ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহোশূয়ের পুস্তক ২৩
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিহোশূয়ের পুস্তক ২৩:২

পাদটীকা

  • *

    বা “কর্মকর্তাদের।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১/১৯৯২, পৃষ্ঠা ১২

যিহোশূয়ের পুস্তক ২৩:৪

পাদটীকা

  • *

    অর্থাৎ ভূমধ্যসাগর।

  • *

    বা “ঘুঁটি চেলে ভাগ করে দিয়েছি।” শব্দকোষ দেখুন, “ঘুঁটি।”

যিহোশূয়ের পুস্তক ২৩:৬

পাদটীকা

  • *

    বা “এটা থেকে ডান দিকে বাঁ-দিকে যাবে না।”

যিহোশূয়ের পুস্তক ২৩:১৪

পাদটীকা

  • *

    আক্ষ., “আমি জগতের নিয়ম অনুযায়ী চলে যাচ্ছি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৮, পৃষ্ঠা ১৭-১৮

    ১১/১/২০০৭, পৃষ্ঠা ২২-২৪

যিহোশূয়ের পুস্তক ২৩:১৫

পাদটীকা

  • *

    বা “অভিশাপ।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিহোশূয়ের পুস্তক ২৩:১-১৬

যিহোশূয়ের পুস্তক

২৩ যিহোবা ইজরায়েলকে আশেপাশের সমস্ত শত্রুর কাছ থেকে সুরক্ষিত রাখলেন এবং বিশ্রাম দিলেন। এরপর, অনেক দিন কেটে গেল। যিহোশূয় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার অনেক বয়স হয়ে গিয়েছিল। ২ তিনি সমস্ত ইজরায়েলীয়কে, তাদের প্রাচীনদের, প্রধান ব্যক্তিদের, বিচারকদের এবং আধিকারিকদের* একত্রিত করলেন। তিনি তাদের বললেন: “এখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার অনেক বয়স হয়ে গিয়েছে। ৩ তোমরা নিজেদের চোখে দেখেছ যে, তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের জন্য এইসমস্ত জাতির প্রতি কী কী করেছেন। হ্যাঁ, যিহোবাই তোমাদের হয়ে যুদ্ধ করছিলেন। ৪ জর্ডনের পশ্চিম দিকে মহাসমুদ্র* পর্যন্ত যত জাতি ছিল, সেই সমস্ত জাতিকে আমি তাড়িয়ে দিয়েছি আর তাদের দেশ তোমাদের দিয়েছি।* যদিও কয়েকটা জাতি এখনও রয়ে গিয়েছে, কিন্তু এই দেশ তোমাদের। ৫ তোমাদের ঈশ্বর যিহোবাই তাদের তোমাদের সামনে থেকে ঠেলে সরিয়ে দিলেন এবং এখান থেকে তাদের তাড়িয়ে দিলেন আর তোমরা তাদের দেশ দখল করে নিলে, ঠিক যেমনটা তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।

৬ “এখন তোমাদের মোশির ব্যবস্থার পুস্তকে লেখা সমস্ত কথা পালন করার এবং সেই অনুযায়ী চলার জন্য সাহস দেখাতে হবে। তোমরা এটা অমান্য করবে না* ৭ কিংবা তোমাদের মাঝে বসবাসরত জাতিগুলোর লোকদের সঙ্গে মেলামেশা করবে না। তোমরা তাদের দেবতাদের নাম এমনকী মুখেও আনবে না কিংবা তাদের নামে দিব্যও করবে না। তোমরা তাদের উপাসনা করবে না কিংবা তাদের সামনে মাথা নতও করবে না। ৮ এর পরিবর্তে, তোমরা তোমাদের ঈশ্বর যিহোবাকে আঁকড়ে ধরে রাখবে, ঠিক যেমনটা তোমরা আজ পর্যন্ত ধরে রয়েছ। ৯ যিহোবা তোমাদের সামনে থেকে বড়ো বড়ো ও শক্তিশালী জাতিগুলোকে দূর করে দেবেন কারণ আজ পর্যন্ত এক জন ব্যক্তিও তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। ১০ তোমাদের এক জন ব্যক্তিই তাদের হাজার জন ব্যক্তিকে তাড়িয়ে দেবে কারণ তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের হয়ে যুদ্ধ করবেন, ঠিক যেমনটা তিনি তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। ১১ তাই, তোমরা সবসময় খেয়াল রেখো, যেন তোমরা তোমাদের ঈশ্বর যিহোবাকে ভালোবাস।

১২ “কিন্তু, তোমরা যদি ঈশ্বরকে ছেড়ে দাও এবং তোমাদের মাঝে যে-জাতিগুলো রয়ে গিয়েছে, তাদের সঙ্গে যোগ দাও, তাদের সঙ্গে বিয়ে করে আত্মীয়তা গড়ে তোল এবং তাদের সঙ্গে মেলামেশা কর, ১৩ তা হলে মনে রেখো, তোমাদের ঈশ্বর যিহোবা এই জাতিগুলোকে তোমাদের জন্য আর তাড়াবেন না। তারা তোমাদের জন্য ফাঁদ ও জালের মতো হয়ে উঠবে। তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের পিঠে চাবুকের মতো পড়বে এবং তোমাদের চোখে কাঁটার মতো ফুটবে, যতক্ষণ না তোমরা এই উত্তম দেশ থেকে বিনষ্ট হয়ে যাও, যেটা তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের দিয়েছেন।

১৪ “দেখো! আমি আর বেশি দিন বাঁচব না।* তোমরা ভালো করে জান, তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের যে-সমস্ত ভালো বিষয় দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, সেই সমস্ত প্রতিজ্ঞাই তিনি পূরণ করেছেন। এমন কোনো প্রতিজ্ঞা নেই, যেটা পূরণ করা হয়নি। ১৫ কিন্তু, যিহোবা যে-সমস্ত উত্তম বিষয় দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞাগুলো তিনি যেভাবে পূরণ করেছেন, তেমনই যিহোবা যে-সমস্ত বিপর্যয়* আনার কথা বলেছেন, সেগুলোও তিনি আনবেন। আর যিহোবা এই উত্তম দেশ থেকে তোমাদের বিনষ্ট করে দেবেন, যেটা তিনি তোমাদের দিয়েছেন। ১৬ তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের যে-চুক্তি অনুযায়ী কাজ করার আজ্ঞা দিয়েছেন, তোমরা যদি সেই চুক্তি ভঙ্গ কর এবং তোমরা যদি অন্য দেবতাদের সামনে মাথা নত কর এবং তাদের সেবা কর, তা হলে যিহোবার ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলে উঠবে আর তোমরা দ্রুত এই উত্তম দেশ থেকে বিনষ্ট হয়ে যাবে, যেটা ঈশ্বর তোমাদের দিয়েছেন।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার