ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৭৯ পৃষ্ঠা ১৮৬-পৃষ্ঠা ১৮৭ অনু. ২
  • যিশু অনেক অলৌকিক কাজ করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু অনেক অলৌকিক কাজ করেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু মৃতকে উত্থিত করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • কান্না উল্লাসে পরিণত হয়
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • স্ত্রীলোকটি তাঁর বস্ত্র স্পর্শ করে
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • তিনি লোকেদের ভালোবেসেছিলেন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৭৯ পৃষ্ঠা ১৮৬-পৃষ্ঠা ১৮৭ অনু. ২
অসুস্থ লোকেরা সুস্থ হওয়ার জন্য যিশুর কাছে আসছে

পাঠ ৭৯

যিশু অনেক অলৌকিক কাজ করেন

যিশু পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করার জন্য এসেছিলেন। ভবিষ্যতে যিশু রাজা হিসেবে কী করবেন, তা দেখানোর জন্য যিহোবা তাঁকে পবিত্র শক্তি দিয়েছিলেন, যাতে তিনি অনেক অলৌকিক কাজ করতে পারেন। তিনি যেকোনো ধরনের অসুস্থতা দূর করতে পারতেন। তিনি যেখানেই যেতেন, সেখানেই অসুস্থ ব্যক্তিরা সাহায্যের জন্য তাঁর কাছে আসত আর যিশু তাদের সকলকে সুস্থ করতেন। অন্ধ ব্যক্তিরা দেখতে পেত, বধির লোকেরা শুনতে পেত, পক্ষাঘাতী ব্যক্তিরা অর্থাৎ প্যারালিসিস রোগীরা হাঁটতে পারত। এ ছাড়া, যাদের মধ্যে মন্দ স্বর্গদূত প্রবেশ করত, তাদের মধ্য থেকে তিনি মন্দ স্বর্গদূত বের করে দিতেন। এমনকী তারা যদি তাঁর কাপড় স্পর্শ করত, তা হলে তারা সুস্থ হয়ে যেত। যিশু যেখানেই যেতেন লোকেরা তাঁর পিছন পিছন যেত। এমনকী যিশু একা থাকার সময়ও লোকেরা যদি তাঁর কাছে আসত, তা হলে তিনি তাদের চলে যেতে বলতেন না।

একবার যিশু যখন একটা বাড়ির ভিতরে ছিলেন, তখন লোকেরা একজন প্যারালিসিস রোগীকে তাঁর কাছে নিয়ে আসে। কিন্তু, সেই বাড়ির মধ্যে এত লোক ছিল যে, তারা ভিতরে ঢুকতে পারে না। তাই, তারা ছাদের কিছু অংশ সরিয়ে ফেলে এবং সেই খোলা জায়গা দিয়ে লোকটাকে যিশুর কাছে নামিয়ে দেয়। তখন যিশু সেই রোগীকে বলেন: ‘ওঠো এবং হাঁটো।’ লোকটাকে হাঁটতে দেখে সবাই খুব আশ্চর্য হয়ে যায়।

আরেক বার যিশু যখন একটা গ্রামে প্রবেশ করেন, তখন দশ জন কুষ্ঠ রোগী তাঁকে দেখতে পেয়ে দূর থেকে চিৎকার করে বলে: ‘যিশু, আমাদের সাহায্য করুন!’ তখনকার সময়ে কুষ্ঠ রোগীরা অন্য লোকদের কাছে আসতে পারত না। যিশু তাদের মন্দিরে যেতে বলেন, কারণ যিহোবার ব্যবস্থা অনুযায়ী সুস্থ হওয়ার পর কুষ্ঠ রোগীদের সেখানে যেতে হত। যাওয়ার পথে তারা সুস্থ হয়ে যায়। একজন কুষ্ঠ রোগী যখন বুঝতে পারেন যে, তিনি সুস্থ হয়ে গিয়েছেন, তখন তিনি যিশুর কাছে ফিরে এসে তাঁকে ধন্যবাদ দেন এবং ঈশ্বরের প্রশংসা করেন। দশ জনের মধ্যে কেবল এই এক জনই যিশুকে ধন্যবাদ দেন।

একজন মহিলা ১২ বছর ধরে অসুস্থ ছিলেন আর তাই তিনি সুস্থ হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। লোকের ভিড়ের মধ্যে তিনি যিশুর পিছনে আসেন এবং তাঁর কাপড় স্পর্শ করেন। আর সঙ্গেসঙ্গে তিনি সুস্থ হয়ে যান। এমনটা হওয়ার পর যিশু জিজ্ঞেস করেন: ‘কে আমাকে স্পর্শ করেছে?’ তখন সেই মহিলা ভীষণ ভয় পেয়ে যান। সেই মহিলা সামনে এসে যিশুকে সত্য কথা বলেন। যিশু তাকে এই কথা বলে সান্ত্বনা দেন: ‘কন্যা, শান্তিতে যাও।’

যায়ীর নামে একজন অধ্যক্ষ যিশুর কাছে এসে অনুরোধ করে বলেন: ‘আমার বাড়িতে আসুন! আমার ছোট্ট মেয়েটি খুবই অসুস্থ।’ কিন্তু, যিশু যায়ীরের বাড়িতে যাওয়ার আগেই মেয়েটি মারা যায়। যিশু তার বাড়িতে গিয়ে দেখতে পান, অনেক লোক তার পরিবারের সঙ্গে শোক করার জন্য সেখানে এসেছে। যিশু তাদের বলেন: ‘কেঁদো না, মেয়েটি কেবল ঘুমিয়ে আছে।’ এরপর তিনি মেয়েটির হাত ধরে তাকে বলেন: “খুকি, ওঠো!” মেয়েটি সঙ্গেসঙ্গে উঠে বসে আর যিশু তার বাবা-মাকে বলেন, যেন তারা মেয়েটিকে কিছু খেতে দেয়। একটু কল্পনা করে দেখো, তাকে দেখে তার বাবা-মায়ের কেমন লেগেছিল!

যিশু যায়ীরের মেয়েকে পুনরুত্থিত করেন

“ঈশ্বর তাঁকে পবিত্র শক্তির মাধ্যমে মনোনীত করেন এবং তাঁকে ক্ষমতা দেন। এরপর তিনি সমগ্র অঞ্চলে গিয়ে ভালো ভালো কাজ করতেন এবং দিয়াবলের কারণে যারা কষ্ট ভোগ করছিল, তাদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।”—প্রেরিত ১০:৩৮

প্রশ্ন: কেন যিশু সমস্ত ধরনের অসুস্থতা দূর করতে পেরেছিলেন? যায়ীরের মেয়ের প্রতি কী ঘটেছিল?

মথি ৯:১৮-২৬; ১৪:৩৬; মার্ক ২:১-১২; ৫:২১-৪৩; ৬:৫৫, ৫৬; লূক ৬:১৯; ৮:৪১-৫৬; ১৭:১১-১৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার