পাঠ ৮০
যিশু ১২ জন প্রেরিতকে বাছাই করেন
যিশু প্রায় দেড় বছর ধরে প্রচার করার পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে থেকে কাজ করার জন্য তিনি কাদের বেছে নেবেন? খ্রিস্টীয় মণ্ডলীতে নেতৃত্ব নেওয়ার জন্য তিনি কাদের প্রশিক্ষণ দেবেন? এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য যিশু যিহোবার কাছ থেকে নির্দেশনা পেতে চান। তাই, তিনি একটা পর্বতে যান, যেখানে তিনি একা থাকতে পারবেন। সেখানে তিনি সারারাত ধরে প্রার্থনা করেন। সকাল বেলায় তিনি তাঁর কয়েক জন শিষ্যকে ডাকেন আর তাঁর ১২ জন প্রেরিতকে বাছাই করেন। এদের মধ্যে থেকে কার কার নাম তোমার মনে আছে? তাদের নাম হল পিতর, আন্দ্রিয়, যাকোব, যোহন, ফিলিপ, বর্থলময়, থোমা, মথি, আল্ফেয়ের ছেলে যাকোব, থদ্দেয়, শিমোন এবং ঈষ্করিয়োতীয় যিহূদা।
আন্দ্রিয়, পিতর, ফিলিপ, যাকোব
যিশু যেখানেই যেতেন, সেই ১২ জন তাঁর সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি তাদের প্রশিক্ষণ দেন আর এরপর তাদের প্রচার করার জন্য পাঠান। যিহোবা তাদের মন্দ স্বর্গদূত ছাড়ানোর এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করার ক্ষমতা দেন।
যোহন, মথি, বর্থলময়, থোমা
যিশু সেই ১২ জনকে তাঁর বন্ধু বলে ডাকেন আর তাদের উপর তাঁর আস্থা ছিল। ফরীশীরা তাদের অশিক্ষিত এবং সাধারণ ব্যক্তি বলে মনে করত। কিন্তু, প্রেরিতেরা কীভাবে কাজ করবে, সেই ব্যাপারে যিশু তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। যিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে তারা তাঁর সঙ্গে ছিলেন, যেমন তাঁর মৃত্যুর আগে এবং তাঁর পুনরুত্থানের পর। যিশুর মতো ১২ জন প্রেরিতের মধ্যে বেশিরভাগই গালীলের লোক ছিল। তাদের মধ্যে কেউ কেউ বিবাহিত ছিল।
আল্ফেয়ের ছেলে যাকোব, ঈষ্করিয়োতীয় যিহূদা, থদ্দেয়, শিমোন
প্রেরিতেরা নিখুঁত ছিল না আর তাই তারাও ভুল করত। কখনো কখনো তারা চিন্তাভাবনা না করেই কথা বলেছিল আর কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কোনো কোনো সময় তারা ধৈর্যের অভাব দেখিয়েছিল। তারা এমনকী তাদের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ, তা নিয়েও ঝগড়া করেছিল। তবে, তারা খুব ভালো ব্যক্তি ছিল, তারা যিহোবাকে ভালোবাসত। যিশু চলে যাওয়ার পর তারা খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম সদস্য হয়ে ওঠে এবং এক বিশেষ দায়িত্ব পালন করে।
“আমি তোমাদের বন্ধু বলে ডেকেছি, কারণ আমার পিতার কাছ থেকে আমি যা যা শুনেছি, সেই সমস্ত কিছু তোমাদের জানিয়েছি।”—যোহন ১৫:১৫