ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৫৭ পৃষ্ঠা ১৩৮-পৃষ্ঠা ১৩৯ অনু. ১
  • যিহোবা যিরমিয়কে প্রচার করার জন্য পাঠান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা যিরমিয়কে প্রচার করার জন্য পাঠান
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিরমিয় যিহোবা সম্বন্ধে কথা বলা বন্ধ করেননি
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • যিরমিয়ের মতো সাহসী হোন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিরমিয় তার কার্যভার পরিত্যাগ করেননি
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিরমিয় বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৫৭ পৃষ্ঠা ১৩৮-পৃষ্ঠা ১৩৯ অনু. ১
যিরমিয় প্রাচীনদের সামনে মাটির পাত্র ভেঙে ফেলছেন

পাঠ ৫৭

যিহোবা যিরমিয়কে প্রচার করার জন্য পাঠান

যিহূদার লোকদের জন্য যিহোবা যিরমিয়কে একজন ভাববাদী হিসেবে বাছাই করেন। যিহোবা তাকে লোকদের কাছে প্রচার করতে বলেন। আর সেইসঙ্গে তিনি লোকদের এই বিষয়ে সাবধান করতে বলেন, যেন তারা তাদের মন্দ কাজগুলো করা বন্ধ করে। যিরমিয় নিজেকে অযোগ্য বলে মনে করেন আর তাই তিনি বলেন: ‘হে যিহোবা, লোকদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, আমি তা জানি না। আমি তো কেবল একজন বালক।’ যিহোবা তাকে বলেন: ‘ভয় কোরো না। কী বলতে হবে, তা আমি তোমাকে বলে দেব। আমি তোমাকে সাহায্য করব।’

যিহোবা যিরমিয়কে বলেন, তিনি যেন প্রাচীনদের একত্রিত করেন এবং তাদের সামনে একটা মাটির পাত্র ভেঙে এই কথা বলেন: ‘জেরুসালেমকে ঠিক এভাবেই ভেঙে ফেলা হবে।’ যিরমিয় যখন যিহোবার কথা অনুযায়ী কাজ করেন, তখন প্রাচীনেরা ভীষণ রেগে যায়। পশ্‌হূর নামে একজন যাজক যিরমিয়কে মারধর করেন এবং তাকে হাড়িকাঠে আটকে রাখেন। সারারাত যিরমিয় কোনো নড়াচড়া করতে পারেননি। পশ্‌হূর তাকে পরের দিন সকালে ছেড়ে দেন। যিরমিয় বলেন: ‘অনেক হয়েছে, আমি আর প্রচার করতে পারব না।’ কিন্তু, তিনি কি সত্যিই প্রচার করা বন্ধ করে দিয়েছিলেন? না। যিরমিয় যখন এই বিষয়টা নিয়ে আরও চিন্তা করেন, তখন তিনি বলেন: ‘যিহোবার বার্তা আমার হৃদয়ে আগুনের মতো জ্বলছে। আমি প্রচার করা বন্ধ করতে পারব না।’ যিরমিয় আবার লোকদের সাবধান করতে থাকেন।

কয়েক বছর পর, যিহূদায় একজন নতুন রাজা আসেন। যাজকেরা এবং মিথ্যা ভাববাদীরা যিরমিয়ের বার্তা শুনে তা একদম পছন্দ করে না। তারা অধ্যক্ষদের বলে: ‘এই ব্যক্তি মৃত্যুর যোগ্য।’ যিরমিয় বলেন: ‘তোমরা যদি আমাকে মেরে ফেল, তা হলে তোমরা আসলে একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে। আমি আমার নিজের নয়, বরং যিহোবার বাক্য জানাচ্ছি।’ এই কথাগুলো শোনার পর অধ্যক্ষেরা বলে: ‘এই ব্যক্তি মৃত্যুর যোগ্য নয়।’

তারপরও, যিরমিয় প্রচার চালিয়ে যান আর এতে অধ্যক্ষেরা ভীষণ রেগে যায়। তারা রাজাকে বলে যেন যিরমিয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজা তাদের বলেন, তারা যিরমিয়ের প্রতি যা করতে চায়, তা-ই করতে পারে। তারা যিরমিয়কে ধরে গভীর একটা কুয়োর মধ্যে ফেলে দেয়, যেখানে কেবল কাদা ছিল। তারা মনে করে, সেখানে তিনি মারা যাবেন। যিরমিয় কাদার মধ্যে ডুবে যেতে শুরু করেন।

এবদ-মেলক এবং লোকেরা যিরমিয়কে কুয়ো থেকে টেনে তুলছে

পরে, এবদ-মেলক নামে একজন রাজকর্মচারী রাজাকে বলেন: ‘অধ্যক্ষেরা যিরমিয়কে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে! আমরা যদি তাকে সেখানে রেখে দিই, তা হলে তিনি মারা যাবেন।’ রাজা এবদ-মেলককে বলেন, তিনি যেন ৩০ জন ব্যক্তিকে নিয়ে যিরমিয়কে কুয়ো থেকে তুলে আনেন। আমাদের কি যিরমিয়ের মতো হওয়া উচিত নয়, যিনি কোনো কিছুকেই তার প্রচার কাজে বাধা হতে দেননি?

“আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে-কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সে-ই রক্ষা পাবে।”—মথি ১০:২২

প্রশ্ন: কেন যিরমিয় এমনকী সেই সময়ও যিহোবার বাধ্য হয়েছিলেন, যখন তিনি যুবক ছিলেন? কারা যিরমিয়কে প্রচার করার ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করেছিল?

যিরমিয় ১:১-১৯; ১৯:১-১১; ২০:১-১৩; ২৫:৮-১১; ২৬:৭-১৬; ৩৮:১-১৩

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার