ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ১৩৫
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ১৩৫:১

পাদটীকা

  • *

    বা “হাল্লিলূয়া!” “যাঃ” হল যিহোবা নামের সংক্ষিপ্ত রূপ।

গীতসংহিতা ১৩৫:৩

পাদটীকা

  • *

    বা “নামের উদ্দেশে সংগীত বাজাও।”

গীতসংহিতা ১৩৫:৪

পাদটীকা

  • *

    বা “নিজের মূল্যবান সম্পত্তি।”

গীতসংহিতা ১৩৫:৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১২৫

গীতসংহিতা ১৩৫:৭

পাদটীকা

  • *

    বা “বাষ্পকে।”

  • *

    বা সম্ভবত, “দরজা।”

গীতসংহিতা ১৩৫:১৩

পাদটীকা

  • *

    বা “নাম।”

গীতসংহিতা ১৩৫:১৪

পাদটীকা

  • *

    বা “অনুশোচনা।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ১৩৫:১-২১

গীতসংহিতা

১৩৫ যাঃয়ের প্রশংসা করো!*

যিহোবার নামের প্রশংসা করো,

যিহোবার দাসেরা, তোমরা তাঁর প্রশংসা করো,

 ২ তোমরা যারা যিহোবার গৃহে,

আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছ,

তাঁর প্রশংসা করো।

 ৩ যাঃয়ের প্রশংসা করো কারণ যিহোবা ভালো।

তাঁর নামের প্রশংসায় গান গাও* কারণ তাঁর নাম মনোরম।

 ৪ কারণ যাঃ নিজের জন্য যাকোবকে,

নিজের বিশেষ সম্পদ* হিসেবে ইজরায়েলকে বেছে নিয়েছেন।

 ৫ কারণ আমি ভালোভাবে জানি, যিহোবা মহান,

আমাদের প্রভু অন্য সমস্ত দেবতার চেয়ে মহান।

 ৬ আকাশে, পৃথিবীতে, সমুদ্রে এবং সেটার সমস্ত গভীর জায়গায়

যিহোবা যা চান, তা-ই করেন।

 ৭ তিনি পৃথিবীর প্রান্ত থেকে মেঘকে* উপরে ওঠান,

বৃষ্টির জন্য বিদ্যুৎ* তৈরি করেন,

নিজের ভাণ্ডারগুলো থেকে বাতাস বওয়ান।

 ৮ তিনি মিশরের প্রথমজাতদের আঘাত করলেন,

মানুষ ও পশু, উভয়েরই প্রথমজাতদের আঘাত করলেন।

 ৯ হে মিশর, তিনি তোমার মধ্যে চিহ্ন দেখালেন এবং অলৌকিক কাজ করলেন,

ফরৌণ এবং তার সমস্ত দাসের বিরুদ্ধে সেগুলো করলেন।

১০ তিনি অনেক জাতিকে আঘাত করলেন

এবং শক্তিশালী রাজাদের মেরে ফেললেন:

১১ ইমোরীয়দের রাজা সীহোনকে

এবং বাশনের রাজা ওগকে মেরে ফেললেন

আর কনানের সমস্ত রাজ্যকে পরাজিত করলেন।

১২ তিনি তাদের দেশ উত্তরাধিকার হিসেবে দিয়ে দিলেন,

তাঁর প্রজা ইজরায়েলকে উত্তরাধিকার হিসেবে দিয়ে দিলেন।

১৩ হে যিহোবা, তোমার নাম চিরকাল ধরে টিকে থাকে।

হে যিহোবা, তোমার সুনাম* প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে।

১৪ কারণ যিহোবা তাঁর লোকদের পক্ষসমর্থন করবেন

আর তিনি তাঁর দাসদের জন্য সমবেদনা* বোধ করবেন।

১৫ জাতিগুলোর মূর্তিগুলো সোনা ও রুপো দিয়ে তৈরি,

সেগুলো মানুষের হাতের কাজ।

১৬ মুখ থাকতেও তারা কথা বলতে পারে না,

চোখ থাকতেও তারা দেখতে পায় না,

১৭ কান থাকতেও তারা শুনতে পায় না,

তাদের মুখে কোনো শ্বাস নেই।

১৮ যারা তাদের তৈরি করে এবং যারা তাদের উপর আস্থা রাখে,

তারা সবাই তাদের মতোই হয়ে যাবে।

১৯ হে ইজরায়েলের পরিবার, যিহোবার প্রশংসা করো।

হে হারোণের পরিবার, যিহোবার প্রশংসা করো।

২০ হে লেবির পরিবার, যিহোবার প্রশংসা করো।

তোমরা যারা যিহোবাকে ভয় কর, যিহোবার প্রশংসা করো।

২১ যিহোবা, যিনি জেরুসালেমে বাস করেন,

তাঁর প্রশংসা করা হোক, সিয়োন থেকে তাঁর প্রশংসা করা হোক।

যাঃয়ের প্রশংসা করো!

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার