ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w14 ১২/১৫ পৃষ্ঠা ৪-৫
  • যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন
  • ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “এই কার্য্য অতি মহৎ”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিহোবার উদারতার প্রতি উপলব্ধি দেখান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তাদের উপচয়ে অভাব পূর্ণ হয়
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে আমরা অন্যদের প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে সাহায্য করতে পারি
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w14 ১২/১৫ পৃষ্ঠা ৪-৫
একজন ব্যক্তি দান দিচ্ছন

যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন

আমাদের সৃষ্টিকর্তা এক অমূল্য উপহার দিয়ে মানুষকে মর্যাদা প্রদান করেছেন আর তা হল, স্বাধীন ইচ্ছা। এ ছাড়া, তিনি সেই ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন, যারা সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিঃস্বার্থভাবে তাদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করেন এবং যারা তাঁর নামকে পবিত্রীকৃত করার ও তাঁর মহান উদ্দেশ্যকে সমর্থন করার জন্য নিজেদের অংশটুকু করেন। যিহোবা কর্তব্যের খাতিরে দেখানো বাধ্যতা চান না, যা ভয় পেয়ে অথবা চাপপ্রয়োগের কারণে দেখানো হয়। এর পরিবর্তে, তিনি স্বেচ্ছায় দেখানো ভক্তিকে উচ্চমূল্য দিয়ে থাকেন, যা আন্তরিক ভালোবাসা এবং গভীর উপলব্ধিবোধের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেখানো হয়।

উদাহরণ হিসেবে বলা যায়, ইস্রায়েলীয়রা যখন সীনয় প্রান্তরে ছিল, তখন যিহোবা তাদেরকে উপাসনার জন্য একটা স্থান প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন: “তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ . . . দ্রব্য আনিবে।” (যাত্রা. ৩৫:৫) প্রত্যেক ইস্রায়েলীয় নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে পারতেন এবং প্রতিটা স্বেচ্ছাকৃত দান—তা সেই দান যা-ই হোক না কেন অথবা যে-পরিমাণেই দেওয়া হোক না কেন—ঐশিক উদ্দেশ্য সম্পন্ন করার জন্য উপযুক্ত উপায়ে ব্যবহার করা হতো। এই নির্দেশনার প্রতি লোকেরা কীভাবে সাড়া দিয়েছিল?

“যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে” স্বেচ্ছায় অর্থাৎ ‘মনে ইচ্ছুক হইয়া’ দান করেছিল। নারী-পুরুষ সকলে যিহোবার কাজের জন্য স্বেচ্ছায় কিছু-না-কিছু নিয়ে এসেছিল, যেমন বলয়, কুণ্ডল, অঙ্গুরীয়ক, স্বর্ণ, পিত্তল, নীল, বেগুনে, লাল, সাদা মসিনা সূত্র, ছাগলোম, রক্তীকৃত মেষচর্ম, তহশচর্ম, শিটীম কাষ্ঠ, বিভিন্ন মণি, গন্ধদ্রব্য ও তৈল। এর ফলে, “সকল কর্ম্ম করণার্থে তাহাদের যথেষ্ট, এমন কি, প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য প্রস্তুত ছিল।”—যাত্রা. ৩৫:২১-২৪, ২৭-২৯; ৩৬:৭.

যে-বিষয়টা যিহোবাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছিল, তা বস্তুগত দান নয় বরং সেই ব্যক্তিদের ইচ্ছুক মনোভাব, যারা সেই দানের মাধ্যমে বিশুদ্ধ উপাসনাকে সমর্থন করেছিল। এ ছাড়া, সেই ব্যক্তিরা নিজেদের সময় ও শ্রম দান করতে অনুপ্রাণিত হয়েছিল। বিবরণ আমাদের জানায়, ‘বিজ্ঞমনা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সূতা কাটিয়াছিল।’ এমনকী, ‘বিজ্ঞানে প্রবৃত্তমনা স্ত্রীলোকেরা সকলে ছাগলোমের সূতা কাটিয়াছিল।’ শুধু তা-ই নয়, যিহোবা বৎসলেলকে ‘জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, ও সর্ব্বপ্রকার শিল্প-কৌশল’ দান করেছিলেন। আসলে, বৎসলেল ও অহলীয়াবকে যে-সমস্ত কাজের ভার দেওয়া হয়েছিল, তা করার জন্য ঈশ্বর তাদেরকে প্রয়োজনীয় দক্ষতা দিয়েছিলেন।—যাত্রা. ৩৫:২৫, ২৬, ৩০-৩৫.

যিহোবা যখন ইস্রায়েলীয়দের দান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তাঁর এই বিষয়ে পূর্ণ আস্থা ছিল, “মনে ইচ্ছুক” এমন সকলে সত্য উপাসনাকে সমর্থন করবে। প্রতিদানে, তিনি ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের পরিচালনা এবং সীমাহীন আনন্দ দিয়ে উদারভাবে আশীর্বাদ করেছিলেন। যিহোবা এভাবে দেখিয়েছিলেন, তাঁর ইচ্ছুক মনোভাবাপন্ন দাসদের আশীর্বাদ করার সময় তিনি এই বিষয়টাও নিশ্চিত করেন, যেন তাঁর ইচ্ছা সম্পাদনের জন্য সম্পদ অথবা দক্ষ ব্যক্তির অভাব না হয়। (গীত. ৩৪:৯) আপনি যখন নিঃস্বার্থভাবে যিহোবার সেবা করবেন, তখন তিনি অবশ্যই আপনার ইচ্ছুক মনোভাবের জন্য আশীর্বাদ করবেন।

কেউ কেউ যে-উপায়গুলোতে বিশ্বব্যাপী কাজের জন্য দান করে থাকে

প্রেরিত পৌলের দিনের মতো বর্তমানেও অনেকে “কিছু কিছু রাখিয়া” দেয় বা কিছু পরিমাণ অর্থ নির্দিষ্ট করে রাখে এবং মণ্ডলীতে “বিশ্বব্যাপী কাজ” নামক দান বাক্সে সেটা দিয়ে থাকে। (১ করি. ১৬:২) প্রত্যেক মাসে, মণ্ডলীগুলো এই দান যিহোবার সাক্ষিদের সেই শাখা অফিসে পাঠিয়ে দেয়, যেটা তাদের দেশের জন্য কাজ করে থাকে। এ ছাড়া, আপনার দেশে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো বৈধ সত্তার নামেও আপনি সরাসরি দান পাঠাতে পারেন।a আপনি সরাসরি যে-দানগুলো পাঠাতে পারেন, সেগুলো নীচে উল্লেখ করা হল:

শর্তহীন দান

  • ইলেকট্রনিক ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দান।b

  • নগদ অর্থ, জুয়েলারি অথবা অন্যান্য মূল্যবান ব্যক্তিগত সম্পত্তি দান। নগদ অর্থ বা অন্যান্য জিনিস যে শর্তহীন দান, তা উল্লেখ করে একটা চিঠি অন্তর্ভুক্ত করুন।

শর্তযুক্ত দানের ব্যবস্থা

  • এই শর্তে নগদ অর্থ দান করা হয় যে, যদি দাতার প্রয়োজন হয়, তাহলে তা ফেরত দেওয়া হবে।

  • এই দান যে শর্তযুক্ত, তা উল্লেখ করে একটা চিঠি অন্তর্ভুক্ত করুন।

দাতব্য পরিকল্পনাc

বিশ্বব্যাপী রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপহার হিসেবে অর্থ বা মূল্যবান ব্যক্তিগত সম্পদ পাঠানো ছাড়াও, দান করার অন্যান্য উপায় রয়েছে। নীচে সেগুলো উল্লেখ করা হয়েছে। আপনি যে-উপায় বা উপায়গুলোই ব্যবহার করতে চান না কেন, দয়া করে প্রথমে আপনার দেশের জন্য যে-শাখা অফিস কাজ করে থাকে, সেখানে যোগাযোগ করুন যেন আপনি জানতে পারেন যে, নীচে উল্লেখিত কোন উপায়গুলো আপনার দেশে রয়েছে। যেহেতু, বৈধ চাহিদা এবং কর সংক্রান্ত আইনগুলো ভিন্ন হয়ে থাকে, তাই দান করার জন্য সর্বোত্তম উপায়টা বেছে নেওয়ার আগে যোগ্য কোনো কর অথবা আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেওয়া গুরুত্বপূর্ণ।

বিমা: কোনো জীবনবিমা প্রকল্পের অথবা অবসরগ্রহণ/পেনশন পরিকল্পনার স্বত্বভোগী হিসেবে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নাম নির্দিষ্টভাবে উল্লেখ করে দান করা।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট: ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিপোজিটের সার্টিফিকেট অথবা ব্যক্তির অবসর কালীন অ্যাকাউন্টগুলোকে স্থানীয় ব্যাঙ্কের নিয়ম অনুসারে একটা ট্রাস্ট হিসেবে অথবা ব্যক্তির মৃত্যুর পর যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে প্রদান করা যেতে পারে।

স্টক ও বন্ড: স্টক ও বন্ডগুলোকে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে শর্তহীন উপহার হিসেবে অথবা মৃত্যুর পর হস্তান্তর করা হবে, এই চুক্তির ভিত্তিতে দান করা যেতে পারে।

স্থাবর সম্পত্তি: বিক্রয়যোগ্য স্থাবর সম্পত্তি যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে, হয় এক শর্তহীন উপহার হিসেবে অথবা আবাসিক সম্পত্তির ক্ষেত্রে দাতার জন্য জীবনস্বত্ত্বরূপে সংরক্ষণ করে তা প্রদান করা যেতে পারে, এই শর্তে যে, তিনি তার জীবনকালে সেখানে বসবাস করতে পারবেন।

বার্ষিক বৃত্তি উপহার: অর্থ অথবা সম্পত্তির মালিকানাসূচক দলিলগুলো একটা চুক্তির মাধ্যমে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে দান করা যেতে পারে, যার ফলে দাতা কিংবা দাতার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি জীবনভর প্রতি বছর একটা নির্দিষ্ট বার্ষিক বৃত্তি লাভ করেন। যে-বছর থেকে বার্ষিক বৃত্তি উপহার ব্যবস্থা চালু হয়, সেই বছরের জন্য দাতা আয়করের ক্ষেত্রেও ছাড় পেয়ে থাকেন।

উইল ও ট্রাস্ট: সম্পত্তি অথবা অর্থ আইনসম্মতভাবে সম্পন্ন উইলের সাহায্যে যিহোবার সাক্ষিদের দ্বারা ব্যবহৃত কোনো সত্তার নামে হস্তান্তর করা যেতে পারে অথবা ট্রাস্ট চুক্তির স্বত্বভোগী হিসেবে দান করা যেতে পারে। এই ব্যবস্থা হয়তো কর প্রদানের ক্ষেত্রে কিছুটা সুবিধা প্রদান করবে।

“দাতব্য পরিকল্পনা” শব্দটা যেমন ইঙ্গিত করে, এই ধরনের দানগুলো করার জন্য সাধারণত দাতার আগে থেকেই পরিকল্পনা করা দরকার। যে-ব্যক্তিরা কোনো ধরনের দাতব্য পরিকল্পনার মাধ্যমে যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী কাজে সাহায্য করতে চায়, তাদের সহযোগিতা করার জন্য ইংরেজি ও স্প্যানিশ ভাষায় একটা ব্রোশার প্রস্তুত করা হয়েছে, যেটার শিরোনাম হল বিশ্বব্যাপী রাজ্যের কাজের জন্য দাতব্য পরিকল্পনা।d এই ব্রোশারটা উপহার দেওয়ার বিভিন্ন উপায় সম্বন্ধে তথ্য জোগানোর জন্য লেখা হয়েছে, যেগুলো হয় এখনই বা মৃত্যুর পর উইলের মাধ্যমে দেওয়া যেতে পারে। এই ব্রোশারে যে-তথ্যগুলো প্রদান করা হয়েছে, সেগুলো হয়তো আপনার দেশের কর অথবা অন্যান্য আইনের কারণে আপনার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য না-ও হতে পারে। তাই, এই ব্রোশারটা পড়ার পর আপনার নিজস্ব আইনগত অথবা কর উপদেষ্টার সঙ্গে আপনার আলোচনা করা উচিত। দান করার এই উপায়গুলো ব্যবহার করার মাধ্যমে অনেকেই বিশ্বব্যাপী আমাদের ধর্মীয় এবং মানবিক কাজকে সমর্থন করার জন্য সাহায্য করতে সমর্থ হয়েছে আর তা করার ফলে কর দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধাগুলো বৃদ্ধি করেছে। আপনার দেশে যদি পাওয়া যায়, তাহলে স্থানীয় মণ্ডলীর সচিবের কাছে অনুরোধ করার মাধ্যমে আপনি হয়তো এই ব্রোশারের একটা কপি পেতে পারেন।

আরও তথ্য জানার জন্য, আপনি হয়তো নীচে দেওয়া ঠিকানায় চিঠি লিখে অথবা টেলিফোনের মাধ্যমে যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার দেশের জন্য যিহোবার সাক্ষিদের যে-অফিস কাজ করছে, সেখানে যোগাযোগ করতে পারেন।

Jehovah’s Witnesses of India

Post Box ৬৪৪০, Yelahanka

Bangalore ৫৬০০৬৪

Karnataka, India

Telephone: ০৯৮৪৫৪৭৬৪২৫ ০৯৮৪৫৩৪৮৮১৫

a ভারতে এটা “ভারতের যিহোবার সাক্ষিদের” প্রতি প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত।

b যে-সমস্ত ব্যক্তিদের ভারতীয় পাসপোর্ট রয়েছে, তারা এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন jwindiagift.org.

c চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, দয়া করে স্থানীয় শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন।

d ভারতে, “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে” নামক নথিটা ইংরেজি, হিন্দি, কান্নাড়া, মালায়ালাম, তামিল এবং তেলুগু ভাষায় পাওয়া যাচ্ছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার