ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp20 নং ৩ পৃষ্ঠা ৭
  • সৃষ্টিকর্তার লিখিত বাক্য কি পরিবর্তন করা হয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সৃষ্টিকর্তার লিখিত বাক্য কি পরিবর্তন করা হয়েছে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২০
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বর্তমান সময়ের পবিত্র বাক্য-এ সৃষ্টিকর্তার আসল বার্তাই রয়েছে?
  • বাইবেলের বার্তা কি পরিবর্তিত হয়ে গিয়েছে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • ডেড সী স্ক্রোলগুলো সম্বন্ধে আসল সত্যটা কী?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আস্থা রাখুন যে, ঈশ্বরের বাক্যে লেখা প্রতিটা কথা সত্য
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • ডেড সী স্ক্রোল কেন এগুলো আপনার মধ্যে আগ্রহ জাগিয়ে তুলবে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২০
wp20 নং ৩ পৃষ্ঠা ৭
ডেড সি স্ক্রোল থেকে নেওয়া যিশাইয় বইয়ের একটা অংশ এবং তার নীচে যিশাইয় বইয়ের আধুনিক আরবি ভাষায় অনুবাদ।

ডেড সি স্ক্রোল থেকে নেওয়া যিশাইয় বইয়ের একটা অংশ এবং তার নীচে যিশাইয় বইয়ের আধুনিক আরবি ভাষায় অনুবাদ। সৃষ্টিকর্তার বাক্যের বার্তা অপরিবর্তিত রয়েছে

সৃষ্টিকর্তার লিখিত বাক্য কি পরিবর্তন করা হয়েছে?

কেউ কেউ সন্দেহ করে, সৃষ্টিকর্তার লিখিত বাক্য হয়তো পরিবর্তন করা হয়েছে। ভাববাদী যিশাইয় (ইশাইয়া) বলেছিলেন, সৃষ্টিকর্তার বাক্য “চিরকাল থাকিবে।” (যিশাইয় ৪০:৮) কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, সৃষ্টিকর্তার প্রতিজ্ঞাগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে?

নিজের বাক্যকে সংরক্ষণ করার এবং বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা করার ক্ষমতা সৃষ্টিকর্তার রয়েছে। প্রাচীন কালে যখন হাতে লেখা কপিগুলো তৈরি হতো, তখন যারা কপি তৈরি করতেন, তারা সতর্কতার সঙ্গে পবিত্র বাক্য-এর পদগুলোর অক্ষর গুণে দেখতেন, যাতে তারা নিশ্চিত হতে পারেন যে, কোনো কিছু যোগ করা, পরিবর্তন করা কিংবা বাদ দেওয়া হয়নি। তবুও মানুষেরা যেহেতু অসিদ্ধ, তাই যারা কপি তৈরি করতেন, তাদের মধ্যে কেউ কেউ ছোটোখাটো ভুল করেছেন।

কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বর্তমান সময়ের পবিত্র বাক্য-এ সৃষ্টিকর্তার আসল বার্তাই রয়েছে?

পবিত্র বাক্য-এর প্রাচীন পাণ্ডুলিপির হাজার হাজার কপি রয়েছে। কোনো প্রতিলিপিতে যদি সামান্য পার্থক্যও থাকে, তা হলে বিভিন্ন কপি তুলনা করার মাধ্যমে সহজেই সম্ভাব্য ভুলটা খুঁজে বার করা সম্ভব।—আরও জানার জন্য www.pr418.com/en ওয়েবসাইটে “Has the Bible Been Changed or Tampered With?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

উদাহরণ স্বরূপ, ডেড সি স্ক্রোল নামে পরিচিত প্রাচীন নথিগুলোর কথাই ধরুন, যেগুলো বেদুইনরা ১৯৪৭ সালে ডেড সির কাছে অবস্থিত গুহা থেকে আবিষ্কার করে। এই প্রাচীন বইগুলোর মধ্যে পবিত্র বাক্য-এর অংশ রয়েছে, যেগুলো ২০০০ বছরেরও বেশি পুরোনো। বিশেষজ্ঞরা এই প্রাচীন পাণ্ডুলিপিগুলোকে আমাদের সময়ের পবিত্র বাক্য-এর সঙ্গে তুলনা করেছেন। তারা কী দেখতে পেয়েছেন?

পণ্ডিত ব্যক্তিরা দেখেছেন, বর্তমানে আমাদের কাছে থাকা সৃষ্টিকর্তার বাক্য-এর বিষয়বস্তুর সঙ্গে আসল বইগুলোর কোনো পার্থক্য নেই।a পুরোনো পাণ্ডুলিপিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করলে এটা প্রমাণিত হয় যে, আমরা পবিত্র বাক্য-এ যা পড়ি, তা হল সৃষ্টিকর্তার আসল বার্তা। আমরা নিশ্চিত থাকতে পারি, সৃষ্টিকর্তা আমাদের জন্য সতর্কতার সঙ্গে পবিত্র বাক্যকে একেবারে নির্ভুলভাবে সংরক্ষণ করেছেন।

অতএব আমরা এই বিষয়ে সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস সহকারে সৃষ্টিকর্তার বাক্য পড়তে পারি যে, এটি একেবারে নির্ভুল। এই বিষয়টা মাথায় রেখে, আসুন এখন আমরা দেখি, তাঁর ভাববাদীদের কাছ থেকে আমরা সৃষ্টিকর্তা সম্বন্ধে কী শিখতে পারি।

a গেজা ভারমেস লিখিত দ্য কমপ্লিট ডেড সি স্ক্রোল্‌স ইন ইংলিশ, পৃষ্ঠা ১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার