ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৬৩ পৃষ্ঠা ১৫০-পৃষ্ঠা ১৫১ অনু. ১
  • দেওয়ালের উপরে লেখা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দেওয়ালের উপরে লেখা
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দেওয়ালের ওপর হাতের লেখা
    আমার বাইবেলের গল্পের বই
  • ঈশ্বরের লোকেরা বাবিল ত্যাগ করে
    আমার বাইবেলের গল্পের বই
  • একজন দাম্ভিক শাসক সাম্রাজ্য হারান
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৬৩ পৃষ্ঠা ১৫০-পৃষ্ঠা ১৫১ অনু. ১
একটা হাত দেওয়ালের উপরে লিখছে

পাঠ ৬৩

দেওয়ালের উপরে লেখা

পরে বেল্‌শৎসর ব্যাবিলনের রাজা হন। একদিন রাতে তিনি এক হাজার ব্যক্তিকে ভোজে আমন্ত্রণ জানান। তারা ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি তার দাসদের বলেন, রাজা নবূখদ্‌নিৎসর যিহোবার মন্দির থেকে যে-সোনার পেয়ালাগুলো নিয়ে এসেছিলেন, তারা যেন সেগুলো নিয়ে আসে। বেল্‌শৎসর এবং তার অতিথিরা সেই পেয়ালা দিয়ে পান করছিল এবং তাদের দেবতাদের প্রশংসা করছিল। হঠাৎ মানুষের একটা হাত এসে সেই ঘরের দেওয়ালের উপরে অদ্ভুত কিছু শব্দ লিখতে শুরু করে।

বেল্‌শৎসর ভীষণ ভয় পেয়ে যান। তিনি জাদুবিদ্যা চর্চা করে এমন ব্যক্তিদের ডাকেন এবং তাদের কাছে এই প্রতিজ্ঞা করেন: ‘যে এই লেখাগুলোর অর্থ বলতে পারবে, তাকে আমি ব্যাবিলনের তৃতীয় শ্রেষ্ঠ শাসক করব।’ তারা চেষ্টা করে, কিন্তু কেউই এই লেখাগুলোর অর্থ বলতে পারে না। তখন রানি এসে বলেন: ‘দানিয়েল নামে একজন ব্যক্তি আছেন, যিনি নবূখদ্‌নিৎসরের জন্য বিভিন্ন বিষয়ের অর্থ বলে দিতেন। তিনি এই লেখাগুলোর অর্থ বলতে পারবেন।’

পরে, দানিয়েল রাজার কাছে আসেন। বেল্‌শৎসর তাকে বলেন: ‘তুমি যদি এই লেখা পড়ে আমাকে এর অর্থ বলতে পার, তা হলে আমি তোমাকে সোনার হার দেব এবং ব্যাবিলনের তৃতীয় শ্রেষ্ঠ শাসক করব।’ এই কথা শুনে দানিয়েল বলেন: ‘আমি আপনার উপহার চাই না, তবে আমি আপনাকে এই লেখাগুলোর অর্থ বলব। আপনার বাবা নবূখদ্‌নিৎসর খুব গর্বিত হয়েছিলেন বলে যিহোবা তাকে নত করেছিলেন। তার প্রতি কী ঘটেছে, আপনি সবই তা জানেন। কিন্তু, যিহোবার মন্দির থেকে আনা সোনার পেয়ালা দিয়ে দ্রাক্ষারস খাওয়ার মাধ্যমে আপনি তাঁর অসম্মান করেছেন। তাই, ঈশ্বর এই কথাগুলো লিখিয়েছেন: মিনে মিনে, তকেল, উপারসীন। এই কথাগুলোর অর্থ হল, মাদীয়-পারস্য ব্যাবিলনকে জয় করবে এবং আপনি আর রাজা থাকবেন না।’

বাজা কোরসের সৈন্যেরা নদীর মধ্য দিয়ে হেঁটে ব্যাবিলনের দরজার দিকে যাচ্ছে

এইরকমটা মনে হয়েছিল যে, কেউই ব্যাবিলনকে জয় করতে পারবে না। কারণ নগরটা চওড়া প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং এর চারপাশে এক গভীর নদী ছিল। এর ফলে, নগরটাকে সুরক্ষিত বলে মনে হয়েছিল। কিন্তু, সেই রাতেই মাদীয়-পারস্য এসে ব্যাবিলনকে আক্রমণ করে। পারস্যের রাজা কোরস নদীর জল ভিন্ন দিকে ঘুরিয়ে দেন, যাতে সৈন্যেরা জলের মধ্য দিয়ে হেঁটে নগরের দরজার কাছে যেতে পারে। সেখানে যাওয়ার পর সৈন্যেরা দেখে যে, দরজাটা খোলা রয়েছে! তাই, সেনাবাহিনী ভিতরে ঢুকে পড়ে, নগরটা জয় করে এবং রাজাকে মেরে ফেলে। পরে, কোরস ব্যাবিলনের রাজা হন।

এক বছরের মধ্যেই কোরস এই ঘোষণা করেন: ‘যিহোবা আমাকে বলেছেন, যাতে আমি জেরুসালেমের মন্দির পুনরায় নির্মাণ করি। এই কাজে সাহায্য করার জন্য তাঁর লোকদের মধ্যে যে-কেউ সেখানে যেতে পারে।’ তাই, যিহোবার প্রতিজ্ঞা অনুযায়ী, জেরুসালেম ধ্বংস হওয়ার ৭০ বছর পর অনেক যিহুদি তাদের দেশ জেরুসালেমে ফিরে যায়। যিহোবার মন্দির থেকে নবূখদ্‌নিৎসর যে-সমস্ত সোনার ও রুপোর পেয়ালা আর বাসনপত্র নিয়ে এসেছিলেন, কোরস সেগুলো ফেরত পাঠান। কোরসকে ব্যবহার করে যিহোবা তাঁর লোকদের কীভাবে সাহায্য করেছেন, তা কি তুমি দেখতে পেয়েছ?

“তার পতন হল! মহতী বাবিলের পতন হল! সে মন্দ স্বর্গদূতদের আস্তানা হয়েছে।”—প্রকাশিত বাক্য ১৮:২

প্রশ্ন: দেওয়ালের উপরে লেখা কথাগুলোর অর্থ কী ছিল? যিহোবা কোরসকে কী করতে বলেছিলেন?

ইষ্রা ১:১-১১; দানিয়েল ৫:১-৩০; যিশাইয় ৪৪:২৭–৪৫:২; যিরমিয় ২৫:১১, ১২

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার