ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ১২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ১২:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৩/২০১৭, পৃষ্ঠা ৮

যিরমিয় ১২:২

পাদটীকা

  • *

    বা “তাদের সবচেয়ে গভীরে থাকা অনুভূতি।” আক্ষ., “তাদের কিডনি।”

যিরমিয় ১২:৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০১১, পৃষ্ঠা ৩২

যিরমিয় ১২:৯

পাদটীকা

  • *

    বা “ছোপ ছোপ দাগওয়ালা।”

যিরমিয় ১২:১১

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “সেটা শোক করে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ১২:১-১৭

যিরমিয়

১২ হে যিহোবা, আমি যখন তোমার কাছে আমার অভিযোগ জানাই,

আমি যখন ন্যায়বিচারের বিষয়ে তোমার সঙ্গে কথা বলি,

তখন তুমি যা সঠিক, তা-ই কর।

কেন মন্দ লোকেরা সফল হয়

আর কেন বিশ্বাসঘাতকেরা নিশ্চিন্তে থাকে?

 ২ তুমি তাদের গাছের মতো লাগালে আর তারা শিকড় বিস্তার করেছে।

তারা বেড়ে উঠেছে এবং ফল উৎপন্ন করেছে।

তুমি তাদের মুখে আছ ঠিকই কিন্তু তুমি তাদের মনের গভীরে থাকা চিন্তাভাবনা* থেকে অনেক দূরে রয়েছ।

 ৩ কিন্তু হে যিহোবা, তুমি আমাকে খুব ভালোভাবে জান, তুমি আমাকে দেখে থাক।

তুমি আমার হৃদয় পরীক্ষা করেছ আর দেখেছ, তোমার প্রতি আমার ভক্তি রয়েছে।

তুমি তাদের আলাদা করো, ঠিক যেভাবে মেষকে হত্যা করার জন্য আলাদা করা হয়।

তুমি তাদের হত্যা করার দিনের জন্য আলাদা করে রাখো।

 ৪ আর কতদিন ধরে দেশ শুকিয়ে যেতে থাকবে

এবং প্রতিটা মাঠের গাছপালা শুকিয়ে যেতে থাকবে?

যারা এই দেশে বাস করে, তাদের মন্দ কাজের কারণে পশুপাখি বিনষ্ট হয়ে গিয়েছে।

কারণ তারা বলেছে: “আমাদের প্রতি যা ঘটবে, তিনি তা দেখবেন না।”

 ৫ যারা পায়ে হেঁটে যায়, তাদের সঙ্গে দৌড়োতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে পড়,

তা হলে কীভাবে তুমি ঘোড়ার সঙ্গে দৌড়ে পেরে উঠবে?

তুমি হয়তো শান্তিপূর্ণ দেশে নিশ্চিন্তে বাস করছ

কিন্তু তুমি জর্ডনের কিনারায় ঘন ঝোপের মাঝে থাকলে কী করবে?

 ৬ কারণ এমনকী তোমার নিজের ভাইয়েরা, তোমার বাবার পরিবার

তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তারা তোমার বিরুদ্ধে জোরে চিৎকার করেছে।

তারা তোমার সঙ্গে ভালো কথা বললেও তাদের উপর বিশ্বাস রেখো না।

 ৭ “আমি আমার পরিবার ছেড়ে দিয়েছি, আমি আমার উত্তরাধিকার ত্যাগ করেছি,

আমি আমার খুব প্রিয় ব্যক্তিকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছি।

 ৮ আমার উত্তরাধিকার আমার কাছে বনের সিংহের মতো হয়ে উঠেছে।

সে আমার বিরুদ্ধে গর্জন করেছে।

তাই, আমি তাকে ঘৃণা করতে শুরু করেছি।

 ৯ আমার উত্তরাধিকার আমার কাছে রং-বেরঙের* এক শিকারি পাখির মতো।

অন্যান্য শিকারি পাখি সেটাকে ঘিরে আক্রমণ করে।

মাঠের সমস্ত পশু, তোমরা এসো, জড়ো হও,

তোমরা খাওয়ার জন্য এসো।

১০ অনেক মেষপালক আমার আঙুর খেতকে নষ্ট করে দিয়েছে,

তারা আমার ভাগের জমি মাড়িয়েছে।

তারা আমার ভাগের প্রিয় জমিটাকে জনশূন্য প্রান্তর করে তুলেছে।

১১ সেটা পরিত্যক্ত জমি হয়ে গিয়েছে।

সেটা শুকিয়ে গিয়েছে,*

সেটা আমার সামনে ধ্বংস হয়ে গিয়েছে।

পুরো দেশ ধ্বংস হয়ে গিয়েছে

কিন্তু কেউ সেটার প্রতি মনোযোগ দেয় না।

১২ প্রান্তরের সমস্ত খারাপ রাস্তা দিয়ে বিনাশকেরা এসেছে

কারণ যিহোবার তলোয়ার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লোকদের খেয়ে ফেলছে।

কেউই শান্তিতে নেই।

১৩ তারা গম বুনেছে কিন্তু কেবল কাঁটা পেয়েছে।

তারা কঠোর পরিশ্রম করেছে কিন্তু কোনো লাভ হয়নি।

তাদের নিজেদের ফলের কারণে তারা লজ্জিত হবে

কারণ যিহোবার ক্রোধের আগুন তাদের বিরুদ্ধে জ্বলে উঠেছে।”

১৪ যিহোবা এই কথা বলেন: “আমি আমার সেইসমস্ত মন্দ প্রতিবেশীকে তাদের দেশ থেকে উপড়ে ফেলব, যারা সেই উত্তরাধিকারে হাত দেয়, যেটা আমি আমার প্রজা ইজরায়েলকে দিয়েছিলাম। আর আমি তাদের মধ্য থেকে যিহূদার পরিবারকে উপড়ে ফেলব। ১৫ কিন্তু, তাদের উপড়ে ফেলার পর আমি তাদের প্রতি আবারও করুণা দেখাব আর তাদের প্রত্যেককে নিজের দেশে এবং নিজের উত্তরাধিকারের জমিতে ফিরিয়ে আনব।”

১৬ “আর তারা যদি ভালোভাবে আমার লোকদের পথ সম্বন্ধে শেখে এবং ঠিক যেভাবে তারা আমার লোকদের বালের নামে দিব্য করতে শিখিয়েছিল, সেভাবেই তারা যদি আমার নামে এই বলে ভালোভাবে দিব্য করে, ‘জীবন্ত ঈশ্বর যিহোবার নামে দিব্য করে বলছি!’ তা হলে তারা আমার লোকদের মাঝে সমৃদ্ধিশালী হবে। ১৭ কিন্তু, তারা যদি বাধ্য হতে না চায়, তা হলে আমি সেই জাতিকে উপড়ে ফেলব। আমি সেই জাতিকে উপড়ে ফেলে ধ্বংস করে দেব।” যিহোবা এই কথা ঘোষণা করেছেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার