখন যিরূশালেম ধ্বংস করেছিল, তখন পরিপূর্ণ হয়েছিল। (মথি ২৪:২) পরবর্তী সময়ে, সম্রাট জুলিয়ান মন্দির পুনর্নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন।

জুলিয়ানকে রোমের শেষ পৌত্তলিক সম্রাট হিসেবে অভিহিত করা হয়েছে। মহান কনস্ট্যানটিনের এই ভাইপো তথাকথিত খ্রিস্টীয় শিক্ষা লাভ করেছিলেন। তা সত্ত্বেও, ৩৬১ খ্রিস্টাব্দে সম্রাট হিসেবে ঘোষিত হওয়ার পর, তিনি জনসমক্ষে পৌত্তলিক ধর্মের কারণে সেই শিক্ষা এবং তার দিনের কলুষিত খ্রিস্ট ধর্মকে প্রত্যাখ্যান করেছিলেন। ইতিহাসের বইগুলোতে তাকে “ধর্মভ্রষ্ট” হিসেবে উল্লেখ করা হয়।

খ্রিস্ট ধর্মের প্রতি জুলিয়ানের তীব্র ঘৃণা ছিল। সম্ভবত, এর একটা কারণ হল, ছয় বছর বয়সে তিনি এই ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে তার বাবা এবং আত্মীয়স্বজনকে হত্যা করতে দেখেছিলেন। গির্জার ইতিহাসবেত্তাদের মতে, জুলিয়ান এই বিশ্বাস নিয়ে যিহুদিদেরকে তাদের মন্দির পুনর্নির্মাণ করতে উৎসাহিত করেছিলেন যে, এটা যিশুকে একজন মিথ্যা ভাববাদী হিসেবে প্রমাণ করবে।a

জুলিয়ান যে মন্দির পুনর্নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তিনি আসলেই পুনর্নির্মাণের কাজ শুরু করেছিলেন কি না এবং যদি করেও থাকেন, তাহলে কোন কারণে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে ইতিহাসবেত্তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। কিন্তু, একটা বিষয় নিশ্চিত। জুলিয়ান ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তার এই প্রকল্পও শেষ হয়ে গিয়েছিল।

[পাদটীকা]

a যিশু এইরকমটা বলেননি যে, মন্দির কখনো পুনর্নির্মিত হবে না বরং বলেছিলেন, এটা ধ্বংস হবে, যা ৭০ খ্রিস্টাব্দে ঘটেছিল।

[৩২ পৃষ্ঠার চিত্র]

যিশুর দিনের মন্দিরের সম্ভাব্য প্রতিচ্ছবি, যা বর্তমানের এই স্থানের ওপরে তুলে ধরা হয়েছে

[ডায়াগ্রাম]

মন্দিরের জায়গায় এখন একটা মসজিদ

[সৌজন্যে]

ছবি: Todd Bolen/BiblePlaces.com

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার