ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp16 নং ১ পৃষ্ঠা ৩
  • কেন লোকেরা প্রার্থনা করে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন লোকেরা প্রার্থনা করে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হওয়া
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • “একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা কর”
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
wp16 নং ১ পৃষ্ঠা ৩

প্রচ্ছদ বিষয় | প্রার্থনা করলে কি কোনো উপকার পাওয়া যায়?

কেন লোকেরা প্রার্থনা করে?

“আমি জুয়াখেলার পিছনে পাগল ছিলাম। জেতার জন্য আমি প্রার্থনাও করতাম। কিন্তু, কোনো লাভ হয়নি।” —স্যামুয়েল,a কেনিয়া।

“স্কুলে আমাদের একটা প্রার্থনা শেখানো হয়েছিল, যেটা মুখস্থ বলতে হতো।”—টিনা, ফিলিপিনস।

“সমস্যায় পড়লে আমি প্রার্থনা করি। আমি পাপের ক্ষমা পাওয়ার এবং একজন ভালো খ্রিস্টান হওয়ার জন্য প্রার্থনা করি।” —মেরি, ঘানা।

১. জুয়াখেলার টবিলের সামনে একজন ব্যক্তি পার্থনা করছন; ২. একজন মেয়ে স্কুলে পার্থনা করছ; ৩. একজন মহিলা পার্থনা করছন

স্যামুয়েল, টিনা ও মেরির মন্তব্য দেখায় যে, লোকেরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করে আর তাদের মধ্যে কেউ কেউ ভালো উদ্দেশ্য নিয়েই প্রার্থনা করে। কেউ কেউ আন্তরিকভাবে প্রার্থনা করে; আবার অন্যেরা দায়সারাভাবে প্রার্থনা করে। স্কুলের পরীক্ষায় পাশ করা থেকে শুরু করে প্রিয় টিমকে জেতানো কিংবা পারিবারিক জীবনে ঈশ্বরের নির্দেশনা চাওয়া, কারণ যা-ই হোক না কেন, লক্ষ  লক্ষ লোক প্রার্থনা করার প্রয়োজনীয়তা অনুভব করে। বিভিন্ন সমীক্ষা দেখায়, এমন ব্যক্তিরাও নিয়মিতভাবে প্রার্থনা করে, যাদের ধর্মের প্রতি কোনো  টান নেই।

আপনি কি প্রার্থনা করেন? যদি করেন, তা হলে কীসের জন্য করেন? আপনার প্রার্থনা করার অভ্যাস থাকুক বা না-ই থাকুক, আপনি হয়তো ভাবতে পারেন: ‘প্রার্থনা করলে সত্যিই কি কোনো উপকার পাওয়া যায়? কেউ কি আদৌ প্রার্থনা শোনেন?’ একজন লেখকের মতে, প্রার্থনা হল, “আরোগ্য লাভ করার একটা উপায়।” কোনো কোনো ডাক্তারও একই মত পোষণ করেন এবং প্রার্থনাকে “বিকল্প চিকিৎসাপদ্ধতি” হিসেবে অভিহিত করেন। তা হলে, যারা  প্রার্থনা করে, তারা কি কেবলমাত্র অর্থহীন এক প্রথা মেনে চলে, না কি এটা থেকে তারা কোনো শারীরিক উপকারিতা লাভ করে?

আগ্রহজনক বিষয় হল, বাইবেল প্রার্থনাকে কেবলমাত্র আরোগ্য লাভ করার এক উপায়ের চেয়ে আরও বেশি গুরুত্ব দেয়। এটি আমাদের জানায়, একজন ঈশ্বর রয়েছেন, যিনি সঠিক পদ্ধতিতে এবং সঠিক বিষয়ের জন্য করা প্রার্থনাগুলো শোনেন। এটা কি সত্যি? আসুন প্রমাণগুলো দেখি। (w১৫-E ১০/০১)

a কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার