ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৮৮ পৃষ্ঠা ২০৬
  • যিশুকে গ্রেপ্তার করা হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশুকে গ্রেপ্তার করা হয়
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্বাসঘাতকতা ও গ্রেফতার
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • বাগানে যিশু
    আমার বাইবেলের গল্পের বই
  • যীশুর মানব জীবনের শেষ দিন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৮৮ পৃষ্ঠা ২০৬
যিহূদা গেৎশিমানী বাগানে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন

পাঠ ৮৮

যিশুকে গ্রেপ্তার করা হয়

যিশু এবং তাঁর প্রেরিতেরা কিদ্রোণ উপত্যকার মধ্য দিয়ে জৈতুন পর্বতে আসে। তখন মাঝরাত পার হয়ে গিয়েছে এবং পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। তারা যখন গেৎশিমানী বাগানে এসে পৌঁছায়, তখন যিশু তাদের বলেন: “তোমরা এখানে থাকো এবং জেগে থাকো।” এরপর, তিনি কিছুটা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসেন। তিনি অত্যন্ত দুঃখিত হয়ে যিহোবার কাছে প্রার্থনা করেন: “তোমার ইচ্ছামতোই হোক।” তখন যিশুকে উৎসাহিত করার জন্য যিহোবা একজন স্বর্গদূতকে পাঠান। পরে যিশু যখন তাঁর প্রেরিতদের কাছে ফিরে যান, তখন দেখেন যে, তারা তিন জন ঘুমিয়ে পড়েছে। তিনি তাদের বলেন: ‘ওঠো! এখন ঘুমানোর সময় নয়! আমাকে শত্রুদের হাতে তুলে দেওয়ার সময় হয়ে গিয়েছে।’

যিহূদাকে টাকার থলি দেওয়া হচ্ছে

তিনি কথা বলছিলেন আর এমন সময় যিহূদা সেখানে আসেন এবং তার সঙ্গে অনেক লোক খড়্গ ও লাঠি নিয়ে আসে। যিহূদা জানতেন যে, যিশুকে কোথায় পাওয়া যাবে, কারণ তারা প্রায়ই এই বাগানে আসত। যিহূদা আগে থেকে সৈন্যদের বলে রেখেছিলেন যে, তিনি যিশুকে চেনার জন্য তাদের সাহায্য করবেন। তিনি সোজা যিশুর দিকে এগিয়ে যান এবং বলেন: ‘গুরু, নমস্কার’ আর এরপর তিনি তাঁকে চুম্বন করেন। যিশু তাকে বলেন: ‘যিহূদা, তুমি কি চুম্বন করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ?’

যিশু এগিয়ে গিয়ে লোকদের জিজ্ঞেস করেন: “তোমরা কাকে খুঁজছ?” তারা বলে: “নাসরতীয় যিশুকে।” তিনি তাদের বলেন: “আমিই সেই ব্যক্তি।” তখন তারা পিছিয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। যিশু আবার তাদের জিজ্ঞেস করেন: “তোমরা কাকে খুঁজছ?” আবার তারা বলে: “নাসরতীয় যিশুকে।” যিশু বলেন: ‘আমি তো তোমাদের বললাম, আমিই সেই ব্যক্তি। আমার শিষ্যদের যেতে দাও।’

পিতর যখন বুঝতে পারেন যে, কি হচ্ছে, তখন তিনি একটা খড়্গ বের করেন এবং মল্ক নামে মহাযাজকের একজন দাসের একটা কান কেটে ফেলেন। কিন্তু, যিশু তার কান স্পর্শ করে তাকে সুস্থ করেন। তখন যিশু পিতরকে বলেন: ‘তোমার খড়্গ খাপে ভরে রাখো। তুমি যদি খড়্গ ব্যবহার করে লড়াই কর, তা হলে তুমি সেটার আঘাতেই মারা যাবে।’ এরপর, সৈন্যেরা যিশুকে ধরে এবং তাঁর হাত বাঁধে। আর প্রেরিতেরা তাঁকে ছেড়ে পালিয়ে যায়। পরে, সেই লোকেরা তাঁকে প্রধান যাজক হাননের কাছে নিয়ে আসে। হানন যিশুকে জেরা করেন এবং তাঁকে মহাযাজক কায়াফার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু, প্রেরিতদের কী হয়েছিল?

“এই জগতে তোমরা ক্লেশ ভোগ করবে, কিন্তু সাহস করো! আমিই এই জগৎকে জয় করেছি।”—যোহন ১৬:৩৩

প্রশ্ন: গেৎশিমানী বাগানে কী ঘটেছিল? সেই রাতে যিশু যা করেছিলেন, সেখান থেকে তুমি কী শিখতে পার?

মথি ২৬:৩৬-৫৭; মার্ক ১৪:৩২-৫০; লূক ২২:৩৯-৫৪; যোহন ১৮:১-১৪, ১৯-২৪

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার