বাইবেলের প্রশ্নের উত্তর
কেন বিশ্বশান্তি এত দুর্লভ?
বাইবেল দুটো প্রধান কারণের বিষয় উল্লেখ করে। প্রথমত, মানুষ যদিও ভালো ভালো বিষয় সম্পাদন করেছে, কিন্তু তাদেরকে নিজেদের পাদবিক্ষেপ স্থির করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়নি। দ্বিতীয়ত, মানুষের পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে, কারণ “সমস্ত জগৎ সেই পাপাত্মার,” অর্থাৎ শয়তান দিয়াবলের অধীনে “শুইয়া রহিয়াছে।” তাই, মানুষের প্রচেষ্টাগুলো বিশ্বশান্তি নিয়ে আসতে পারেনি।—পড়ুন, যিরমিয় ১০:২৩; ১ যোহন ৫:১৯.
এ ছাড়া, মানুষের স্বার্থপরতা ও উচ্চাকাঙ্ক্ষাও বিশ্বশান্তি নিয়ে আসাকে দুর্লভ করে তুলেছে। একমাত্র যে-বিশ্ব সরকার লোকেদেরকে যা সঠিক সেটাকে ভালোবাসতে ও একে অপরের যত্ন নিতে শিক্ষা দিতে পারে, সেই সরকারই বিশ্বশান্তি নিয়ে আসবে।—পড়ুন, যিশাইয় ৩২:১৭; ৪৮:১৮, ২২.
কে পৃথিবীতে শান্তি স্থাপন করবে?
সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত মানবজাতির ওপর শাসন করার জন্য কেবলমাত্র একটা সরকারই স্থাপন করার প্রতিজ্ঞা করেছেন। এটা মানব সরকারগুলোর জায়গায় আসবে। (দানিয়েল ২:৪৪) ঈশ্বরের পুত্র, যিশু শান্তিরাজ হিসেবে শাসন করবেন। তিনি সমগ্র পৃথিবী থেকে দুষ্টতা দূর করবেন ও লোকেদেরকে শান্তির পথ সম্বন্ধে শিক্ষা দেবেন।—পড়ুন, যিশাইয় ৯:৬, ৭; ১১:৪, ৯.
ইতিমধ্যেই, যিশুর নির্দেশনাধীনে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক, কীভাবে অন্যদের সঙ্গে শান্তিতে থাকা যায়, সেই বিষয়ে লোকেদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বরের বাক্য ব্যবহার করছে। শীঘ্র, বিশ্বশান্তি এক বাস্তব বিষয় হবে।—পড়ুন, যিশাইয় ২:৩, ৪; ৫৪:১৩. (w১৩-E ০৬/০১)