ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w19 ডিসেম্বর পৃষ্ঠা ১৫
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরমদেশে জীবন কেমন ছিল?
    ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন
  • মৃত্যুর পরে জীবন—লোকেরা কী বিশ্বাস করেন?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রাণের জন্য এক উত্তম আশা
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পুনরুত্থানে আপনার বিশ্বাস কতটা দৃঢ়?
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
w19 ডিসেম্বর পৃষ্ঠা ১৫

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

শয়তান যখন হবাকে বলেছিল যে, হবা যদি সদসদ্‌-জ্ঞানদায়ক বৃক্ষের ফল খান, তা হলে তিনি মারা যাবেন না, তখন কি শয়তান হবার কাছে আত্মার অমরত্বের ধারণাটা তুলে ধরেছিল, যে-ধারণা বর্তমানে প্রচলিত?

শয়তান একটি সাপের দ্বারা কথা বলার মাধ্যমে হবাকে প্রলুব্ধ করেছিল

সম্ভবত না। দিয়াবল হবাকে বলেনি যে, হবা যদি ঈশ্বরের দ্বারা নিষিদ্ধ ফল খান, তা হলে তার কেবল শরীর মারা যাবে কিন্তু তার এক অদৃশ্য অংশ (বর্তমানে যেটাকে কেউ কেউ আত্মা বলে থাকে) অন্য কোথাও বেঁচে থাকবে। শয়তান সাপের দ্বারা কথা বলে এই দাবি করেছিল, হবা যদি সেই গাছের ফল খান, তা হলে তিনি ‘কোন ক্রমে মরিবেন না।’ শয়তান ইঙ্গিত দিয়েছিল, হবা চিরকাল বেঁচে থাকবেন এবং পৃথিবীতে আরও ভালো এক জীবন উপভোগ করবেন, এমন এক জীবন, যেখানে তাকে ঈশ্বরের অধীনে থাকতে হবে না।—আদি. ২:১৭; ৩:৩-৫.

বর্তমানে প্রচলিত আত্মার অমরত্বের মিথ্যা মতবাদের উৎস যদি এদন বাগান হয়ে না থাকে, তা হলে কখন এই ধারণা প্রকাশ পেয়েছিল? আমরা নিশ্চিতভাবে তা বলতে পারি না। তবে আমরা এটা জানি, সমস্ত মিথ্যা উপাসনা নোহের দিনের জলপ্লাবনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যেহেতু কেবল নোহ ও তার পরিবার জলপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল এবং তারা সবাই সত্য উপাসক ছিল, তাই মিথ্যা ধর্মের ধারণা শেখানোর জন্য কোনো ব্যক্তি অবশিষ্ট ছিল না।

স্পষ্টতই, মানুষের আত্মার অমরত্বের বিষয়ে বর্তমান শিক্ষাগুলো নিশ্চয়ই নোহের জলপ্লাবনের পরে এসেছিল। ঈশ্বর যখন বাবিলে ভাষার ভেদ সৃষ্টি করেছিলেন এবং লোকেরা “সমস্ত ভূমণ্ডলে” ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, কোনো সন্দেহ নেই, সেই সময়ে তারা নিজেদের সঙ্গে এই ধারণাটা নিয়ে গিয়েছিল যে, মানুষের এক অমর আত্মা রয়েছে। (আদি. ১১:৮, ৯) এই মিথ্যা ধারণাটার উৎপত্তি যখনই হয়ে থাকুক না কেন, আমরা নিশ্চিত থাকতে পারি, এটার পিছনে শয়তান দিয়াবল অর্থাৎ ‘মিথ্যাবাদীর পিতার’ হাত ছিল আর সে এটাকে চারিদিকে ছড়িয়ে পড়তে দেখে খুবই খুশি হয়েছিল।—যোহন ৮:৪৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার