খণ্ড ২
জলপ্লাবন থেকে মিশর হতে উদ্ধার পর্যন্ত
যদিও মাত্র আট জন ব্যক্তি জলপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজার হাজার হয়েছিল। এরপর, জলপ্লাবনের তিন-শো বাহান্ন বছর পর অব্রাহামের জন্ম হয়েছিল। আমরা শিখব যে, কীভাবে ঈশ্বর অব্রাহামকে ইস্হাক নামে এক পুত্রসন্তান দেওয়ার মাধ্যমে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। তারপর, ইস্হাকের দুই ছেলের মধ্যে যাকোবকে ঈশ্বর মনোনীত করেছিলেন।
যাকোবের বারো জন ছেলে ও কয়েক জন মেয়ে-সহ এক বিরাট পরিবার ছিল। যাকোবের দশ জন ছেলে তাদের ছোটো ভাই যোষেফকে ঘৃণা করত আর তাকে মিশরে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। পরে, যোষেফ মিশরের একজন গুরুত্বপূর্ণ শাসক হয়ে উঠেছিলেন। যখন মারাত্মক এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন যোষেফ তার ভাইদের হৃদয় পরিবর্তন হয়েছে কি না, তা দেখার জন্য তাদের পরীক্ষা করেছিলেন। অবশেষে, যাকোবের পুরো পরিবার অর্থাৎ ইস্রায়েলীয়রা মিশরে চলে গিয়েছিল। অব্রাহামের জন্মের দু-শো নব্বই বছর পর তা ঘটেছিল।
এর পরের দু-শো পনেরো বছর ধরে ইস্রায়েলীয়রা মিশরে বসবাস করেছিল। যোষেফের মৃত্যুর পর তারা সেখানে দাস হয়ে উঠেছিল। পরে, মোশির জন্ম হয়েছিল এবং ঈশ্বর মিশর হতে ইস্রায়েলীয়দের উদ্ধার করার জন্য তাকে ব্যবহার করেছিলেন। সবমিলিয়ে, দ্বিতীয় খণ্ডে আট-শো সাতান্ন বছরের ইতিহাস রয়েছে।