ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 জুলাই পৃষ্ঠা ২-৭
  • সাদোকের মতো সাহসী হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সাদোকের মতো সাহসী হোন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের রাজ্যকে সমর্থন করুন
  • ভাই-বোনদের সাহায্য করুন
  • যিহোবার প্রতি বিশ্বস্ত থাকুন
  • যিহোবা হলেন “জীবন্ত ঈশ্বর”—এটা মনে রাখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • জীবনের শেষ সময়ে বলা বিশ্বস্ত ব্যক্তিদের কথা থেকে শিখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন
    ২০২৫-২০২৬ সালের সীমা সম্মেলনের বিষয়সূচি—শাখা প্রতিনিধির সঙ্গে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 জুলাই পৃষ্ঠা ২-৭

অধ্যয়ন প্রবন্ধ ২৭

গান ৭৩ সাহস জোগাও দিতে সাক্ষ্য

সাদোকের মতো সাহসী হোন

‘সাদোক . . . খুবই শক্তিশালী ও সাহসী যুবক ছিলেন।’—১ বংশা. ১২:২৮, NW.

আমরা কী শিখব?

সাদোক কীভাবে সাহসের সঙ্গে কাজ করেছিলেন এবং আমরা কীভাবে সাদোকের মতো হতে পারি?

১-২. সাদোক কে ছিলেন? (১ বংশাবলি ১২:২২, ২৬-২৮)

কল্পনা করুন, হিব্রোণে ৩,৪০,০০০-এরও বেশি লোক একত্রিত হয়েছে। তারা সবাই দায়ূদকে পুরো ইজরায়েলের রাজা করতে চাইছে। তারা তিন দিন ধরে আনন্দ করছে, একে অন্যের সঙ্গে কথা বলছে এবং যিহোবার প্রশংসায় গান গাইছে। (১ বংশা. ১২:৩৯) সেই লোকদের ভিড়ে সাদোক নামে একজন যুবক ব্যক্তি রয়েছেন। কেউই তাকে হয়তো লক্ষ করছে না, কিন্তু যিহোবা তাকে লক্ষ করছেন। আর যিহোবা চান যেন আমরা সাদোকের উপর মনোযোগ দিই এবং তার কাছ থেকে শিখি। (পড়ুন, ১ বংশাবলি ১২:২২, ২৬-২৮.) কিন্তু, সাদোক কে ছিলেন?

২ সাদোক একজন যাজক ছিলেন এবং তিনি মহাযাজক অবিয়াথরের সঙ্গে কাজ করতেন। আর সেইসঙ্গে তিনি একজন দর্শক ছিলেন। এর মানে যিহোবা তাকে প্রজ্ঞা দিয়েছিলেন এবং তাঁর ইচ্ছা বোঝার এক অসাধারণ শক্তি দিয়েছিলেন। (২ শমূ. ১৫:২৭) যখন লোকদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শের প্রয়োজন হত, তখন তারা সাদোকের কাছে আসত। এ ছাড়া, সাদোক একজন সাহসী ব্যক্তি ছিলেন। এই প্রবন্ধে আমরা তার এই গুণ নিয়ে আলোচনা করব।

৩. (ক) যিহোবার লোকদের কেন সাহসের প্রয়োজন? (খ) এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

৩ এই শেষকালে শয়তান আমাদের বিশ্বাস দুর্বল করে দেওয়ার জন্য উঠে-পড়ে লেগেছে। (১ পিতর ৫:৮) যিহোবা খুব শীঘ্রই শয়তান এবং তার দুষ্ট জগৎকে ধ্বংস করে দেবেন, তাই সেই দিনের জন্য অপেক্ষা করার সময়ে আমাদের সাহসের প্রয়োজন। (গীত. ৩১:২৪) কীভাবে আমরা সাদোকের মতো সাহসী হতে পারি? আসুন, আমরা এর তিনটে উপায় নিয়ে আলোচনা করি।

ঈশ্বরের রাজ্যকে সমর্থন করুন

৪. ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার জন্য কেন আমাদের সাহসের প্রয়োজন? (ছবিও দেখুন।)

৪ আমরা ঈশ্বরের রাজ্যকে পুরোপুরিভাবে সমর্থন করতে চাই আর এরজন্য আমাদের সাহসের প্রয়োজন রয়েছে। (মথি ৬:৩৩) যেমন, এই দুষ্ট জগতে যিহোবার মান অনুযায়ী চলার জন্য এবং রাজ্যের সুসমাচার জানানোর জন্য আমাদের সাহসের প্রয়োজন হয়। (১ থিষল. ২:২) রাজনৈতিক বিষয়গুলোর কারণে লোকদের মধ্যে দিন দিন বিভেদ সৃষ্টি হচ্ছে। তাই, এই ক্ষেত্রে নিরপেক্ষ থাকার জন্য আমাদের সাহসের প্রয়োজন। (যোহন ১৮:৩৬) অন্যান্য পরিস্থিতিতেও আমাদের ভাই-বোনদের সাহসের প্রয়োজন হয়েছে। যেমন, আমাদের কিছু ভাই-বোনকে রাজনৈতিক বিষয়গুলোতে অংশ না নেওয়ার কারণে বা সেনাবাহিনীতে ভরতি না হওয়ার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, মারধর করা হয়েছে এবং জেলে বন্দি করা হয়েছে।

একজন ভাই তার দু-জন সহকর্মীর সঙ্গে কফি খাচ্ছেন এবং তারা দু-জনে সেই ভাইয়ের উপর নিজেদের মতামত চাপিয়ে দিচ্ছেন।

অন্যেরা যখন রাজনৈতিক বিষয়গুলোতে অংশ নেয়, তখন আপনি কী করবেন? (৪ অনুচ্ছেদ দেখুন)


৫. দায়ূদকে সমর্থন করার জন্য সাদোকের কেন সাহসের প্রয়োজন হয়েছিল?

৫ সাদোক হিব্রোণে শুধু আনন্দোৎসব করতেই আসেননি, তিনি যুদ্ধের অস্ত্রশস্ত্রও নিয়ে এসেছিলেন। (১ বংশা. ১২:৩৮) তিনি দায়ূদের সঙ্গে যুদ্ধে যাওয়ার এবং ইজরায়েলকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন। যদিও একজন যোদ্ধা হিসেবে সাদোকের যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না, তারপরও, তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন। আর এরজন্য নিশ্চয়ই তার অনেক সাহসের প্রয়োজন হয়েছিল।

৬. সাহসী হওয়ার ক্ষেত্রে সাদোক দায়ূদের কাছ থেকে কী শিখেছিলেন? (গীত. ১৩৮:৩)

৬ এই যাজক কোথা থেকে এত সাহস পেয়েছিলেন? সাদোকের অনেক সাহসী বন্ধু ছিল। তিনি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন দায়ূদ। তিনি অনেক সাহসী ছিলেন আর “ইজরায়েলকে যুদ্ধে নেতৃত্ব দিতেন।” তাই সমস্ত লোক তাকে সমর্থন করত। (১ বংশা. ১১:১, ২, NW) দায়ূদ তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবসময় যিহোবার উপর নির্ভর করতেন। (গীত. ২৮:৭; পড়ুন, গীতসংহিতা ১৩৮:৩.) এ ছাড়া, সাদোক অন্যদের কাছ থেকেও সাহসী হতে শিখেছিলেন। যাদের মধ্যে ছিল যিহোয়াদা, তার ছেলে বনায় এবং সাদোকের বাবার বংশের ২২ জন অধ্যক্ষ। (১ বংশা. ১১:২২-২৫; ১২:২৬-২৮) এই ব্যক্তিরা দায়ূদের প্রতি বিশ্বস্ত ছিল, তাকে রাজা করতে চেয়েছিল এবং প্রতিটা ক্ষেত্রে তাকে সমর্থন করেছিল।

৭. (ক) বর্তমানে কিছু ভাই কীভাবে সাহসের সঙ্গে কাজ করছে এবং ঈশ্বরের রাজ্যকে সমর্থন করছে? (খ) আপনি ভাই আয়েঙ্গে এনশিলুর অভিজ্ঞতা থেকে কী শিখেছেন? (পাদটীকা দেখুন।)

৭ অনেক লোক ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার জন্য সাহসের সঙ্গে কাজ করেছে। আমরা যদি তাদের উদাহরণগুলো লক্ষ করি, তা হলে আমরা শক্তি লাভ করব এবং সাহসী হতে পারব। আমাদের রাজা যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি রাজনৈতিক বিষয়ে অংশ নিতে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। (মথি ৪:৮-১১; যোহন ৬:১৪, ১৫) যিহোবার উপর তাঁর সম্পূর্ণ আস্থা ছিল, তাই তিনি সাহসী হতে পেরেছিলেন। বর্তমানেও কিছু অল্পবয়সি ভাই এইরকম সাহস দেখিয়েছে। তারা সেনাবাহিনীতে ভরতি হতে এবং রাজনৈতিক বিষয়গুলোতে অংশ নিতে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের মধ্যে কিছুজনের অভিজ্ঞতা আমরা jw.orga ওয়েবসাইটে পাই। আপনি যদি সময় বের করে তাদের অভিজ্ঞতাগুলো পড়েন, তা হলে আপনিও তাদের মতো সাহসী হতে পারবেন।

ভাই-বোনদের সাহায্য করুন

৮. ভাই-বোনদের সাহায্য করার জন্য প্রাচীনদের কখন সাহসের প্রয়োজন হতে পারে?

৮ যিহোবার লোকেরা একে অন্যকে ভালোবাসে এবং সাহায্য করে। (২ করি. ৮:৪) কিন্তু, কখনো কখনো তা করার জন্য তাদের সাহসের প্রয়োজন হয়। উদাহরণ স্বরূপ, যখন কোথাও যুদ্ধ বাধে, তখন প্রাচীনেরা সেখানকার ভাই-বোনদের সাহায্য করার জন্য অনেক কিছু করে থাকে। যেমন, তারা খেয়াল রাখে ভাই-বোনদের যেন খাবারের এবং থাকার জায়গার কোনো অসুবিধা না হয় আর তারা যেন বাইবেল এবং অন্যান্য প্রকাশনা পেতে পারে। তারা তাদের উৎসাহিতও করে। প্রাচীনেরা ভাই-বোনদের এতটাই ভালোবাসে যে, তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাহায্য করে। (যোহন ১৫:১২, ১৩) এভাবে, তারা সাদোকের মতো সাহস দেখায়।

৯. দ্বিতীয় শমূয়েল ১৫:২৭-২৯ পদে যেমনটা বলা হয়েছে, দায়ূদ সাদোককে কী করতে বলেছিলেন? (ছবিও দেখুন।)

৯ সাদোকও কঠিন সময়ে অন্যদের সাহায্য করেছিলেন। যেমন, একবার দায়ূদের জীবন ঝুঁকির মুখে ছিল কারণ তার ছেলে অবশালোম তাকে হত্যা করে নিজে রাজা হতে চেয়েছিলেন। (২ শমূ. ১৫:১২, ১৩) আর পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, দায়ূদকে জেরুসালেম থেকে পালিয়ে যেতে হয়েছিল। তিনি তার সেবকদের ডেকে বলেছিলেন, “চলো আমরা সবাই এখান থেকে পালিয়ে যাই, নাহলে অবশালোমের হাত থেকে আমরা কেউই বাঁচতে পারব না!” (২ শমূ. ১৫:১৪, NW) পালানোর সময় দায়ূদ চিন্তা করেছিলেন, কেউ যদি জেরুসালেমে থেকে যায়, তা হলে সে অবশালোমের উপর নজর রাখতে পারবে এবং দায়ূদকে তার খবরাখবর দিতে পারবে। আর এই কাজের জন্য তিনি সাদোককে ও অন্যান্য যাজকদের জেরুসালেমে ফিরে যেতে বলেছিলেন। (পড়ুন, ২ শমূয়েল ১৫:২৭-২৯.) এই কাজ অনেক বিপদজনক ছিল, তাই তাদের সতর্ক থাকতে হয়েছিল। অবশালোম এতটাই স্বার্থপর ছিলেন যে, তার স্বার্থ পূরণ করার জন্য তিনি যেকোনো পর্যায়ে যেতে পারতেন। সেই বিশ্বাসঘাতক নিজের বাবাকেও ছাড়েননি। তাহলে চিন্তা করুন, তিনি যদি সাদোক ও অন্যান্য যাজকদের ধরে ফেলতেন, তা হলে তাদের কী অবস্থাই না করতেন!

রাজা দায়ূদ সাদোকের সঙ্গে কথা বলছেন। পিছনে দেখানো হয়েছে, দায়ূদের কিছু সেবক জেরুসালেম ছেড়ে পালিয়ে যাচ্ছে।

দায়ূদ সাদোককে এমন একটা দায়িত্ব দিয়েছিলেন, যেটা খুবই বিপদজনক ছিল (৯ অনুচ্ছেদ দেখুন)


১০. সাদোক এবং তার সঙ্গীরা দায়ূদের জীবন রক্ষা করার জন্য কী করেছিলেন?

১০ দায়ূদ একটা পরিকল্পনা করেছিলেন এবং তা সফল করার জন্য তিনি সাদোক এবং নিজের বিশ্বস্ত বন্ধু হূশয়ের সাহায্য নিয়েছিলেন। (২ শমূ. ১৫:৩২-৩৭) তিনি হূশয়কে অবশালোমের আস্থা অর্জন করতে বলেছিলেন এবং তাকে এমন একটা পরামর্শ দিতে বলেছিলেন, যেটা কাজে লাগাতে তার বেশ কিছু সময় লাগবে আর এই সময়ের মধ্যে দায়ূদ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারবেন। দায়ূদ হূশয়কে রাজপ্রাসাদের সমস্ত খবরাখবর অবিয়াথর ও সাদোককে বলতে বলেছিলেন, যাতে তারা দায়ূদকে তা জানাতে পারে। (২ শমূ. ১৭:৮-১৬) দায়ূদ যা বলেছিলেন, তারা সেই অনুযায়ী কাজ করেছিল। (২ শমূ. ১৭:১৭) যিহোবার সাহায্যে সাদোক এবং তার সঙ্গীরা সাহসের সঙ্গে কাজ করতে এবং দায়ূদের জীবন রক্ষা করতে পেরেছিল।—২ শমূ. ১৭:২১, ২২.

১১. ভাই-বোনদের সাহায্য করার সময় কীভাবে আমরা সাদোকের মতো সাহসী হতে পারি?

১১ আমাদের ভাই-বোনেরা যখন বড়ো কোনো বিপদে পড়ে, তখন কীভাবে আমরা সাদোকের মতো সাহসের সঙ্গে কাজ করতে পারি? (১) নির্দেশনা মেনে চলুন। এইরকম পরিস্থিতিতে নিজেদের মধ্যে একতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই শাখা অফিস যে-নির্দেশনা দেয়, তা মেনে চলুন। (ইব্রীয় ১৩:১৭) প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে কী করার প্রয়োজন রয়েছে, এই বিষয়ে সমস্ত মণ্ডলীতে কিছু ব্যবস্থা করা হয় এবং এই বিষয়ে সংগঠনও কিছু নির্দেশনা দেয়। প্রাচীনদের নিয়মিতভাবে এই ব্যবস্থা এবং নির্দেশনাগুলো পরীক্ষা করতে হবে। (১ করি. ১৪:৩৩, ৪০) (২) সাহসের সঙ্গে কাজ করুন, তবে সতর্ক থাকুন। (হিতো. ২২:৩) ভেবে-চিন্তে কাজ করুন, অযথা বিপদ ডেকে আনবেন না। (৩) যিহোবার উপর নির্ভর করুন। মনে রাখবেন, যিহোবা আপনার এবং সমস্ত ভাই-বোনের জন্য অনেক চিন্তা করেন। তাদের সুরক্ষিত রাখতে তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন।

১২-১৩. ভাই ভিক্টর এবং ভাই ভিটালির কাছ থেকে আপনি কী শিখেছেন? (ছবিও দেখুন।)

১২ ভাই ভিক্টর এবং ভাই ভিটালির উদাহরণের উপর মনোযোগ দিন। তারা দু-জন সাহসের সঙ্গে কাজ করেছিলেন। তারা ইউক্রেনে ভাই-বোনদের কাছে খাবার-দাবার, জল এবং অন্যান্য জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। ভাই ভিক্টর বলেন, “আমাদের চারপাশে অনেক গোলাগুলি চলছিল। আমরা সমস্ত জায়গায় খাবারের সন্ধান করছিলাম আর সেগুলো পাওয়া মাত্রই ভাই-বোনদের কাছে পৌঁছে দিচ্ছিলাম। একজন ভাই এত খাবার দিয়েছিলেন যে, বেশ কিছুদিন ভাই-বোনদের খাবারের সমস্যা হয়নি। আর জানেন, আমরা যখন ট্রাকে সেই জিনিসপত্র তুলছিলাম, তখন কী হয়েছিল? আমাদের গাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে একটা বোমা এসে পড়েছিল। ভালো বিষয় যে, সেটা ফাটেনি। এরপর, সারাদিন আমি যিহোবার কাছে হৃদয় উজাড় করে প্রার্থনা করেছিলাম যেন তিনি আমাকে সাহস দেন এবং আমি ভাই-বোনদের সাহায্য করা থেকে পিছিয়ে না যাই।”

১৩ ভাই ভিটালি বলেন, “এই কাজের জন্য আমাদের অনেক সাহসের প্রয়োজন ছিল। প্রথম বার ভাই-বোনদের কাছে জিনিসপত্র পৌঁছাতে আমার ১২ ঘণ্টা লেগেছিল। আমি সারা রাস্তা যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম।” ভাই ভিটালি সাহসের সঙ্গে কাজ করেছিলেন তবে তিনি সতর্কও ছিলেন। তিনি বলেন, “আমি যিহোবার কাছে প্রজ্ঞা চেয়েছিলাম যেন আমি অযথা কোনো বিপদ ডেকে না আনি এবং সেইসঙ্গে আধিকারিকদের নির্দেশনা মেনে চলি। সরকার যে-রাস্তা খোলা রেখেছিল, আমি শুধুমাত্র সেই রাস্তা ধরেই গিয়েছিলাম। আমি যখন ভাই-বোনদের একসঙ্গে কাজ করতে দেখেছিলাম, তখন আমার বিশ্বাস যে কতটা বেড়ে গিয়েছিল, তা আমি বলে বোঝাতে পারব না। তারা রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপ সরাচ্ছিল এবং অন্যদের জন্য ট্রাকে জিনিসপত্র তুলছিল। শুধু তা-ই নয়, আমি ও ভিক্টর যখন জিনিসপত্র নিয়ে যেতাম, তখন ভাই-বোনেরা আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করত। এই বিষয়টাও আমার হৃদয় স্পর্শ করেছিল।”

যুদ্ধ চলছে আর দু-জন ভাই গাড়ি করে সেই এলাকা দিয়ে যাচ্ছে। পিছনে ধোঁয়া, আগুন আর ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে।

কঠিন সময়ে ভাই-বোনদের সাহায্য করার জন্য সাহসের সঙ্গে কাজ করুন, তবে সতর্কও থাকুন (১২-১৩ অনুচ্ছেদ দেখুন)


যিহোবার প্রতি বিশ্বস্ত থাকুন

১৪. যখন আমাদের ঘনিষ্ঠ কেউ যিহোবাকে ছেড়ে চলে যায়, তখন আমাদের কেমন লাগে?

১৪ কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু সমস্যা আসে, যেগুলোর কারণে আমরা দুঃখে ভেঙে পড়ি। যেমন, আমাদের পরিবারের কোনো সদস্য অথবা কোনো বন্ধু যখন যিহোবাকে ছেড়ে চলে যায়, তখন সেই কষ্ট সহ্য করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। (গীত. ৭৮:৪০; হিতো. ২৪:১০) সেই ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হয়, তত বেশি আমরা কষ্ট পাই। হতে পারে, আমরা ভিতর থেকে একেবারে ভেঙে পড়ি। কীভাবে আমরা এইরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারি? সাদোক যেভাবে যিহোবার প্রতি বিশ্বস্ত ছিলেন, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

১৫. যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার জন্য কেন সাদোককে সাহসের সঙ্গে কাজ করতে হয়েছিল? (১ রাজাবলি ১:৫-৮)

১৫ সাদোকের জীবনে এমন একটা সময় এসেছিল, যখন যিহোবার প্রতি বিশ্বস্ত থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল এবং তাকে সাহসের সঙ্গে কাজ করতে হয়েছিল। এটা সেই সময়ের কথা, যখন রাজা দায়ূদের বয়স হয়ে গিয়েছিল এবং তার মৃত্যু ঘনিয়ে আসছিল। এমন সময়ে তার ছেলে আদোনিয় রাজা হতে চেয়েছিলেন। যিহোবা আগে থেকে বলে দিয়েছিলেন যে, শলোমন পরবর্তী রাজা হবেন। কিন্তু, তারপরও আদোনিয় নিজে রাজা হতে চেয়েছিলেন। (১ বংশা. ২২:৯, ১০) সেইসময় সাদোকের বন্ধু অবিয়াথর আদোনিয়কে সমর্থন করেছিলেন। (পড়ুন, ১ রাজাবলি ১:৫-৮.) অবিয়াথর এটা করার মাধ্যমে দায়ূদ ও যিহোবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। একটু চিন্তা করুন, এইসমস্ত কিছু দেখে সাদোকের কেমন লেগেছিল! তিনি হয়তো বিশ্বাসই করতে পারছিলেন না যে, তার সবচেয়ে প্রিয় বন্ধু এমনটা করতে পারে। অবিয়াথর ও সাদোক প্রায় চল্লিশ বছর ধরে একসঙ্গে সেবা করেছিলেন। (২ শমূ. ৮:১৭) তারা দু-জনে মিলে “সত্য ঈশ্বরের সিন্দুক” দেখাশোনা করেছিলেন। (২ শমূ. ১৫:২৯, NW) তারা দায়ূদকে তার রাজত্ব ফিরে পেতে সাহায্য করেছিলেন এবং যিহোবার সেবায় আরও অনেক কিছু করেছিলেন। (২ শমূ. ১৯:১১-১৪) তাই, অবিয়াথর যখন অবিশ্বস্ত হয়ে পড়েছিলেন, তখন সাদোক নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছিলেন।

১৬. কোন বিষয়টা সাদোককে বিশ্বস্ত থাকতে সাহায্য করেছিল?

১৬ সাদোকের বন্ধু অবিয়াথর দায়ূদের প্রতি অবিশ্বস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু সাদোক দায়ূদের প্রতি বিশ্বস্ত ছিলেন। সাদোকের উপর দায়ূদের সম্পূর্ণ আস্থা ছিল, তাই দায়ূদ যখন আদোনিয়ের ষড়যন্ত্রের বিষয়ে জানতে পেরেছিলেন, তখন তিনি সাদোক, নাথন ও বনায়কে ডেকে বলেছিলেন, তারা যেন শলোমনকে রাজা করে। (১ রাজা. ১:৩২-৩৪) চিন্তা করুন, সাদোক যখন দেখেছিলেন নাথন এবং অন্য সেবকেরা দায়ূদের প্রতি বিশ্বস্ত রয়েছে, তখন তিনি কতটা উৎসাহিত হয়েছিলেন! আর এটা নিশ্চয়ই তাকে দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করেছিল। (১ রাজা. ১:৩৮, ৩৯) এরপর শলোমন যখন রাজা হয়েছিলেন, তখন তিনি “অবিয়াথরের জায়গায় সাদোককে যাজক হিসেবে নিযুক্ত” করেছিলেন।—১ রাজা. ২:৩৫, NW.

১৭. আপনার ঘনিষ্ঠ কেউ যদি যিহোবাকে ছেড়ে চলে যায়, তা হলে সাদোকের মতো আপনি কী করতে পারেন?

১৭ যখন আপনার ঘনিষ্ঠ কেউ যিহোবাকে ছেড়ে চলে যায়, তখন সাদোকের মতো দেখান যে, আপনি যিহোবার প্রতি বিশ্বস্ত। (যিহো. ২৪:১৫) এমনটা করার জন্য যিহোবা আপনাকে সাহস জোগাবেন। তাই, তাঁর কাছে প্রার্থনা করুন এবং এমন বন্ধুদের নিকটে থাকুন, যারা যিহোবার প্রতি বিশ্বস্ত। মনে রাখুন, আপনি যদি যিহোবার প্রতি বিশ্বস্ত থাকেন, তা হলে এটা দেখে তিনি অনেক খুশি হবেন এবং তিনি আপনার প্রচেষ্টার জন্য আপনাকে পুরস্কার দেবেন।—২ শমূ. ২২:২৬.

১৮. ভাই মার্কো এবং বোন সিডসের উদাহরণ থেকে আপনি কী শিখেছেন?

১৮ ভাই মার্কো এবং তার স্ত্রী সিডসের উদাহরণের উপর মনোযোগ দিন। তাদের দুই মেয়ে বড়ো হয়ে যিহোবার সেবা করা ছেড়ে দেয়। ভাই মার্কো বলেন, “আপনার সন্তান যখন জন্ম নেয়, সেই দিন থেকে আপনি তাকে খুব ভালোবাসতে শুরু করেন এবং সমস্ত খারাপ বিষয় থেকে তাকে সুরক্ষিত রাখেন। তাই, আপনার কোনো সন্তান যদি যিহোবাকে ছেড়ে চলে যায়, তা হলে আপনি ভিতর থেকে একেবারে ভেঙে পড়েন।” ভাই আরও বলেন: “যিহোবা আমাদের কখনো একা ছেড়ে দেননি। তিনি আমাদের দু-জনকে সাহায্য করেছিলেন, যাতে আমরা একে অন্যকে উৎসাহিত করতে পারি। আমি যখন নিরুৎসাহিত হয়ে পড়তাম, তখন আমার স্ত্রী আমাকে উৎসাহিত করত, আর সে যখন নিরুৎসাহিত হয়ে পড়ত, তখন আমি তাকে উৎসাহিত করতাম।” বোন সিডসে বলেন: “যিহোবা যদি আমাদের পাশে না থাকতেন, তা হলে আমরা এই সমস্ত কিছু সহ্য করতে পারতাম না। আমার বার বার মনে হত যে, এই সমস্ত কিছুর জন্য আমিই দায়ী। আমি এই বিষয়ে যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম। এর কিছুসময় পর, একজন বোন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, যার সঙ্গে আমার অনেক বছর দেখা হয়নি। তিনি আমার কাঁধে হাত দিয়ে এবং চোখে চোখ রেখে বলেছিলেন, ‘সিডসে, এটা সবসময় মনে রাখবে, এতে তোমার কোনো দোষ নেই!’ যিহোবা আমাকে অনেক সাহায্য করেছেন, এই কারণে আমি এখনও আনন্দের সঙ্গে তাঁর সেবা করতে পারছি।”

১৯. এই প্রবন্ধ পড়ে আপনি কী করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ?

১৯ যিহোবা চান তাঁর প্রত্যেক উপাসক যেন সাদোকের মতো সাহসী হয়। (২ তীম. ১:৭) কিন্তু, তিনি এটাও চান আমরা যেন নিজেদের ক্ষমতার উপর নয় বরং তাঁর উপর নির্ভর করি। তাই, কঠিন সময়ে আপনার যখন সাহসের প্রয়োজন হয়, তখন যিহোবার কাছে সাহায্য চান। তা করলে আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন, সাদোকের মতো যিহোবা আপনাকেও সাহসী হতে সাহায্য করবেন।—১ পিতর ৫:১০.

কীভাবে আপনি সাদোকের মতো সাহসের সঙ্গে কাজ করতে পারেন,

  • ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার সময়?

  • ভাই-বোনদের সাহায্য করার সময়?

  • যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার সময়?

গান ৩৪ বিশ্বস্ততার পথে চলি

a jw.org ওয়েবসাইটে যে-কারণে সত্য খ্রিস্টানদের সাহসের প্রয়োজন—নিরপেক্ষতা বজায় রাখার জন্য শিরোনামের ভিডিওটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার